নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

ধর্মনাশ

৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৮


ধর্ম শান্তির জন্য। ধর্ম মানুষকে সুশৃঙ্খল করে, সত্য মিথ্যার পার্থক্য বুঝিয়ে সুশিক্ষায় সুশিক্ষিত করে। শুধুমাত্র দুষ্টবুদ্ধিসম্পন্নরা সবকিছুতে ধর্মের দোষ খোঁজে। ধর্মকে অপদস্ত করার জন্য অধার্মিকরা যাচ্ছেতাই বলে এবং অযৌক্তিক উদাহারণ উপস্থিত করে। ধর্মান্ধরা শুধু তা দেখে যা ওরা দেখতে চায়। ধর্মধ্বজী এবং ধর্মদ্বেষীরা হলো শান্তির শত্রু, শান্তিজল ছিটিয়ে ওরা অশান্তি উৎপাদন করে। ধর্মপালন এবং ধৈর্যাবলম্বন বলা যত সহজ চর্চা তত কঠিন। ধর্মাধর্ম এবং অধমাধম শব্দের অর্থ কয়জন জানে? মনে রাখতে হবে, ধার্মিকরা ধর্মনাশ করে না এবং নাটকীয় পুণ্যকর্মে কেউ কখন পুণ্যাত্মা হতে পারেনি। তন্ত্রমন্ত্রে আত্মনিয়ন্ত্রণ হয় না এবং অন্যায় অত্যাচার করে ধর্মাত্মা হওয়া যায় না। ধর্মকে যে বকাবকি করে তার ধর্মহানি হয়, ধর্মের মানহানি হয় না। ধর্ম কোনো ক্রীড়াপ্রতিযোগীতা অথবা হাস্যপরিহাসের বিষয় নয়, ধর্ম অত্যন্ত মারাত্মক বিষয়। ধর্মকে সম্মান করতে হবে নইলে মানব ধর্মশাস্ত্র বিবস্ত্র হবে।

© Mohammed Abdulhaque

ছবি নিজে তুলেছি।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: মিঞা ভাই, কেমন আছেন?

৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এইতো মিঞাভাই, ভালো আছি। আপনার খবর কী, অনেক অনেক দিন পর।

২| ৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০১

সাদা মনের মানুষ বলেছেন: আপনি তো দেখছি আমার ভাত মারবেন মে ভাই :)

৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কেমন কী করলাম? :-*

৩| ৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১০

সাদা মনের মানুষ বলেছেন: ঐ যে ফটুক উঠানো শুরু করে দিয়াছেন B-)

৩০ শে আগস্ট, ২০২১ রাত ৮:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ও আইচ্ছা, আপনি তাইলে আমার ক্যামেরা দেখেন নাই ;)

৪| ৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:


বৃটেনে ধর্মের কি অবস্হা?

৩০ শে আগস্ট, ২০২১ রাত ৮:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধর্ম এবং বিশ্বাস হলো ব্যক্তিগত বিষয়। অনেকে নাটক পছন্দ করে, অনেকে ধর্মকে ব্যবহার করে। আমি আমার মতামত প্রকাশ করি। ধর্ম এবং ধামর্িক নিয়ে গবেষণা করে গবেষক হওয়া যায় না। সবখানে এখন এক দশা হলেও এখনো দুরবস্থা হয়নি। মানুষের মনে এখনো ধর্মের প্রতি আস্তা আছে কিন্তু তাদেরকে ভুল তথ্য দেওয়া হচ্ছে।

৫| ৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:



বৃটেনের খৃস্টানরা যেভাবে ধর্ম পালন করছে, তারা বেহেশতে যেতে পারবে তো?

৩০ শে আগস্ট, ২০২১ রাত ৮:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কুরআনে আল্লাহ যা বলেছেন তা থেকে আমি বলছি, যারা ধর্ম পালন করে ওরা বেসেহস্ত যাবে। এদের মাঝে কিন্তু অনেক চিন্তক আছে, যারা খুব গভীরভাবে চিন্তা করে। এদের কথা আল্লাহ কুরআনে বলছেন।

আমার কী আহাল হবে আমি জানি না :(

৬| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ৮:৪৭

কামাল১৮ বলেছেন: সমস্ত লেখাই আল্লাহর লেখা।কারন আল্লাহর হুম ছাড়া গাছের পাতাও নড়ে না।

৩০ শে আগস্ট, ২০২১ রাত ৯:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সব বিশ্বাসের উপর নির্ভর করে। কার বিশ্বাস কেমন তা কেউ জানে না।

(খুব সহজ মন্তব্যে বিষয় কঠিন করেছেন)

৭| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ১২:৪১

কুশন বলেছেন: ধর্ম না থাকলে দুনিয়াটা শান্তির হইতো।

৩১ শে আগস্ট, ২০২১ রাত ১২:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধীরেধীরে তাই হবে। ধর্মকে এখন ব্যবহার করা হয়, পালন করা হয়। ধমর্ কারো গলায় দা লাগিয়ে কখনো বলেনি আমাকে পালন কর।
ধর্মের সম্পর্ক স্রষ্টরা সাথে।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.