নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

\'সস্তা মৃত্যু\'

৩১ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:৩২


সমাসক্তরা কাটারি হাতে নেয় চাট্টি বিষাক্ত বড়ির জন্য,
বৈভিন্ন্য মস্তানরা সর্বস্বান্ত হয় নিলামে সস্তা মৃত্যু কিনে,
বেনে হওয়ার জন্য জীবনের মূল্য আর জানতেও চাইনা,
মুনি বলেছিলেন পৃথিবীতে পাবে মন্দাকিনীর মিলনমোহনা,
বেওনা বলেছিল, বাড়ি গাড়ি নারী ছাড়া জীবন অর্থহীন,
রূপহীন কৃত্রিম সৌন্দর্যের জন্য বিকাশশীল সুন্দরীরা মরিয়া,
দরদিয়া নতুন প্রজন্ম জন্ম দিতে না পেরে জরায়ুরা সঙ্কুচিত,
ভদ্রোচিত আঠারো ঘণ্টা কাজে স্বভাব নষ্ট হওয়া স্বাভাবিক,
অস্বাভাবিক সত্তার নিরাসক্ত মনে সম্ভোগবাসনা থাকে না,
অধুনা ধার কর্জের চিন্তায় হিতাহিতজ্ঞানশূন্য হওয়া যায় না,
অনুশোচনা বাতাসে এখন আর আশা অথবা আশ্বাস নাই,
তাই নিষ্পাপের শাপ দীর্ঘশ্বাসে শান্তি পুড়ে ছারখার হয়েছে।

বইর নাম #বৃত্তে_বৃত্তান্ত
প্রথম প্রকাশ সেপ্টেম্বর ২০১৭
ISBN-13: 978-1977595935
© Mohammed Abdulhaque

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

৩১ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আপাকে ধন্যবাদ।

২| ৩১ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


লন্ডনে করোনার কি অবস্হা? বাংগালীরা করোনায় কেমন আছেন?

৩১ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মানুষ কত হিংস্র তা আমরা বিশ্বার করতে চাই না।

করোনাকে কেউ ডরায় না। করোনায় ডরায়। করোনারে শুধু আমি ডরাই। ভক্সিন নেওয়ার পর আমার ডরভয় কমেছে। ঘর থেকে বেরোলে মনে হয় না লাখে লাখে মানুষ যে মরেছে। ঐযে আপনি বললেন দেশিরা বেশি ধার্মিক। পরে একদিন গল্প একটা লিখব। আমার এক বেয়াই ভাগ্যের জোরে বেঁচেছে আরেকটু বুড়া হলে স্বর্গে চলে যেত, তারপরেও বলে এসব কিছু না। ভয়ঙ্কর ব্যাপার। তবে মৃত্যুর হার কমেছে। স্কুল ছুটির শেষ হলে কী হবে তা বলতে পারব না। তবে খবর খারাপ হবে :(

৩| ৩১ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

কামাল১৮ বলেছেন: কবিরা কি নিজের অভিজ্ঞতা থেকে লেখে না কি কল্পনা করে?

৩১ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কী মনে করেন? (এটা কাল্পনিক নয়)

৪| ৩১ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: বড্ড শক্ত ভাষা হলেও ভালো লেগেছে।
পোস্টে তৃতীয় লাইক।
শুভেচ্ছা জানবেন ভাই।

৩১ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দাদাকে ধন্যবাদ। (ভাবপ্রকাশের জন্য শব্দ খুঁজে বার করতে হয়)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.