নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

আঁকুপাঁকু

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৪



আকাশে ভাসার জন্য উড়ছিল উড়াল মাছ, বাজে আহত বাজপাখিরা সাগরে সাঁতরাচ্ছিল,
ঢেউয়ের পর ঢেউয়ে হাবুডুব খেয়ে জলে জবজব হাঙর তিমির ডাঙায় ওঠে উভয়সংকট পড়েছিল,
আঁকশি হাতে আম পাড়তে যেয়ে আঁকড়ায় আটকে ডাকাবুকো বোবাকান্নায় আবেগের বহিঃপ্রকাশ করেছিল,
আংরাখার আঁকিবুকি দেখে অন্যমনস্ক মানসী আঁচিলে আঁচড় কেটে নির্দোষিতা প্রমাণ করতে চেয়েছিল,
পৌষের শেষে লাঙলে ঈষ লাগিয়ে উচ্ছৃঙ্খল ষাঁড় এবং ষাঁড়া গাইয়ের কাঁধে জোয়াল বেঁধে হালি হাল জোড়েছিল,
বৈশাখমাসের শেষে নির্ধনরা নির্দ্বিধায় লৌহযষ্টি হাতে নিয়ে নির্ধার্য বিষয় আশয় ভাগবাটোয়ারা করেছিল।


Copyright © by Mohammed abdulhaque


ছবি নেট থেকে

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৭

নেওয়াজ আলি বলেছেন: মনোরম ও মনোহর লেখা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১২

রাজীব নুর বলেছেন: এতদিন কোথায় ছিলেন??
কোনো খোঁজ খবুর নাই??

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আসলে সহজে ভয়ত্রস্ত হই। কাজে ব্যস্ত সময়ের অভাব।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩০

নীল আকাশ বলেছেন: কী নিদারুণ ভাবে এইদেশের বর্তমান অবস্থা ফুটিয়ে তুলেছেন।
পাপিয়া'কে নিয়ে এক লাইন থাকলে আরও জমতো!
কই ছিলেন এতদিন?

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি শব্দের ভাবে মজে ভাবের সাগরে ভাসি, তাতে বাস্তবতা বিস্তারিত ভাবে বিশ্লেষিত হলে তা আমার সার্থকতা।

ব্যস্ত থাকি এবং ব্লগে আসতে ভালো লাগে না।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৫

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক,



আমিও এমন আঁকুপাঁকু ডাকে অধীর হয়ে পোস্টে ঢুকেই উড়ালমাছের মতো আকাশে ভাসলুম!
দারুন রূপক্ল্প।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমিও ডান মেলার চেষ্ট করলুম।

৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩০

নিভৃতা বলেছেন: ভাইসাবোর কবিতা দেখিয়া যার পর নাই আনন্দিত অইসি। ইলাখান ডুব মারা ঠিক নায় ভাইসাব।

কবিতা খুব সুন্দর অইসে।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আসলে খুব ব্যস্ত। আপনারার লাগি জানে টানে এর লাগি লগিন করি। আপনারা হকল ভালানি?

৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৮

নিভৃতা বলেছেন: জ্বী অয় ভাইসাব আমি ভালা। হক্কলোর খবর তো জানি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.