নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

"শান্তিকামী"

১৪ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪০



পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে শান্তি এবং ইসলাম শব্দের অর্থ জানতে হবে। মুসলিম কী এবং মুসলিমরা কী করে তা জানতে হবে। মড়াকে গাড়তে এবং জোয়ানকে বিয়ে করাতে মোল্লার দরকার হয় এসব ফালতু উক্তি বাদ দিতে হবে। জ্ঞান এবং বিজ্ঞানের ভাণ্ডার হলো কুরআন। চিল্লাইয়া আলিফ বা পড়লে হবে না, অর্থ জানতে হবে। মাদ্রাসা শব্দের অর্থ জেনে মাদ্রাসার ছাত্রদেরকে বাস্তবিক হতে হবে। মুসলিমরা একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল। মুসলিমরা সহনশীল, বিনয়ী, সত্যবাদী, প্রতিবাদী, প্রয়োজনে অত্যাচারীর সাথে যুদ্ধ করে। সম্পদ এবং ক্ষমতা ভাগাভাগির জন্য মারামারি কামড়াকামড়ি করে না। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। শান্তি প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করতে হবে। আলিমদেরকে আধুনিক রাজনীতি শিখতে হবে। সম্পদ এবং ক্ষমতা ভাগাভাগির চিন্তা বাদ দিতে হবে। আল্লাহর উপর নির্ভরশীল হলে আত্মবিশ্বাস বাড়ে এবং আধ্যাত্মিক সাধনায় আত্মশুদ্ধি হয়। আত্মিক প্রসারতার জন্য আত্মপ্রেম এবং আত্মত্যাগের অর্থ জানতে হবে। তিক্ত সত্য হজম করতে হবে। দুর্নীতি, দুর্শাসন, বৈষম্য, ধর্ম ব্যবসা, ধর্মান্ধতা ও মৌলবাদ, সীমালংঘন, অসাম্প্রদায়িকতা এবং অরাজনৈতিকতার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সুস্থ সমাজ ব্যবস্থা এবং সামাজিক সমস্যা সমাধানের জন্য সচেতনভাবে সমাজসেবক হতে হবে। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধের জন্য জলবায়ু পরিবর্তনে সোচ্চার হতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সকলকে উৎসাহিত করতে হবে। নিন্দনীয়কে নিন্দা করতে হবে এবং প্রশংসাযোগ্য কাজের প্রশংসা করতে হবে। পরিবর্তন করার জন্য বিধিনিষেধ জেনে প্রতিবাদী হবে।

© Mohammed Abdulhaque

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৪

গেঁয়ো ভূত বলেছেন:
মোহাম্মদ সাঃ এর জীবন-যাপন এর সাথে বর্তমানে আমাদের দেশের বড় বড় আলেমদের লাইফস্টাইলের মিল কতখানি ??

১৪ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি উত্তর জানেন।

২| ১৪ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

সোবুজ বলেছেন: ইসলামের উপর সবথেকে বড় অত্যাচার করছে চীন।যুদ্ধ করা দুরের কথা টু শব্দটিও করে না।অনেকগুলো প্রশ্ন উত্থাপন করেছেন।

১৫ ই জানুয়ারি, ২০২২ ভোর ৪:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমারাই আমাদের একমাত্র শত্রু!

৩| ১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৩

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: যথারীতি ভালো লাগলো ।
আপনি কেমন আছেন ?

১৫ ই জানুয়ারি, ২০২২ ভোর ৪:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভালো আছি, আপনাকে ধন্যবাদ।

আপনি নিশ্চয় ভালো আছেন?

৪| ১৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে।

১৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

৫| ১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



শান্তি চাইলে হবে না। শান্তির কাজ করে যেতে হবে।
উদাহরণ: বাংলাদেশে এখন ভোজ্যতৈলের দাম আকাশছোঁয়া। আমি তৈল তৈল করে কি লাভ হবে? - হবে না।
তাহলে করণীয় কি? - বাংলাদেশে ভোজ্যতৈলের চাষাবাদ বাড়াতে হবে।

ঠিক তেমনই শান্তির কাজ করে গেলে শান্তি আপনা আপনি ঘরের দরজায় এসে দাড়াবে।

আপনি ভাবুক মানুষ। আমার কথা কি বুঝতে পেরেছেন?

১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি বুঝেছি, কিছু না করে বসে থাকলে বোকার মাথায় ঠাঠাও পড়ে না।



৬| ২০ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: হক কথা বলেছেন ভাইয়া। সহমত আপনার সাথে।
পোস্টে লাইক।
শুভকামনা আপনাকে।

২১ শে জানুয়ারি, ২০২২ ভোর ৬:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.