নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

ব্লগাররা কি সাহায্য করবেন?

০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩০



Google Play থেকে বই প্রকাশ করে আমি সত্যি অবাক হয়েছি। Google Search এ বাংলা আছে (ছবিতে তা দৃশ্যমান।) কিন্তু তাদারে Supported countries for selling books on Google Play list এ বাংলাদেশ নেই!

টাকার বিনিময়ে খুব কম পাঠকে Google Play থেকে বই কিনেন, তাই সকলের লাভের জন্য free promotion করেছি এবং এতে অনেকে পাঠক আকৃষ্ট হচ্ছেন এবং ই-বই নামাচ্ছে। সমস্যা হলো দেশ থেকে কেউ নামাচ্ছেন না। দেশের ব্লগাররা অনুগ্রহ করে Google Play থেকে আমার কিছু বই নামিয়ে রিভিউতে সামহোয়্যার ইন এবং বাংলাদেশ থেকে লিখেছি লিখলে বুঝতে পারতাম কোথায় কী হচ্ছে।

আপনারা কি আমাকে সাহায্য করবেন?
Google Play থেকে কিছু কিনতে হলে অথবা নামাতে হলে Gmail লাগবে।

এখানে আমার সকল ই-বই আছে।

মন্তব্য ৪৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৬

শায়মা বলেছেন: নিশ্চয়ই করবেন।

০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নতুন বছর সকলের জন্য মঙ্গলময় হোক।

প্রথম মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২| ০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৭

শায়মা বলেছেন: ভাইয়া লিন্কে ক্লিক করে
We're sorry, the requested URL was not found on this server.

এটা পেলাম। :(

০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: :(( এর মানে বাংলাদেশ ব্লক্ড!!

৩| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৮

নতুন বলেছেন: আরব আমিরাত থেকে দেখা যায়।

সম্ভবত বাংলাদেশের স্টোরে এটা নাই।

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
আমি নিশ্চিত হওয়ার জন্য পোস্ট করেছিলাম,
তিক্ত সত্য হলো, Supported countries for selling books on Google Play list এ বাংলাদেশ নেই!

(সৌদিতে আছেন নাকি?)

৪| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৭

রাজীব নুর বলেছেন: হ্যাঁ অবশ্যই।

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উপকৃত হব

৫| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

মনিরা সুলতানা বলেছেন: We're sorry, the requested URL was not found on this server. :(
চাইলেও সম্ভব না, তবে আপনার জন্য শুভ কামনা।

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার সার্বিক সফলতা কামনা করি।

লেখকদের জন্য এটা অনেক বড় দুঃসংবাদ :(

৬| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫২

নগরবালক বলেছেন: আপনি এসকল বই ফ্রী করে দিয়েছেন কেন?বই গুলো লিখতে নিশ্চই আপনার অনেক কস্ট হয়েছে । আপনার এত কস্টের ফসল আপনি মানুষকে বিনামূল্যে দিয়ে দিচ্ছেন !!
যাই হোক আমি আপনার সব গুলো বইই নামাবো।

আমার ধারনা গুগল বুক বাংলাদেশে সাপোর্ট করেনা। এমাজন ও নয়। এটা পীড়াদায়ক।

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পরমাত্মীয় প্রায় ২৫ বছরে শেষ করেছি। আমার খুব কষ্ট হয়েছে। সত্যিকারে আমি ফতুর হয়েছি। আমার মেয়েদের বিয়েতে আমি কোনো খরচ করতে পারিনি। আমার সব ছিল। লেখালেখি করে আমি সব হারিয়েছি। এত হারার পরে আমি সব হারার জন্য সব ফ্রী করে দিয়েছি। এখন আমি সবার সাথে আমার সুখ ভাগ করতে চাই।

দোয়া করবেন সুস্থ অবস্থায় যেন মৃত্যু হয়।

আমার সাইটে সকল বই আছে

দয়া করে মতামত জানাবেন।

৭| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৪

জ্যাকেল বলেছেন: লিং কাজ করতেছে না।

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ব্লক্ড করা :(

৮| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩১

ইমরোজ৭৫ বলেছেন: জিমেইল আমাদের অনেক কাজে লাগে।

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি চেষ্টা করেছেন?

৯| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:



আপনার সাইটে গিয়েছিলাম; সেখানে about me ও আপনার কিছু ভাবনাচিন্তা নিয়ে আপনি লিখেছেন; এসব লেখা থেকে একজন পাঠক আপনাকে 'সমসায়িক বৃটিশ বাংগালী লেখক' হিসেবে নেবেন, নাকি একজন ধর্মীয় মননের মানুষ হিসেবে নেবেন?



[native code]
}

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি আসলে মারাত্মক মার্কা পাঠক।

আমি সাধারণ মানুষ, আমি যা বিশ্বাস করি তা পাঠকের সাথে ভাগ করি। আপনার সাথে আমার অনেক বিষয়ে মিল আছে। আমিও বাস্তবিক চিন্তা করি, তবে কুরআন আমার আশ্রয়স্থল।
তিক্ত সত্য হলো, আমি এখন বৃটিশ বাংলাদেশী। শুধু বাংলাদেশী হতে চাইলে অপমৃত্যু হবে।

আমার মন আমাকে কানে কানে বলছে আপনি আমাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আমি পাঠশালা পাশ পণ্ডিত।

১০| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন:
ভাইয়া লিঙ্ক ক্লিক করে এরকম আসছে...

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি তো ভারতে তাই না?

আমি কিচ্ছু বুঝতে পারছি না।

এমন আসারা কথা

১১| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:১৬

ইসিয়াক বলেছেন: ভাইয়া শুভকামনা রইল।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

১২| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:৩২

গুলশান কিবরীয়া বলেছেন: আপনার দেয়া লিংকে ক্লিক করেছি, এটা পেয়েছি 404 — File not found.

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এটা অত্যন্ত দুঃখের খবর।

আমি ভেবেছিলাম হয়তো ভারতের ভিতরে দেশকে রেখেছে।
ওরা আসলে সত্যিই বাংলাদেশকে বাদ দিয়েছে।

১৩| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৯

গুলশান কিবরীয়া বলেছেন: এখন পড়তে পারছি আপনার বইগুলো। লেখাগুলো ফ্রি কেন করে দিলেন? আমার মনে হয় সৃষ্টিশীল কাজ মূল্য দিয়েই উপভোগ করা উচিত। এটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত।

শুভ কামনা রইল।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ১৮ তে শুরু করেছিলাম, এখন বয়স ৫০।

কোটিপতি থেকে টুকনিপতি হয়েছি। আর কতদিন অপেক্ষা করব? আমাজন থেকে কেউ বই কিনে না, সাইটে থেকে কেউ বই নামায় না। ফেইসবুকও কেউ পড়ে না। সবাই টাকা চায়! গুগুল প্লে তে শুরুতেই ফ্রি করে দিয়েছি। দেড় মাসে ১২৭ খান মাগ্ন বিক্রি হয়েছে।

১৪| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:০৭

গুলশান কিবরীয়া বলেছেন: আমি এ বিষয়ে নতুন। তারপরও মনে হচ্ছে মার্কেটিং করা টা বিশেষ জরুরী, যদি ইমিডিয়েট সাফল্য কেউ চায়। লিখছি অনেক দিন তবে, এবারই আমার প্রথম উপন্যাস আসবে। অনেক বছর অপেক্ষা করেছি। প্রতিবারই মনে হয়েছে বই বের করি, কিন্তু মনের ভেতর থেকে সায় দিচ্ছিল না। এবারে সাহস করে বের করেই ফেললাম। দেখা যাক কি হয়।

হতাশ হবেন না। যদিও আমিও চিন্তিত, এ যুগে মানুষের পড়ার সময় কোথায়! তারপরও হয়তো থাকবো না। লেখালেখি নেশার মত। এ জিনিস ছাড়া এতো সহজ নয়। কেউ পড়ুক বা না পড়ুক আমি বলতেই থাকবো, লিখতেই থাকবো।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দেশে আমি বই প্রকাশ করবনা। না করার কারণ, খামোখা টাকা নষ্ট হয়।

আমার সকল বই আমাজনে আছে, বাংলা এবং ইংলিস দুটারই পেপারবেক আছে। বাংলার কিনডাল নেই। এখন গুগুল প্লেতে আছে। আমাজনে এখন আর বাংলা আপডেইট করা যায় না।

১৫| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: শুভকামনা রইলো।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সার্বিক সফলতা কামনা করি।

১৬| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনার কাছে থেকে আগে কিভাবে আমজন বুকসে বই প্রকাশ করতে হয় জেনেছিলাম।
এবারে, নতুন কিছু জানতে পারলাম।

০২ রা জানুয়ারি, ২০২২ ভোর ৪:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাই গো আমি আপনারে ডরাই! আপনি আমারে এত ডর দেখিয়েছেন যে আপনার নাম দেখলে আমি শিহরিত হই!

১৭| ০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ৮:১৯

রোকসানা লেইস বলেছেন: ভালোলাগল আপনার ওয়েব সাইটটা বেশ। সুন্দর সাজিয়েছেন। নিজের লেখা রাখার নিজস্ব একটা সুন্দর ব্যবস্থা করেছেন।
বাঙালিরা কিনে বই পড়ে খুব কম। উপহার দিলেও পড়বে না। আর এখন সব ফ্রিতে ব্লগে, ফেসবুকে লেখা পাওয়া যায় এই পড়েই সাহিত্য চর্চা হয়ে যাচ্ছে। কিনে পড়ালেখা খুব কম জনই করেন।

০২ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, তাই আমিও ফ্রি করে দিয়েছি। বই মেলায় প্রকাশ করে খামোখা টাকা নষ্ট করতে চাই না।

আপনার বাস্তবিক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
আপনার সার্বিক সফলতা কামনা করছি।

১৮| ০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: এত কস্টের ফসল বইগুলো বাংলাদেশ থেকে পড়া যাচ্ছেনা। দুঃখজনক।

০২ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দীর্ঘশ্বাস ছাড়া আর কিচ্ছু করার নেই।

তবে আপনি চাইলে আমার ওয়েবসাইট থেকে নামাতে পারবেন।

আপনার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

১৯| ০২ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


লেখক বলেছেন: ভাই গো আমি আপনারে ডরাই! আপনি আমারে এত ডর দেখিয়েছেন যে আপনার নাম দেখলে আমি শিহরিত হই!

আমাকে কেউ ভয় পাক, সেটা মোটেই কাম্য নয়। :)

০২ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাই গো, আমি ডরাইছি!

২০| ০২ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৪

মিরোরডডল বলেছেন:



লিংকটা ওপেন হয়েছে ।
বাহ ! অনেক লেখা ।
অভিনন্দন ।
সময় পেলে পড়বো ।



০২ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাংলাদেশ থেকে?

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

২১| ০২ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৪

মিরোরডডল বলেছেন:
অস্ট্রেলিয়া থেকে ।

০২ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: প্রতিমন্তব্যের জন্য আবারো ধন্যবাদ।

দেশে ব্লকড করা। :(

২২| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:২৮

নয়ন বিন বাহার বলেছেন: আপনার সাইেট ঘুরলাম।
অনেক কাজ। কিছু পড়লাম। ভাল লাগল। সময় করে আরো পড়ব।
ভালোবাসা।

০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।
আপনার সার্বিক সফলতা কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.