নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

সৃষ্টির ভিতরে স্রষ্টা

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২০



স্বেচ্ছায় কিচ্ছু হয়নি, নিশ্চয় কারো ইচ্ছায় শুরু হয়েছিল,
যেমন বিচ থেকে গাছ হয়, ফুলে মধু থাকে এবং নির্দিষ্ট সময়ে ফল পাকে,
ফলে বিচি থাকে, অনুপযুক্ত পরিবেশে থাকলে বিচি পচে গলে নাশ হয়,
বীজদল এবং উদ্ভিদভ্রুণ স্বয়ংসৃষ্ট নয়।
বাতাসে অম্লজান আছে, অম্লজানে আছে জীবনীশক্তি,
বহির্বিশ্বে অম্লজান নেই, তবে শব্দঢেউ আছে,
বাতাস স্রষ্টার বিশেষ নির্দেশ এবং নিদর্শন, বাতাস স্বয়ংপ্রকাশ হয়নি।
সাগরে পানি আছে, লবণাক্ত পানি পান করা যায়না,
সাগরে মাছ আছে, আছে অন্যান্য উদ্ভিদ,
সাগর শুকিয়ে মরুভূমি হয়েছে এবং প্রমাণ আছে, সাগর স্বয়ংসম্পূর্ণ নয়।
বৃষ্টি না হলে খরায় মাটি ফাটে, হাহাকার শুরু হয়,
পানি বাষ্প না হলে বৃষ্টি হয় না, বৃষ্টি স্বয়ংস্বকৃত নয়।
চাঁদ সূর্য নির্দিষ্ট কক্ষপথ ঘুরপাক খায়, চন্দ্রগ্রহণ হয়, হয় সূর্যগ্রহণ,
বিজ্ঞানীরা বিশ্বাস করে পৃথিবী সৃষ্টি হয়েছিল এবং মহাবৃত্তের অন্তর্ভুক্ত।
এতে প্রমাণিত হয় কোনোকিছুই স্বয়ংক্রিয় অথবা স্বয়ংসিদ্ধ নয়,
নিয়ন্তা আছেন, সবকিছু যার নিয়ন্ত্রণে সেই নিয়ন্তাই একমাত্র স্রষ্টা।

এই কবিতা বৃত্তে বৃত্তান্ত থেকে
© Mohammed Abdulhaque

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০১

সোনাগাজী বলেছেন:


চন্দ্র গ্রহনের সময় কি ঘটে? ইহা কেন হয়?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি সব জানেন। আপনি বলুন আমি জানতে চাই না।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আধুনিক ধর্মীয় কবিতা

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫৪

সোবুজ বলেছেন: খুবই সুন্দর বলেছেন।সৃষ্টির পিছনে একটি কারন থাকে।এটাকে যদি চির সত্য মেনে নিই,তাহলে শ্রোষ্টার সৃষ্টির পিছনেও একটা কারন আছে।কি সেই কারন?এবং সেই কারনের পিছনেও একটা কারন আছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি সবকিছুর একটা বিশেষ কারণ আছে।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:২৭

সোবুজ বলেছেন: মনে হয় প্রশ্নটা বুঝেন নাই।অথবা আমি বুঝিয়ে বলতে পারি নাই।স্রোষ্টার নিজের সৃষ্টির কারন কি?অর্থাৎ কে তাকে সৃষ্টি করলো এবং কি কারনে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ও আইচ্ছা, আপনি এখনও আণ্ডা আর মুরগি নিয়ে ব্যস্ত।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: স্রস্টার বাহাদূরী দিন দিন কমতে থাকবে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তাই নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.