নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

জাতে বাংলাদেশিরা সব পারে!

২৬ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৮



A rural hospital in an area of Bangladesh vulnerable to rising sea levels has been named winner of the prestigious RIBA International Prize.

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য ঝুঁকিপূর্ণ বাংলাদেশের একটি অঞ্চলের একটি গ্রামীণ হাসপাতাল মর্যাদাপূর্ণ RIBA আন্তর্জাতিক পুরস্কারের বিজয়ী হিসেবে মনোনীত হয়েছে।

লাখ লাখ খারাপ খবরের ভিড়ে একটা খুশির খবর!

Bangladesh hospital named world's best new building

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৫২

সেলিম আনোয়ার বলেছেন: ভাল খবর।

২৬ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আজ মন বেশি খারাপ ছিল। খবরটা দেখে নিজের অজান্তে আনন্দিত হয়েছিলাম।

মন্তব্যর জন্য আপনাকে ধন্যবাদ।

২| ২৬ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৩

কুশন বলেছেন:



সঠিকভাবে পোষ্ট লেখার চেষ্টা করেন, আপনার পোষ্ট পড়ে কিছু বুঝার উপায় নেই।

২৬ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিষয় বুঝতে চাইলে পোস্টে যথেষ্ট তথ্য আছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২৬ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

জ্যাকেল বলেছেন: ভাল খবর।

২৬ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাংলাদেশি একমাত্র পরিবেশবান্ধব কারখানাও আছে।

৪| ২৬ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৩

এপোলো বলেছেন: সকালে ঘুম থেকে উঠেই এই সংবাদটা পড়লাম। খুব ভালো লাগলো।
প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে নয়, প্রকৃতিকে মানিয়ে নিয়েই এগিয়ে যেতে হবে।

২৬ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাংলাদেশি একমাত্র পরিবেশবান্ধব কারখানাও আছে।

৫| ২৬ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৩

সোবুজ বলেছেন: ভাল বিল্ডিং পাবে নাকি ভাল চিকিৎসা পাবে?

২৬ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জাতে বাংলাদেশি সব পারে। খেয়াল করলে সব ভালো হবে।

৬| ২৬ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৯

খায়রুল আহসান বলেছেন: এটি অত্যন্ত খুশির একটি খবর। একজন বাংলাদেশি হিসেবে গর্বিত। তবে সোবুজ এর মন্তব্যের উত্তরটি ইতিবাচক হলে আরও খুশি হবো।

২৬ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাংলাদেশি একমাত্র পরিবেশবান্ধব কারখানাও আছে।
সোবুজ প্রশ্ন করতে পছন্দ করে।

৭| ২৬ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২০

শূন্য সারমর্ম বলেছেন:

এটার আর্কিটেক্ট কে?বানানোর সময় পুরস্কারের চিন্তা করেছিলো?

২৬ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জানলে আমাকে জানাবেন।

৮| ২৬ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: খুশীর খবর

২৬ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ভাইজান।

৯| ২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:০৭

সাসুম বলেছেন: এই প্রজেক্ট বিদেশী টাকায় চলে অনেক বছর ধরে, দেশী কোন টাকা তো দুরের কথা কোন গরু ছাগল কেও আশে পাশে আসতে দেয় না তারা। রুনা খান নামের এক দরদী বাংলাদেশী মহিলা অনেক আগে এই প্রতিষ্ঠান চালু করেন এবং এর এক্সিকিউটিভ থেকে বোর্ড অফ ডাইরেক্টর সব বিদেশী। প্রতিটা টাকার পই পই করে হিসাব নেয়া হয় এবং এই এন জিও বেশ নামকরা একটা এন জিও।

আমাদের দেশীয় কোন কিছুই নাই, না দেশীয় টাকা না দেশীয় সহমত ভাই, না দেশীয় সরকারের প্রজেক্ট।

ফ্রেন্ডশিপ নামের এই প্রজেক্ট অনেক দিন ধরেই উপকূলের মানুষ দের ভাসমান হাস্পাতাল এর মাধ্যমে সেবা দিয়ে আসছে এবং দুনিয়া জোড়া এদের সুনাম আছে।

এই প্রজেক্ট এর আর্কিটেক্ট একজন বাংলাদেশী, Kashef Chowdhury এবং উনার ফার্ম উর্বানা ২ বছর ধরে এটার কাজ করেন।

২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১০| ২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৪৪

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: এরকম ভালো ভালো বিল্ডিং দেশে অনেক আছে । ভালো চিকিত্সার জন্য পুরস্কার পেলে সেটা নিয়ে খুশি হওয়া উচিত ছিলো । এখন সুন্দর বিল্ডিং এর পুরস্কার ধুয়ে মিষ্টি পানি পান করুক উপকুলের বাসিন্দারা ।

ঢাকা তো ভেনিস হয়ে যাচ্ছে - এই ভালো খবরে কোনো প্রতিক্রিয়া জানালেন না !

২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জাতে বাংলাদেশিরা সব পারে!

১১| ২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:১৫

প্রতিদিন বাংলা বলেছেন: দারুন

২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১২| ২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ১:৫৭

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক ,





সুখবরটি জানানোর জন্যে ধন্যবাদ।
আপনার পোস্টে যে আসল বিষয়ের ঘাটতি ছিলো সহব্লগার সাসুম এর ৯ নং মন্তব্যে তা পুষিয়ে গেছে।
ধন্যবাদ "সাসুম"কেও।

২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ৩:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১৩| ২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ৩:০০

নেওয়াজ আলি বলেছেন: আমাদের জন্য ভালো ও সম্মানের খবর

২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ৩:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১৪| ২৭ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: বাংলাদেশীরা পরিশ্রমী মানুষ। দেশে বিদেশে বাংলাদেশীদের পরিশ্রমের সুনাম আছে।

১৫| ৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ২:২৬

জটিল ভাই বলেছেন:
সাবাস বাংলাদেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.