নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

সচেতনতা

২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৭



সবকিছুতে আমরা ধর্মকে টানি। অনেকে জানে না টানাটানি করলে যে কানি ছিঁড়ে এবং ছেঁড়াছিঁড়ির জন্য ঝটকানি যথেষ্ট। বেশভূষায় ধর্মগুরু এবং নাচানাচির জন্য ধর্মচারীর অভাব নেই। ভক্তের ভান এবং ভণ্ডের ভণিতায় সাধারণ ধার্মিকরা বিভ্রান্ত। একদল আদা-জল গিলে ইসলাম ধর্মের সাথে লেগেই থাকে।

হত্যা করে হতকে জীবিত করতে পারে না এবং আরো কিছু বিষয় আছে যা মানুষের আয়ত্তের বাইরে। মানুষ খামোখা বকবক পছন্দ করে, যা জানে না তা নিয়ে আরও বেশি মুনশিয়ানা করে। ভাব ধরে ভাবুক এবং বেশ ধরে বিশেষজ্ঞ সাজে। অন্য ধর্ম গোত্র অথবা গোষ্ঠির জন্য হলেও কোরআন এবং ইসলাম ধর্ম সকলের জন্য। রহমত হেদায়াত এবং রোগমুক্তির তথ্য কোরআনে আছে কিন্তু আমরা তা চর্চা করি না। ধার্মিককে নিয়ে হাসাহাসি করলেও তলতলে অনেকে জল গিলে। গুপ্তমন্ত্র, তাবিজ, পানিপড়া, জাদুটুনার জন্য ঠিকই ভণ্ডদের কাছে যায়।

আমি ক্যাবিং করি। একদিন এক ভদ্রমহিলাকে কোথাও নিয়ে যাচ্ছিলাম, তখন কথাকথায় ধর্ম প্রসঙ্গ আসলে উনি বলেছিলেন, ধর্মগুরুরা রায় দেয় কে ধার্মিক হবে কে হবে না। তারপর অনেক কথা হয়েছিল, একবার আমি বলেছিলাম নারী কত সাহসী তা কেউ জানে না। আদমের (আঃ) সাহস হয়নি নিষিদ্ধ ফল স্পর্শ করার, হাওয়া তা খেয়েছিলেন। তখন উনি বলেছিলেন এই জন্য নারীকে mother nature বলা হয়।

খালি গড়গড়া মুখস্ত পড়লে হবে না, কোরআন পড়ে বুঝতে হবে। কোরআনে গূঢ়তত্ত্ব এবং নিগূঢ় রহস্য আছে। সুখ-শান্তি-স্বস্তি, আরোগ্যপ্রাপ্তি, সম্পদ এবং স্বাচ্ছন্দ্যের সূত্র সংক্ষেপ বর্ণিত আছে। গুপ্তসম্পদের জন্য মানুষ অভিযানে বেরিয়ে অভিযাত্রী হয়। কিন্তু আত্মিক শান্তি-স্বস্তির জন্য কোরআন পড়ার ফুরসত নেই। গভীর তৃপ্তির জন্য যা তা করতে রাজি হলেও গভীর তত্ত্ব বুঝার জন্য কোরআন পড়ে না, বলে কোরআনের বিষয় বেশি গভীর। যে কিচ্ছু মানে না সে-ও জানে মৃত্যুর হাত থেকে কেউ নিস্তার পাব না। পারমাণবিক হলেও অনেক জীবাণু জীবননাশক, প্রতিকূল পরিস্থিতি থেকে নিস্তারের উপায় হলো শান্তিস্বস্তির সাথে পারমার্থিক চিন্তা করা, জ্ঞানীগুণী এবং বিজ্ঞানে বিশেষজ্ঞদের আদেশে আদিষ্ট এবং উপদেশে উপদিষ্ট হতে হবে নইলে অনেকের মৃত্যু হবে, এবং তা হবে আত্মহত্যা।

আমার বিশ্বাস এবং অভিজ্ঞতা আমি সকলের সাথে ভাগ করি।
সকলের মঙ্গল হোক।
স্বত্ব.মো.আ.হা

ছবি নেট থেকে

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক,





ছবিটি যথেষ্ট অর্থপূর্ণ।
সচেতন হওয়ার সাথে ধর্ম- অধর্ম- বিজ্ঞান- অবিজ্ঞানের মনে হয় কোনই সম্পর্ক নেই। সম্পর্কটা মগজের।

২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ছবিটা পোস্ট করার জন্য এই পোস্ট দিয়েছি।

অনেকে গরু ছাগলের মগজ ভোনা পছন্দ করলেও নিজের মগজকে ব্যবহার করতে পারে না।

২| ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক,




ধন্যবাদ প্রতিমন্তব্যের জন্যে।

শিরোনামটি ঠিক করে দিন।

২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইজান, কয়েকবার পড়ার পরেও চোখে ধরে না। এখুনি ঠিক করছি।

আবারো ধন্যবাদ।

৩| ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


ধর্মীয় মানুষরা দীর্ঘ অতীত সময়ের অনেক ধারণার উপর নির্ভর করাতে তারা বর্তমান সময়ের সমস্যাকে সঠিভাবে নির্ণয় করতে সক্ষম হয় না।

২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সাথে আমি একমত। ধারণার ধারে পাশে গেলেই সর্বনাশ হবে।

আমরা এখন কম্পিউটার ব্যবহার করি, মেসেজ, টেক্সট, ভিডিওকল, আইপি ট্রাকিং, অনলাইন বেংকিং, ডিজিটালমানি এসব ব্যবহার করি। বিদেশে বসে সিসিটিভিতে নিজের ঘরের সিকুরিটি কেমেরা দেখতে পারি, দরজা আনলকিং করতে পারি। আরো অনেককিছু আছে। শিপ্ট শেষে ক্লান্ত হয়ে ঘুমাই। এই ঘুমের কারণেই আমি ধর্ম, কোরআন, মৃত্যু, স্রষ্টা, হাসর বিশ্বাস করি। আহার নিদ্রা আমাদের দুর্বলতা।

ধর্ম হলো বাস্তবতা, ধারণা অথবা ফিকশন নয়।

৪| ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:


৩ নং কমেন্টে টাইপো:

*অতিধর্মীয় মানুষরা দীর্ঘ অতীত সময়ের অনেক ধারণার উপর নির্ভর করাতে তারা বর্তমান সময়ের সমস্যাকে সঠিভাবে নির্ণয় করতে সক্ষম হয় না; তাদের ধারণা বর্তমানের শিক্ষিত মানুষের সাথে অনেক সময় মিলে না

২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সমস্যা এখানেই, আমি তেমন শিক্ষিত নই তারপরেও আমার সাথে খালি ঝামেলা লাগে। তবে আমি কোরআন পড়ে আমার সমস্যার সমাধান করি। যেমন আমার নিজের ভুলে আমি গরিব হয়েছি। লেখালেখি করে অসুস্থ হয়েছি। বিড়ি টানতাম। আমার নিজের দোষে আমি প্রায় ধ্বংস হয়েছিলাম। কোরআন পড়ে আমি আত্মিকএবং মানসিকভাবে অনেকটা সুস্থ হয়েছি। আমি অভিজ্ঞতা থেকে বলছি, কোরআনে সকল প্রশ্নে উত্তর আছে।

৫| ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:



আপনি বলেছেন, " ধর্ম হলো বাস্তবতা, ধারণা অথবা ফিকশন নয়। "

-৩০০০ বছর আগের অনেক ধারণা/ভাবনা আজকের জন্য ফিকশন; সেসব ধারণা আজকের মানুষকে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করবে না।

২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, ধর্ম বাস্তবতা।

এখন আমরা তখনের মত নই, এটাকে বিশ্বাস করতে হবে। তখন গাছের বাকলে লিখে রাখা হত, এখন আমরা বাতাসে লিখে রাখি।

৬| ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

নীল আকাশ বলেছেন: হাক ভাই,
কেমন আছেন?
ধর্ম হচ্ছে বিশ্বাস। পরিপূর্ণ বিশ্বাস। এটা ফিজিক্স বা কেমেস্ট্রী নয় যে প্রাক্টিক্যাল করে দেখতে হবে।
আবু বকর (রাদ.) কে সিদ্দীক বলা হয় কেন জানেন? কারণ উনি মহানবী (সাল্লালাহু আলাহিস ওয়াসাল্লাম) যা বলতেন সেটা একবার শুনেই বিশ্বাস করতেন। সব সাহাবীরাও তাই করতেন। এই কারণে তাদের ঈমান ছিল অনেক মজবুত। নিশ্চিত মৃত্যু হবে জেনেও নিজেদের ১০গুনের চেয়েও বড় সৈন্যবাহিনীর সাথে হাসিমুখে যুদ্ধ করতে যেতেন। কারণ তারা জানতেন
উনাদের সাথে সব সময়ই আল্লাহ আছে।

আর এখন আমরা হচ্ছে ভন্ড মুসলিম। শুধু বিপদে যখন পড়ি তখনই আল্লাহর কথা স্মরণ করি। সারা, দিন বছর মাস উনার দেয়া নিয়ামতের শোকরও করি না এবং তার দেয়া নিয়মকানুনও মেনে চলি না।

নাস্তিকতা হচ্ছে একটা মানসিক রোগ, যেটা সর্বপ্রথম শুধুই মনের ভিতর খুব সামান্য একটা কনফিউশন থেকেই সৃষ্টি হয়। এতটুকুই যথেষ্ঠ বিপথে চলে যাবার জন্য।

ধন্যবাদ।

২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভালো আছি, আপনি কেমন আছেন?

বিশ্বাস নিশ্বাসের মত। বেশি ঠাণ্ডা পড়লে স্পষ্ট বাতাস দেখা যায়।

নাস্তিকতা আসলে অন্য একটা বিষয়, ওটা শুরু হয়েছিল গ্রিক থেকে। ব্লগে একটু বেশি বাড়াবাড়ি করে ওরা বাস্তবে এদের দেখা মিলে না।

যাক, আমি অন্যদের চিন্তায় চিন্তিত নই, আমিতো নিজের চিন্তায় হেনস্তা হচ্ছি। আমার অন্তর আমাকে বিভ্রান্ত করে বিভ্রাটে নিয়ে যায়।

৭| ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

নীল আকাশ বলেছেন: ছবি খুব সুন্দর এবং প্রাঞ্জল লেগেছে।

২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কিছু লিখতে চাইছিলাম কিন্তু পাচ্ছিলাম না, হঠাৎ ফেইসবুকে এই ছবি দেখে লিখতে শুরু করেছিলাম।

৮| ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

নীল আকাশ বলেছেন: যাক, আমি অন্যদের চিন্তায় চিন্তিত নই, আমিতো নিজের চিন্তায় হেনস্তা হচ্ছি। আমার অন্তর আমাকে বিভ্রান্ত করে বিভ্রাটে নিয়ে যায়.

আমি নাস্তিকতা যেই লাইন দিয়েছি সেটা সবার জন্য প্রযোজ্য। অল্পজ্ঞান এবং ভুলপথে জ্ঞান ২টাই মানুষকে পথভ্রষ্ট করতে পারে।

২০ শে মার্চ, ২০২০ রাত ৮:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মরতে হবে এবং শেষবিচারের দিন আল্লাহর সামনে দাঁড়াব। সত্যি ভয় হয়।

৯| ২০ শে মার্চ, ২০২০ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: শিরোনামটা ঠিক করুন।

২০ শে মার্চ, ২০২০ রাত ১০:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তিনবারে হয়তো ঠিক হয়েছে।

১০| ২০ শে মার্চ, ২০২০ রাত ১০:০৭

ঊণকৌটী বলেছেন: কোটি কোটি প্রাণীর মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, সে মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করার দায়িত্বও আপনার। পরের জীবনের না এই জীবনের কথা বলছি।

২০ শে মার্চ, ২০২০ রাত ১০:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আপনি ঠিক বলেছেন। আত্মশুদ্ধির জন্য আমি সদা সচেষ্ট।

১১| ২০ শে মার্চ, ২০২০ রাত ১০:৪৯

তানভীরএফওয়ান বলেছেন: খালি গড়গড়া মুখস্ত পড়লে হবে না, কোরআন পড়ে বুঝতে হবে.right
হমার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

নীল আকাশ বলেছেন:
ধর্ম হচ্ছে পরিপূর্ণ বিশ্বাস। এটা ফিজিক্স বা কেমেস্ট্রী নয় যে প্রাক্টিক্যাল করে দেখতে হবে......thanks

২০ শে মার্চ, ২০২০ রাত ১০:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

১২| ২০ শে মার্চ, ২০২০ রাত ১১:১০

ঊণকৌটী বলেছেন: লেখক বলেছেন: মরতে হবে এবং শেষবিচারের দিন আল্লাহর সামনে দাঁড়াব। সত্যি ভয় হয়। বড় ভাই আমার ভালোবাসা নিবেন। এই পৃথিবীতে মানুষ একমাত্র প্রাণী, যার মধ্যে লোভ,হিংসা,অহংকার, অকারণে হত্যা, আবার এই মানুষেই নিত্য নুতন আবিষ্কার করছে। মানুষের জন্য। তাই বর্তমানে আমদের এই ক্ষুদ্র জীবনের জন্য ঈশ্বর,আল্লা, গড সবাই কে সালাম জানিয়ে,যে উদ্দেশ্যে আমাদের পৃথিবীতে ওনার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে , তাতে পুর্ন সহজগিতা করে মানব ধর্ম পালন করা উচিত। মানব ধর্ম সাধারন। সবাইর হিত কামনা কর, সবাইর জন্য কিছু কর সাধারন ভাবে চল। তাহলে পর কালের জন্য চিন্তা করতে হবেনা ।

মুক্তি কী ? যখন তুমি প্রতিটি মানুষের মনের মন্দিরে ঈশ্বরের অবস্থান অনুভব করতে পারবে, সমস্ত বন্ধন থেকে তুমি মুক্তি পাবে ৷ মুক্ত হবে তুমি ।

২০ শে মার্চ, ২০২০ রাত ১১:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি বড়ভাই, একে অন্যের জন্য মঙ্গল কামনা, একে অন্যকে সাহায্য করাইতো ধার্মিকের কাজ। ভদ্রলোক এবং ভালোমানুষরাই সচ্চিন্তা করে।

আপনি আসলে সাধক। আমার জন্য দোয়া করেবন।

সকলের মঙ্গল হোক।

১৩| ২০ শে মার্চ, ২০২০ রাত ১১:২৩

ঊণকৌটী বলেছেন: দাদা পরিবারের সবাই কে নিয়ে সাবধানে এবং ভাল থাকবেন,এই কামনা করছি ধন্যবাদ।

২০ শে মার্চ, ২০২০ রাত ১১:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ দাদ, আপনিও সতর্ক থাকবে।


সকলের মঙ্গল হোক।

১৪| ২০ শে মার্চ, ২০২০ রাত ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: যারা ইতিহাস পছন্দ করেন কোরআনের মত অথেনটিক ইতিহাস আর কোথাও নেই। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম আগমনের পর পূর্বের সকল ধর্ম বাজেয়াপ্ত করা হয়েছে। এটা মানতেই হবে।

২০ শে মার্চ, ২০২০ রাত ১১:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কেমন আছেন?

আমি এখন নিজেকে নিয়েই ব্যস্ত। বয়স ৫০ হয়েছে, বাবার মৃত্যুর পর থেকে আমি সত্যি ভয়ত্রস্ত হয়েছি।

দোয়া করবেন আমার জন্য। সতর্ক থাকবেন।

১৫| ২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তিনবারে হয়তো ঠিক হয়েছে।

ধন্যবাদ।

২১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

১৬| ২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

محمد فسيح الاسلام বলেছেন:
এখন আমরা বাতাসে লিখে রাখতে পারি। বাতাসে ভেসে বেড়ায় আমাদের কথা।

'কুন ফায়াকুন!'

২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান, আমি যত বেশি টেকনলজি ব্যবহার করি তত ভয়ত্রস্ত হই।

ইয়া আল্লাহ, দয়া করে আমাকে ক্ষমা করো, আমাকে নিরাপত্তা দাও, আমিন।

১৭| ২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

محمد فسيح الاسلام বলেছেন: মানব তো আল্লাহ্‌রই আয়না।

২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি জনাব, অনিমিখে তাকিয়ে দেখি মাবুদ আমাকে সর্তক করছেন, তারপরেও সর্তক হতে পারি না।
মাবুদ, স্বেচ্ছায় অক্ষমকে ক্ষমা করো।

১৮| ২২ শে মার্চ, ২০২০ রাত ১২:৪৭

ডঃ এম এ আলী বলেছেন:
মুল্যবান কথা সমৃদ্ধ লেখাটি প্রিযতে গেল । প্রচ্ছদের সুন্দর ছবিটি পোষ্টের কথাগুলিকে প্রাণ দিয়েছে্ ।
সঠিক উপলব্দি হতে আসে সচেতনতা । মানুষ নামক শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে সম্ভবত দাঁড়াতে
পারে মান (নীজ বা আপন) + হুষ ( উপলব্দি/চেতনা) = মানুষ । দোয়া করবেন
মানব জীবনের সঠিক উপলব্দি যেন অর্জন করতে পারি এবং সে উপলব্দি অনুযায়ি আমল
করেই যেন মানুষের সৃস্টি কর্তার কাছে সকলে প্রত্যাবর্তন করতে পারি।

আপনি ও পরিবারের সকলের সুস্বাস্থ্যের জন্য পরম করুনাময়ের কাছে দোয়া প্রার্থনা করছি ।

২২ শে মার্চ, ২০২০ রাত ১২:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার মন্তব্য থেকে আমিও উপকৃত হয়েছি এবং অত্যন্ত মূল্যবান তথ্য পেয়েছি 'মান (নীজ বা আপন) + হুষ ( উপলব্দি/চেতনা) = মানুষ'

পাপ হয়েছে জেনে পাপমোচনের জন্য আকুতি মিনতি করলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, এই বিষয়ে আমি নিশ্চিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.