নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

আত্মশুদ্ধির উত্তম সময়

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৪



নাওয়া খাওয়ার চিন্তায় অত্যন্ত চিন্তিত হয়ে আমরা ভুলেছি, আল্লাহ বলেছেন সকলের রিযেক রুজি আল্লাহর জিম্মায়। কে আল্লাহকে কত বিশ্বাস করি এখন সত্যাসত্য প্রমাণ হবে। খালি মুখে চিল্লা চিল্লা করে মুসলিম হওয়া যায় না। দিনমান বিশ্বাস শব্দ জপে বিশ্বাসী হওয়া যায় না। বিশ্বস্ত এবং আশ্বস্ত হতে হলে বিনা বাক্যব্যয়ে আল্লাহর আদেশ নিষেধ মানতে হয়।
[ ] মনে রাখবে, গোঁফখেজুরে গোঁয়াররা অনাহারে মরে, পরধর্মদ্বেষীরা স্বধর্মে অন্ধবিশ্বাস করে।
[ ] পৃথিবীতে এখন কী হচ্ছে প্রশ্নের উত্তর জানতে চাইলে নিজেকে প্রশ্ন করো, নিষ্ঠার সাথে আমি কি আমার দায়িত্ব এবং কর্তব্যে পালন করেছি?
[ ] ওরে কোন্দলে হইয়ওনা কোন্দলিয়া, অন্তরাত্মাকে পবিত্র করো কান্দিয়া।
Copyright © by Mohammed abdulhaque

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৯

বিজন রয় বলেছেন: ভাল বলেছেন।
কিন্তু মানুষ তো বা মানুষের ভিতরে একটি কূপ্রবৃত্তি সবসময় আছে।

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি দাদা, এই জন্য নরক একটা কম।

আপনার মন্তব্যের জন্য ধ্যনবাদ।

২| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কোন্দলিয়া হওয়া অনুচিত।

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিসাহেব, সেই যে হত্যা শুরু হয়েছিল তারপর অন্ত হয়নি।

কথা কাটাকাটি না করলে আমাদের ভুখ লাগে না।

৩| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৬

নেওয়াজ আলি বলেছেন: সুপাঠ্য, সুশোভন  লেখা

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

৪| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:


লন্ডনের বাংগালীরা পরস্পরকে সাহায্য করছেন?

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জী সাহায্য করছেন। তবে বড় সমস্যা এবং লজ্জার বিষয় হলো অবৈধদেরকে নিয়ে। কে কাকে বাসায় ঠাই দেবে?
সরকার অবশ্য সাহায্যের প্রতিশ্রুতি করেছে। কবে সাহায্য করবে তা কে জানে। মৃতের সংখ্যা কেউ জানে না।

আপনাদের খবর কী?

৫| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


নিউইর্কের মহামারীতে বাংগালীদের খবর মোটেই ভালো নয়।

যেসব পরিবারে খাদ্যের কমতি আছে, আমাদের এলাকার ছেলেরা তাদের খাবার পৌঁছায়ে দিচ্ছেন।

১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লণ্ডনের অবস্থাও কত খারাপ তা সকলে জানে না। বলাবলি হচ্ছে মৃতের সংখ্যা অর্ধেক বলা হচ্ছে।

আমি আসলে খবর দেখি না, এসব দেখলে মাথায় রক্ত ওঠে যায়। খালি বাটপািড়।

৬| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৮

রাজীব নুর বলেছেন: আত্মশুদ্ধির চেয়ে মনের শুদ্ধি বেশি দরকার। কারন মনই তো ঈশ্বর।

১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন হলো অন্তর, অন্তরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। অন্তর নিয়ন্ত্রিত হলে সত্তা নিস্তেজ হয়ে যায়। আমরা যখন ঘুমাই তখন অন্তর নিস্তেজ থাকে।

৭| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৪

ক্ষুদ্র খাদেম বলেছেন: নিজের দিকে তাকানো একটু বেশিই কষ্টকর :||

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আপনি নিশ্চয় আত্মসাধক।

৮| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: কোথায় গেলেন ভাইজান?
অনেকদিন না পেয়ে চিন্তায় আছি। প্লিজ কেমন আছেন জানান।

ঈদুল ফিতরের শুভেচ্ছা নিয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.