নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

\'এসব মনগড়া খবর নয়\'

০৯ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৮




অনাহারে মানুষ মরছে, অথচ সংসদ সদস্যরা খাদ্যসামগ্রী চুরি করছে।
রোগে মানুষ মরছে অথচ চোরাকারবারীরা নকল ওষুধ বাজারে ছাড়ছে।
দিনমজুররা বেকার এবং গৃহবন্দি অথচ উচ্চস্তরে রমরমা কারবার চলছে।
মহামারিতে মরে লাশে পচন ধরছে অথচ ক্ষমতার জন্য মারামারি শুরু হয়েছে।
আদর স্নেহের বদলে অভিভাবকরা এতিম অনাথ অসহায়কে যৌননির্যাতান করছে।

কৃতকর্মে অভিশপ্ত হয়ে আমরা আশীর্বাদের জন্য কান্নাকাটি করি কিন্তু ক্ষমতা এবং সম্পদ পরহস্তগত হওয়ার ভয়ে পাপের প্রাশ্চিত্ত করতে চাই না।

অবিশ্বাস হলেও এসব এখন বিশ্বে হচ্ছে।

Copyright © by Mohammed abdulhaque

ছবি নেট থেকে

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৫

অক্পটে বলেছেন: আমাদের এলাকায় একই অবস্থা। খুব লজ্জা পেলাম যারা নাম লিখিয়েছেন তাদের কান্ডজ্ঞান দেখে। আমার মতে এরা কখনোই দেশের কোন কাজে আসবেনা।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি লজ্জিত হয়েছেন আমিতো ভয়ত্রস্ত হয়েছি। এসব আমাদেরকে ধ্বংস করবে।

২| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:


সব মিলেই তো বাংলাদেশ বর্তমান অবস্হানে আছে

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অনেক আগে আমাকে নাস্তিকের সাথে তুলনা করা হয়েছিল।

দেশের জন্য মন কাঁদে। মনের কান্নাকাটিই সার আর কিচ্ছু করার ক্ষমতা আমার নেই।

আজ এক মাস পরে বেরোতে হয়েছিল, ওষুধ আনার জন্য। হাবভাবে মনে হয় না করনা বাইরে। শুধু দোকান বন্ধ। আপনার খবর কী?

৩| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: সব কিছু নিয়ে আমাদের সমস্যা।
মসজিদ, ত্রান, ভালবাসা।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সমস্যার কারণ হলো গড়গড়া মুখস্ত পড়া।

ঢাকার খবর কী? লণ্ডনের অবস্থা বেশ ভালো নয়। সূর্য একটু গরম হলেই নেংটামি শুরু হয়।

৪| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ২:৫২

নেওয়াজ আলি বলেছেন:

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৩:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শুধু মৃত্যুর জন্য অপেক্ষা...

৫| ১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাঙালি জাতি বহু শতাব্দি আগে থেকে অন্য জাতি দ্বারা শাসিত হয়েছে তাই স্বাধীন হলেও সভ্য হতে সময় লাগবে।

১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আপনি সত্যাসত্য এবং বাস্তবতা জানতে পেরেছেন।
সাহায্য করতে চাইলে যারা দা হাতে দৌড়ায় তাদারকে কে সাহায্য করবে?

১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি কিন্তু বর্তমানে যা হচ্ছে তা থেকে লিখেছিলাম।

বায়দা ওয়ে আপনার আরো কয়েকটা মন্ত্য পড়েছি, আপনি বাস্তবিক হতে পেরেছেন। আমি এখনো হতে পারি নি, সকল কথা বলতে পারি না ভয় হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.