নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

পাঁচপদী (অমিত্রাক্ষর)

০৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:২২



‘পরশ্রীকাতরতা’
বৃষ্টিতে নাকি বিষ আছে, বাষ্পে থাকে শিলা,
জল নাকি বিষাক্ত হচ্ছে, বাতাস নাকি দূষিত,
মানুষ কৃত্রিম হাসি হাসতে শিখেছে,
অত্যন্ত সুন্দর মানুষরা মনের ভিতর হিংসা পোষে,
কাতরদৃষ্টে তাকালে পরশ্রীকাতরতা দেখতে পাই।

'ইতিহাস'
রক্ত এবং চোখের জলে ইতিহাস লিখা হয়েছিল,
অসহায়ের আর্তনাদে নৈতিক দৃশ্যপট কি পরিবর্তন হয়েছে?
পৃথিবীর অভ্যন্তরের খবরাখবর মন জানতে চায়,
নিষ্পাপের অভিশাপে অন্ধকারাচ্ছন্ন হয়েছে পরিবেশ,
ইষ্টমন্ত্রে পাপ-শাপ মোচন হলে সত্বর হবে সুখসমৃদ্ধির সূর্যোদয়।

‘জীবনের বারবেলা’
জীবন চলার পথে অনেক পথিক নিজের অজান্তে পথভ্রষ্ট হয়,
অনেক পথ, গন্তব্য একটা, কোন পথ সহজ হবে তা ভেবে ভাবুক,
ভোরে সূর্য ওঠেছিল, খুব সুন্দর ছিল প্রকৃতি,
সূর্য যত উপরে উঠেছিল পায়ের নিচের মাটি তত গরম হয়েছিল
রোদে চর্বি পুড়ে ঘাম হয়ে বেরোয়, টানাটানি করে চলা সত্যি কষ্টসাধ্য।

‘কবি যোগী হয়’
প্রথম লাইন লিখার পর দ্বিতীয় লাইনের জন্য সাধনা করতে হয়,
কখনো কখনো যুগের পর যুগ চলে যায়,
কবি যোগী হয়, হয় আত্মার বিয়োগ, তবুও কবিতা শেষ হয় না।
যুগোপযোগী হতে হলে যুগের পর যুগ যোগসাধনা করতে হয়,
কয়েক হায়ন সাধনা করার পরেও অনেক কবিতা অসমাপ্ত থাকে।

বৃত্তে বৃত্তান্ত থেকে

© Mohammed Abdulhaque

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৭

আলমগীর সরকার লিটন বলেছেন: কবিতার এক নতুন মাত্রায় যোগ দেখলাম ভাল লাগল কবি দা ভাল থাকবেন

০৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সার্বিক সফলতা কামনা করি।

২| ০৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: পরশ্রীকাতরতা দু্ইবার এসে গেছে

ভালো লাগলো কবিতা

০৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ আপা।

৩| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:০৭

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার প্রকাশ
শুভ কামনা রইলো আপনার প্রতি

০৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সার্বিক সফলতা কামনা করি।

৪| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৯

জটিল ভাই বলেছেন:
অমিত্রাক্ষর কম বুঝি প্রিয় ভাই,
তাই ছন্দের দ্বন্দেই মজা পাই।
আমি নই কবি, বুঝিনা কবিতা,
শুধু বুঝি লিখার অর্থ ভয়াবহতা,
তাতেই খুশি থাকলেও অপারগতা।

০৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জটিল ভাইর জটিল কথা আমিও কম বুঝি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.