নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

ছয়পদী (অমিত্রাক্ষর)

০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১০




‘অতিশয় ক্ষোভ’
সূর্যের সাথে আড়ি দিয়েছিলাম একুশ বছর বয়সে,
মনে ছিল এক কাহন কষ্ট আর অতিশয় ক্ষোভ,
বধূর রূপের ঝলকে মনেরাকাশ আলোকিত হয়েছিল,
আল্লাহকে আমি সিজদা করি,
আল্লাহ নাম কাগজে লিখে রুজি করি না,
ভণ্ডের সাথে দোস্তি পেতে দোজখে যেতে আমি নারাজ।
)————————(

‘আত্মা সন্তুষ্ট হয়েছে’
সৃজনীশক্তিবিশিষ্ট ব্যক্তির বেশি কষ্ট হয়,
কষ্ট লাঘব করার জন্য বান্ধব হতে চেয়েছিলাম অনেকের,
হায় রে কষ্ট, তুমি আসলে স্রষ্টার বিশিষ্ট এক সৃষ্টি,
তুমি যখন ক্লিষ্ট করো মন তখন স্রষ্টাকে শমদমে স্মরণ করে,
কষ্টে উৎকৃষ্ট হয় সাধক অতিষ্ঠে নিকৃষ্ট,
হে কষ্ট, তোমাকে বরণ করে আমার আত্মা সন্তুষ্ট হয়েছে।
)————————(

‘আমি ব্যর্থ হয়েছি’
নয় মাস যুদ্ধ করে আমরা কয়েকদিনের বাঙালি হয়েছি,
মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছিলেন,
আমরা স্বাধীন বাংলাদেশি হতে পারিনি,
অবাঙালরা বাংলাকে সম্মান করতে আমি দেখেছি,
বাঙালি হয়েও আমরা বাংলাকে ভালোবাসতে শিখিনি,
আশাবাদী মনে অনেক আশা, তবুও আমি ব্যর্থ হয়েছি।
)————————(

‘বুজদিল’
অসহায়ের মত আমি তাকিয়ে দেখেছি,
আমার চোখের সামনে তোমরা মুসলমান খুন করেছ,
আমি তোদেরকে নিস্তার দেব না,
শব্দে শব্দে শতাব্দীর শুরুতে তোদেরকে মর্মাহত করব,
সকলকে জানিয়ে দেব কে কে অসহায় খুন করেছে,
তোমরা বুজদিল, বীর কখনো অসহায় খুন করে না।

© Mohammed Abdulhaque
বৃত্তে বৃত্তান্ত থেকে

মন্তব্য ৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:০২

জুল ভার্ন বলেছেন: চমৎকার শব্দে বিন্যাসে অসাধারণ সুন্দর বক্তব্য! +

০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

২| ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:২১

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর !

০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা এবং ধন্যবাদ

৩| ০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩১

জগতারন বলেছেন: সুন্দর !
খুব ভালো লাগল।
লাইক।

০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.