নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

"একলসেঁড়ে"

৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৫



যারা ভালোবাসে ওরাই ঠকা খায়,

যারা ভালোবাসা পায় ওরা বড় একলসেঁড়ে!

পারতপক্ষে যারা অন্যকে না ঠকিয়ে পরার্থে কষ্টভোগ করে,

প্রকৃতপক্ষে তাদের ভাগ্য সুপসন্ন হয়,

লোভীরা কখনো জানতেও চায় না অন্যরা কী চায়।

© Mohammed Abdulhaque

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২১

সোবুজ বলেছেন: সুন্দর উপদেশ বানী।আপনারে লয়ে বিব্রত রহিতে————।

৩১ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই লেখাটা পড়ে মন্তব্য করবেন


আমি সোজা চিন্তা করি কিন্তু এখনো ঠিকঠিক হতে পারিনি।

আল্লাহ বলেছেন, ...
"জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অতঃপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তিত হবে।

২| ৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: একলসেঁড়ে শব্দটা আমার কাছে নতুন ও অজানা ছিলো।
অর্থ খুঁজে পেলাম -
১ অসামাজিক; অমিশুক; একা থাকতে পছন্দ করে এমন।
২ স্বার্থপর; নিজের সুখ ভোগের দিকেই লক্ষ্য যার।
অর্থ ঠিক আছে?

৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: একল [ ēkala ] বিণ. একক, একাকী, একলা। [সং. এক +লা + অ]। সেঁড়ে, ষেঁড়ে বিণ. একা থাকতে ভালোবাসে এমন, অসামাজিক; স্বার্থপর। [সং. একল + বাং. ষাঁড় + ইয়া < এ]।


৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:৩২

সোবুজ বলেছেন: এটা জানতে বিজ্ঞানী হবার প্রয়োজন নাই।হাজার বছর থেকে দেখছে সকল প্রানী মরে। কিন্তু আমার কাছে প্রত্যাবর্তিত হবে,এটার প্রমান নাই আছে বিশ্বাস।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিশ্বাস এবং নিশ্বাস শেষ হলে সব শেষ।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:২৫

সোবুজ বলেছেন: কেশে বলুন,কি বুঝাতে চাইছেন।নিশ্বাস শেষ হলে মানুষের মৃত্যু হয়।বিশ্বাসের কি হয়।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সোবুজ বলেছেন: এটা জানতে বিজ্ঞানী হবার প্রয়োজন নাই।হাজার বছর থেকে দেখছে সকল প্রানী মরে। কিন্তু আমার কাছে প্রত্যাবর্তিত হবে,এটার প্রমান নাই আছে বিশ্বাস।
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:০৪


লেখক বলেছেন: বিশ্বাস এবং নিশ্বাস শেষ হলে সব শেষ।

আমি বিশ্বাস করি মৃত্যুর পর আমি আল্লাহর কাছে ফিরে যাব।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

একলসেঁড়ে অর্থ কিতা ভাইজান

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: একল [ ēkala ] বিণ. একক, একাকী, একলা। [সং. এক +লা + অ]। সেঁড়ে, ষেঁড়ে বিণ. একা থাকতে ভালোবাসে এমন, অসামাজিক; স্বার্থপর। [সং. একল + বাং. ষাঁড় + ইয়া < এ]।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.