নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

কেউ কি HELP করবেন?

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:০১



SEO কী এবং কেমনে কী করতে হয় আমি জানি না। শুধু জানি WordPress কে ৩০০ ডলার দিলে SEO tools দেবে এবং plugins install করতে পারব।

আমি লেখালেখি করি এবং আমার বই আমাজন এবং গুগুল প্লেতে আছে। গুগুল প্লে বাংলাদেশে অচল। বাংলাদেশ থেকে আমার সাইটে কেউ আসে না এবং গুগুল প্লে থেকে দেশের কেউ বই নামিয়ে পড়তে পারে না তাই আমি অদৃষ্টের ফেরে পড়েছি। ভাগ্যের পরিহাস দেখার জন্য বিধি বিড়ম্বনা অথবা দৈব-দুর্বিপাকে পড়তে চাই না। এখন আমাকে কী করতে হবে?

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১১

প্রতিদিন বাংলা বলেছেন: SEO = সার্চ ইঞ্জিন অপ্টিমাইজ।
টেকটিউন বিডি সাইটটিতে সব বিষয় আছে।
আপনি কি নিজের ওয়েবসাইট বই বিক্রি করতে চাচ্ছেন ?

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দেশে থেকে আমার সাইটে ভিজিটারই আসে না।
পাঠকরা আমার বই বিনামূল্যে পড়তে পারবেন। হার্ডকপি আমি এখনও প্রকাশ করিনি, আমাজনে আমার সকল বই চাইলে কিনতে পারবেন, তবে আমি তা চাই না।

ওদেরকে ৩ শো ডলার দিতেই হবে হয়তো। :(

মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫০

সাজিদ উল হক আবির বলেছেন: আপনি আপনার একটা গল্প, অথবা একটা প্রবন্ধ আমাদের সঙ্গে এখানে শেয়ার করুন প্লিজ। আপনার পূর্ণাঙ্গ একটা লেখা পড়ি আমরা।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঠিকাছে এখন থেকে আরেকটা শুরু করব।

আমি জানি কেউ পড়ে না তাই বার বার বাদ দেই।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০০

সাজিদ উল হক আবির বলেছেন: আমি পড়তে আগ্রহী। আপনি প্রমান সাইজের আপনার মৌলিক একটা লেখা শেয়ার করুন।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি চাইলে আমার সাইট থেকে পড়তে শুরু করবেন, প্রফাইলে লিংক আছে।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:১৯

হাসনাত সিদ্দিকী মুরাদ বলেছেন: আমার পরীক্ষা চলছে। শেষ হলেই আপনার লেখাগুলো পড়া শুরু করবো ইনশাআল্লাহ। পড়ে ভালো লাগলে অবশ্যই কিনে পড়বো। আশাকরি আপনি সপ্তাহে অন্তত দুটি করে পর্ব (যদি ধারাবাহিক হিসেবে আপলোড দেন আরকি) দিবেন। I really respect u a lot since u kept my request last time.

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি লেখক এবং আপনি হলেন পাঠক। একে অন্যকে সম্মান না করলে অন্যরা হাসাহাসি করবে।

আমার সাইটের সব বই বিনামূল্যে পড়তে পারবেন। পড়া হলে দয়া করে মতামতা জানাবেন।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:২০

হাসনাত সিদ্দিকী মুরাদ বলেছেন: আমার পরীক্ষা চলছে। শেষ হলেই আপনার লেখাগুলো পড়া শুরু করবো ইনশাআল্লাহ। পড়ে ভালো লাগলে অবশ্যই কিনে পড়বো। আশাকরি আপনি সপ্তাহে অন্তত দুটি করে পর্ব (যদি ধারাবাহিক হিসেবে আপলোড দেন আরকি) দিবেন। I really respect u a lot since u kept my request last time.

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আজ আপনার সাইটে ঢুকলাম। চমৎকার চমৎকার লেখা। ডাউনলোড করে পড়ার সুবিধা। মাছে মধ্যে পড়ার চেষ্টা করবো। ধন্যবাদ






ভালো থাকুন নিরন্তর।

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ, পড়া হলে মতামত জানাবেন।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: আপনি আপনার লেখা গুলো দৈনিক পত্রিকায় পাঠান। তাহলে দেশের মানুষ পড়তে পারবে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কোন পত্রিকায় পাঠাব? আমার লেখা কেউ প্রকাশ করে না। আমি হলাম ফাউল লেখক।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

প্রতিদিন বাংলা বলেছেন: আপনার সাইটটি দেখলাম
আপনার ছোট্ট দুটি কাজ হলো
একজন ওয়েব ডিজাইনার দিয়ে ,ডিজাইন করুন

বাংলাদেশের পাঠকের জন্য SEO করুন প্রফেশনাল দিয়ে অন্তত ৩ মাস।
ডোমেন নামটি ছোট হলে সুবিধা বেশি

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নামটা বেশি লম্বা তা আমি জানি। শুধু নিজের বই প্রকাশ করিতো তাই বদলাব না।

আপনি এসব কাজ করেন তাই না?

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১১

প্রতিদিন বাংলা বলেছেন: এসব কাজ করিনা/মাঝে মাঝে করাই।
ব্যাক্তির চে ব্যাক্তির সৃষ্টি বড়।ধন্যবাদ ও দুঃখিত।

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি ঠিক বলেছেন। নাম দিয়ে করার কারণ, যে নাম পছন্দ করি তা নেই।
এই পোস্ট দেওয়ার পর অনেকবার ভেবেছি, আগে ছিল Bookorebook.com এবং সমান সমস্যা ছিল, খালি টাকা চায়। যাক, আপনাকে আন্তরিক ধন্যবাদ।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৫৫

প্রতিদিন বাংলা বলেছেন: আমি অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছি ,কারণ হলো - ওয়েব বিষয়ে আপনার পথ আমি পেরিয়েছি।
মূল কথা -
আপনি যেমন বই বিক্রি চান ,তার চেয়ে বেশি চান আপনার লিখা যেন পাঠক পড়ে।
আমার দেখা অনুযায়ী আপনি ৬০%-৭০% ভাগ কাজ করে ফেলেছেন। বাকি দুটি কাজ হলো -
১। আপনার সাইট টি যেনো বই প্রেমিকরা সহজে পায়।
২। আপনার সাইটে ঢুকে ,সহজে ও বিশ্বস্ত ভাবে যেন পেমেন্ট করতে পারে।
কোনো বাংলাদেশী ছাড়াই কাজ দুটি করতে পারেন ,বাংলাদেশে র গ্রাহক ও পাঠকের জন্য।
কিভাবে ?
১। উত্তর - google adwards ও facebook workplace
২। উত্তর -stripe credit card payments
অল্প অল্প করে পড়লেই বুঝতে পারবেন

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.