নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

‘বিসুখ’

১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫২


গদ্য

সুখে থাকার জন্য সুখস্বপ্ন দেখেছি, সুখের মুখ দেখার জন্য সুখাম্বেষণে আমি সুখের হাটে গিয়েছি, সুখশয্যায় সুখশয়ন করেছি, সুখাসনে সুখাসীন হয়েছি, সুখানুভূতির জন্য সুখানুভব করেছি, সুখাশায় সুখস্পর্শ করে অসুখী হয়েছি। অবশেষে বিসুখে সুখের সাথে আড়ি দিয়ে জেনেছি, শুধুমাত্র সচেষ্ট এবং সতর্করা সুখৈশ্বর্য উপভোগ করে। সুখের জন্য অধৈর্য হলে মানুষ কাতর এবং কাঙাল হয়। সুখশান্তি এবং স্বস্তির সাথে দূরত্ব বজায় রেখে আমরা সুখিত হতে চাই। সুখ আমাদের চারপাশে ভেসে বেড়ায়। আনন্দের জন্যেই আমরা নিরানন্দ হই। লোভ এবং হিংসার প্রভাবে আমরা আত্মিকভাবে অসুস্থ হই। একই দেহে ডিম্বাণু ও শুক্রাণু উৎপাদন করে এমন প্রাণী আছে, তদ্রূপ সুখ এবং দুঃখ আমাদের সত্তার সাথে সম্পৃক্ত।

© Mohammed Abdulhaque

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

কুশন বলেছেন:


মনে হয়, আপনি ডিকশনারী দেখে কিছু শব্দ দিয়ে বাক্য রচনা করেন; আপনার সব পোষ্টেই তা দেখা যাচ্ছে; আপনি কেন ভাবছেন যে, ব্লগারেরা এগুলো পড়বেন?

১০ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঠিক ধরেছেন, তবে আমি শুধু শুধু শব্দের পর শব্দ বসিয়ে অন্যের সময় নষ্ট করি না। গদ্যটা পড়ে থাকলে তা নিশ্চয় বুঝেছেন?
হাজার পোস্ট আসে, তার মাঝে আমার একটা থাকলে তেমন ক্ষতি হবে না আশা করি।

আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

২| ১০ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৬

কুশন বলেছেন:



আপনার সমসাময়িক গড় ইংরেজদের জীবনযাত্রার মান ও আপনার (লন্ডনে ) জীবনযাত্রার মানের মাঝে কোন পার্থক্য দেখছেন? পার্থক্য থাকলে, উহার কারণ কি?

আপনাকে যেই উদ্দেশ্যে লন্ডন নেয়া হয়েছিলো, উহা কি পুরণ হয়েছে?

১০ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জী আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি এবং তা স্পষ্ট।
হ্যাঁ তা পুরণ হয়েছে। আমি ভালোমানুষের সাথে তাল মিলিয়ে চলতে পারি।

(আপনি আসলে আমার খুব পরিচত কেউ)

Love tune | the novel পড়লে বুঝতে পারবেন আমি সফল হয়েছি কি না।
আমার সাইটে ই-বই আছে।

যাক গদ্যের বিষয়ে কিছু বলুন।

৩| ১০ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: দারুন হয়েছে

১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

সফর নিশ্চয় সফল হয়েছে?

৪| ১০ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



অর্থপূর্ণ লেখা। আপনার লেখার মাঝে বিশাল বড় অর্থ খোঁজে পাই। আপনার চিন্তা চেতনা ভালো। +++



১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার মন্তব্যে আমি আশ্বস্ত হয়েছি। অন্তত একজন উপকৃত হয়ছেন।

আপনি সত্যি আমার হিতাকাঙ্ক্ষী। আপনার সার্বিক সফলতা কামনা করি।

৫| ১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী, আলহামদুলিল্লাহ সফল হয়েছে।

১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আলহামদুলিল্লাহ!

৬| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৫১

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টের আগা মাথা কিছু বুঝি না।

১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ২:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.