নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

জনসেবা

১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৭



সবাইকে এখন গুরুত্বপূর্ণ বিষয় চিন্তা করতে হবে আর তা হলো, সকলের আত্মিয় আছে, আছে স্ত্রী সন্তান। আত্মিয়ের আত্মিয় আছে, সন্তানের সন্তান হবে। বিধায় আত্মিক এবং সামাজিক দায়বদ্ধতায় আবদ্ধ হয়ে কর্তব্য পালনের দায়িত্ব নিষ্ঠার সাথে আদায় করতে হবে। দায়সারা কাজে দায়গ্রস্তা দূর হবে না, শুধু কর্তব্যভারে ক্লিষ্ট হব। সকলে মিলে সকলের জন্য সমাজকে সুশৃঙ্খলভাবে বাসোপযোগী করতে হবে, যাহাতে সবাই নিরাপদ এবং নির্ভয়ে বসবাস করতে পারে। অদ্য এসব অসম্ভব, সামান্যমাত্রও সম্ভব নয়। পরিবেশে বিপজ্জনক পরিস্থিতি। পানি এবং বাতাস মারাত্মকভাবে বিষাক্ত হচ্ছে। বন এখন আর বন্যদের আয়ত্তে নেই। ভদ্রলোকের ভেক ধরে বদমাশরা অসহায়ের সম্পদ এবং বানাঞ্চল জবরদখর করেছে। এখনো সময় আছে, প্রতিবেশ প্রতিরক্ষার জন্য সদ্বিচার, সদ্বিবেচনা, সদ্বুদ্ধি এবং সদ্ব্যবহারে প্রতিদ্বন্দী হয়ে প্রতিদ্বন্দ্বিতা শুরু করলে, প্রতিভাসে সত্বর উত্তম এবং নিখুঁত সাদৃশ্যের বহিঃপ্রকাশ হবে। মারামারি করে নরক যেতে হবে না। স্বর্গ মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। একে অন্যকে সাহায্য সহযোগিতা করে স্রষ্টাকে সন্তুষ্ট করতে পারলে স্বর্গ হবে আমাদের গন্তব্য।

চোরচোট্টা ঠগ বাটপাড় এবং ভেলকিবাজদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু আমাদের। ওদেরকে নিয়ন্ত্রণ না করলে আমাদের আত্মিয়রা ওদের দ্বারা আক্রান্ত হবে। সময় থাকতে সতর্ক না হলে হাসরের মাঠে লজ্জিত হব।

"ভণ্ডদেরকে আমি চোরচোট্টা ঠগ বাটপাড় এবং ভেলকিবাজ ডাকি"

Copyright © by Mohammed abdulhaque

ছবি নেট থেকে

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৫

নেওয়াজ আলি বলেছেন: Great

১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২| ১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: জনসেবা কেউ করে না। এর আড়ালে অন্য কিছু থাকে।

১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আপনি ঠিকঠাক ঠিক কথা লিখেছেন। এভাবে চললে যেমন আছি তেমন থাকব।

৩| ১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: জনগণ একতাবদ্ধ হতে পারছেনা।

১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শিক্ষার অভাব, বিশ্বাসের অভাব, সাম্যের অভাব, দেশে বাড়াবাড়ি মার্কা অভাব শুরু হয়েছে।

৪| ১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০০

সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় মোহাম্মদ আবদুল হক যুক্তরাষ্ট্রে গত চব্বিশ ঘন্টা য় মৃতের সংখ্যা ২০২৪!! বাংলাদেশ সে তুলনায় অনেক ভালো আছে। দুঃখের বিষয় হলো এই কঠিন পরিস্থিতিতে ও সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে পারছে না। ত্রাণের মাল চুরির মত ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। জনসেবা শব্দ টি কলুষিত করা ছাড়া আর কিছু তারা করতে পারছে না।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি দোয়া করি করনা যেন বাংলাদেশের পাশ ঘেষে চলে যায়। আমিন।

৫| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৭

আরোগ্য বলেছেন: আজকালকার লোকজনের মনোভাব যেন, নগদ যা পাও হাত বাড়াইয়া লও , বাকীর খাতায় ফাঁকি।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সন্তান সকলে চায়, নাতি নাতনির সাথে খেলতে চায়। তা করতে হলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৬| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৭

সাহাদাত উদরাজী বলেছেন: চুপচাপ পড়া গেলাম!

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

৭| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: সহমত আপনার সাথে। বকধার্মিকের সংখ্যাই বেশি।
পোস্টে ভালোলাগা।
শুভেচ্ছা নিয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.