নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

চিন্তাভাবনা

০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৯




[ ] হায় রে পেট! তোর কারণে মহারৌরবে হয়তো যেতে হবে।
[ ] সকল ক্ষমতার উৎস গরিবগুরবো। স্বর্গ অথবা নরক, সবখানে এদের সংখ্যা বেশি।
[ ] অনাহারে মরে, মহামারিতে মরে, মারামারি করে মরেও শেষ হয় না।
[ ] ধনীর সংখ্যা খুব কম হলেও সবকিছুতে এদের প্রভাব বেশি।
[ ] অলোক সুন্দর শব্দের অর্থ জেনে লাভ হবে না।
[ ] বুদ্ধি খাটিয়ে সম্পদশালী এবং ক্ষমতাশালী হতে পারে, অনাথ অসহায় এবং সর্বহারাকে সাহায্য করার সময় বুদ্ধিমানরা নির্বোধ হয়।
[ ] সত্বর মৃত্যুর সাথে সাক্ষাৎ হবে জেনেও প্রস্তত হতে চাই না।
[ ] নির্ভাবনায় ভাবনা থাকে ভেজাল থাকে নির্ভেজালে।


Copyright © by Mohammed abdulhaque

ছবি নেট থেকে

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


বর্তমান বিশ্বে প্রতিটি জাতির কাছে যেই পরিমাণ সম্পদ আছে, তা দিয়ে সরকারগুলো প্রতিটি নাগরিককে গড়ে ১৬ বছর ফ্রি পড়াতে পারে; এতে করে কোন অস হায় থাকার কথা নয়; এশিয়া (জাপান ব্যতিত) , দ: আমেরিকা ও আফ্রিকায় সব সময় সরকারের আছে ক্রিমিনালরা।

০৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অনেকদিন হয় উপসনায় আমি কাঁদিনি। কাঁদতে হবে। উপসনায় কান্নাকাটি করলে আমার অন্তরাত্মা শান্ত হয়।
এখন নিজেকে সত্যি অসহায় মনে হচ্ছে। আমার ঘরে খাবার আছে। যেমন করে হোক কয়েক মাস চলবে, উপোস থাকতে হবে না। কিন্তু লণ্ডন শহরে এমনও লোক আছে যে আজ কিছু খেেত পাবে না।
আর বাংলাদেশ! আহ! সত্যি কষ্ট হয়, দেশে মানুষ অনাহারে মরবে।
কে কাকে অভিশাপ দেবে আমি জানি না।

আপনার পোস্ট পড়ে অনেক গূঢ়তত্ত্ব আমি জেনেছি যা আমার কষ্টের মাত্রা আরো বাড়িয়েছে। বৃটনে হয়তো কম মরব কারণ প্রধানমন্ত্রী নিজে আক্রান্ত হয়েছেন।

যাক, আপনাদের খবর কী?

২| ০৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:


আমি ভালো আছি ধন্যবাদ।
শেখ সাহেব থেকে শুরু করে সব অদক্ষরা বাংলাদেশ চালায়েছে, দল ও মিলিটারীর কারণে দেশটি ধ্বংস হয়েছে।

০৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দেশের মানুষ সচেতন হয়ে বুঝেশুঝে মরতে শুরু করলে হয়তো সমস্যার সমাধান হবে। লেখাপড়া করতে হবে, নিজের অধিকার বুঝতে হবে, আদায় করা শিখতে হবে। ডরেভয়ে থরহরি করলে ছেলেমেয়েরা অনাহারে মরতে থাকবে।

৩| ০৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর


বঙ্গবন্ধুর খুনি মাজেদ ধরা পড়েছে। মুজিব বর্ষে তার ফাঁসি হবে। ভেবে ভাল লাগছে।

০৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ৭১ থেকে শুরু করে ২০২০ পর্যন্ত যারা খুন হয়েছে তাদের বিচার কবে করবেন?

৪| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৩

রাজীব নুর বলেছেন: চিন্তা ভাবনা করা ভালো।
গতকাল সারারাত ঘুমাই নাই। শুধু চিন্তা ভাবনা করেছি।

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সকলরে সাথে শেয়ার কলে কম হলেও অন্যের লাভ হবে।

৫| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৬

নেওয়াজ আলি বলেছেন: এখনো মানুষ দলবেঁধে আড্ডা দিচ্ছে

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখন আল্লাহর ইচ্ছা। আমি কোরআনের আয়াতের অনুবাদ পড়ে দোয়া করার সময় চিন্তা করে দেখেছি এখন তাই হবে যা আল্লাহ চাইবেন কারণ আমরা সীমালঙ্ঘন করেছি এবং তাওবা করতে নারাজ। আমরা বলতে মানবজাতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.