নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

মিত্রা এবং অমিত্রাক্ষর

০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫১



‘চোরা-চাহনি’
বরষার বরষণ মনের ব্যথা ধুয়ে নিতে পারেনি,
বৈশাখের ঝড়ো হাওয়া উদাসিপনায় দুলা দিতে পারেনি,
জ্যৈষ্ঠের সুবাস মনকে সুবাসিত করেত পারেনি,
শীতের ঠাণ্ডা মনকে আড়ষ্ট করতে পারেনি,
আমাকে বিচঞ্চল করেছিল প্রিয়ার চোরা-চাহনি।
)————————(

‘পছিয়াঁ বাতাস’
ইত্যবসরে গাঙের পারে বসেছি, ভাওয়ালিয়া যায় ভেসে,
কলসি কাখে মুচকি হাসে অপরূপারা জলের ছলে আসে,
ভরদুপুরে নূপুর বাজে, রূপসীরা ঘাটে আসে নমাসে-ছমাসে,
ঠাট ঠমক তাদের হাঁটা দেখে মন চনচন হয়ে বাতাসে ভাসে,
পছিয়াঁ বাতাসে ভেসে ভোমর উদাস হয়েছে ফুলের সুবাসে।
)————————(

‘আনন্দধাম’
অভিমান করে আনন্দধামে চলে যাব,
যেখানে সবকিছু আমার মনোমতো হবে,
এমন কি প্রজার সাথে রাজাও,
আমার কথামত এক পায়ে দাঁড়িয়ে থাকবে,
আমি যা বলব তা ওরা করবে,
উঠ বললে ষাড়ের শিং ধরে উঠবে,
চিৎ বললে চিৎপটাং হবে।
)————————(

‘অত্যাচারে অত্যাচারিত’
১০/০৯/২০১৭
প্রভাব-প্রতিপত্তির বিত্তে বিবেক বিকৃত হচ্ছে,
উৎপ্রাস উল্লাসে মানুষ মানুষের কলিজা চিবিয়ে খায়,
সত্যাসত্য জেনে সভ্যতা বিপর্যস্ত হয়েছে,
হায় মানবতা, তুমি কেন আত্মহত্যা করলে?
জানি তুমি নিরুত্তর এবং স্বেচ্ছায় মৃত্যুবরণ করে খুব ভালো করেছ,
নইলে আমি তোমাকে হত্য করতাম,
তোমাকে হত্যা করলে আমি অত্যাচারে অত্যাচারিত হতাম নিষ্ঠুর।
)————————(

© Mohammed Abdulhaque
বৃত্তে বৃত্তান্ত থেকে

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানবতা আত্মহত্যা করছে ভাই। মানুষ বড় স্বার্থপর
নিজের স্বার্থ ছাড়া কিছুই দেখে না দুনিয়ায়
অন্যায়ের নেই প্রতিবাদ। যে যেমন মনে হয় আইন বানাচ্ছে

এইসব নিয়েই পৃথিবী এগিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে

০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আপা,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.