নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

বিষাক্ত পরিবেশ

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৮



অনেকে মনে করে ইসলাম ধর্ম শুধু মুসলমানদের জন্য এবং মুসলমানরা উদ্ভট জাতি। কিন্তু তিক্ত সত্য হলো, আলো বাতাস পানির মত ইসলাম ধর্মও সবার জন্য এবং বংশপরম্পরার নাম ইসলাম ধর্ম নয়। যারা ইসলাম ধর্ম পালন করে ওরা মুসলমান। অন্য সবার মত মুসলমানরাও বিশ্ব এবং পরিবেশের অংশ। পাপমোচনের জন্য মুসলমানরা সাধ্যসাধনা করে। মুসলমানের নিশ্বাসে অভিশাপ নাশ হয়, কিন্তু আল্লাহর আদেশ অমান্য করে মুসলমানরা অভিশপ্ত হলে বিষাক্ত পরিবেশ নির্বিষ হবে কেমনে?

© Mohammed Abdulhaque

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:




“কিন্তু আল্লাহর আদেশ অমান্য করে মুসলমানরা অভিশপ্ত হলে বিষাক্ত পরিবেশ নির্বিষ হবে কেমনে”? - আপনি অনেক বড় ভাবনার কথা বলেছেন। বড় চিন্তায় বিষয়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।


২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৪

সাসুম বলেছেন: মুসলমানের নিশ্বাসে অভিশাপ নাশ হয় অভিশাপ একটা অবস্তুগত বায়বীয় জিনিষ যেইটার সৃষ্টি বা বিনাশ কোনটাই পসিবল না-

তো মোসলমান দের নামে এত্তবড় ভুয়া জিনিষ স্টাব্লিশ করার দরকার টা কি ?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি যা বিশ্বাস করি তা লিখেছি আপনি পড়ে মন্তব্য করেছেন।

আমি ভুয়া হলে আপনি কী?

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৮

রানার ব্লগ বলেছেন: এখন একজন হিন্দু এসে যদি বলে হিন্দু বা সনাতন ধর্ম সবার ধর্ম এটা কেবল হিন্দুদের নয় তখন কি হবে ?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি বিশেষ কারণে আমার বিশ্বাস থেকে লিখেছি।
যার যা ইচ্ছা তা সে লিখতে পারবে। আমি খারাপ কিছু লিখিনি। আমি শান্তির কথা লিখেছি। বাতাসকে শাপ মুক্ত করার কথা লিখেছি।

মনে রাখবেন, সকল ধর্মে স্রষ্টার শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৩

এভো বলেছেন: “কিন্তু আল্লাহর আদেশ অমান্য করে মুসলমানরা অভিশপ্ত হলে বিষাক্ত পরিবেশ নির্বিষ হবে কেমনে”

আল্লাহর আদেশ অমান্য করে - আপনি যে ছবি তুলেছেন সেটার ব্যপারে কিছু বলবেন কি ? ছবি তোলা কবিরা গুণা , এত বড় গুণার কাজ কি করে কোরলেন । কিয়ামতের পর আল্লাহ যখন আপনাকে এই ছবির ভিতরে প্রাণের সন্চার করার হুকুম দিবে , তখন কি সেটা করতে পারবেন ? না পারলে যে দোজখ বাস হবে , সেটা কি জানেন না ?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এতসব আপনারে কেটায় কইছে? আপনার পরচিয় কী?

আহা ছবি, তুমি কেন নিষ্প্রাণ হলে :(

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১১

এভো বলেছেন: ছবি সংক্রান্ত হাদীসের ঘটনাসমূহ

ঘটনা -১

আবদুল্লাহ ইবনে আবদুল ওয়াহহাব (র)…সাঈদ ইবনে আবুল হাসান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনে আব্বাস (রা) এর নিকট উপস্থিত ছিলাম, এমন সময়ে তাঁর কাছে এক ব্যক্তি এসে বলল, হে আবু আব্বাস! আমি এমন ব্যক্তি যে, আমার জীবিকা হস্তশিল্পে। আমি এসব ছবি তৈরি করি। ইবনে আব্বাস (রা) তাঁকে বলেন, (এ বিষয়) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যা বলতে শুনেছি, তাই তোমাকে শোনাব। তাঁকে আমি বলতে শুনেছি,

‘‘যে ব্যক্তি কোন ছবি তৈরি করে আল্লাহ্ তা’আলা তাকে শাস্তি দিবেন, যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করে। আর তাতে সে কখনো প্রাণ সঞ্চার করতে পারবে না।”

মুহাম্মদের প্রতিকৃতি
শিয়া মুসলিমদের আঁকা মুহাম্মদের প্রতিকৃতি
(এ কথা শুনে) লোকটি ভীষণভাবে ভয় পেয়ে গেল এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। এতে ইবনে আব্বাস (রা) বললেন, আক্ষেপ তোমার জন্য, তুমি যদি এ কাজ না-ই ছাড়তে পার, তবে এ গাছপালা এবং যে সকল জিনিসে প্রাণ নেই, তা তৈরি করতে পার।শিয়া মুসলিমদের আঁকা মুহাম্মদের প্রতিকৃতি

ঘটনা -২

আবু আবদুল্লাহ (ইমাম বুখারী) (র) বলেন, সাঈদ (রা) বলেছেন আমি নযর ইবনে আনাস (রা) থেকে শুনেছি তিনি বলেছেন, ইবনে আব্বাস (রা) হাদীস বর্ণনা করার সময় আমি তার কাছে ছিলাম। ইমাম বুখারী (র) আরও বলেন, সাঈদ ইবনে আবু আরুবাহ (র) একমাত্র এ হাদিসটি নযর ইবনে আনাস (র) থেকে শুনেছেন। (সহীহ বুখারী, চতুর্থ খণ্ড, হাদিস নং ২০৮৪ – ইফা)

ঘটনা-৩

মুহাম্মদ (র)…আয়িশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য প্রাণীর ছবিযুক্ত একটি বালিশ তৈরি করেছিলাম। যেন তা একটি ছোট গদী। এরপর তিনি আমার ঘরে এসে দু’দরজার মাঝখানে দাঁড়ালেন এবং তাঁর চেহারা বিবর্ণ হয়ে গেল। তখন আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ আমার কি অপরাধ হয়েছে? তিনি বললেন, এ বালিশটি কেন? আমি বললাম, এ বালিশটি আপনি এর উপর ঠেস দিয়ে বসতে পারেন আমি সে জন্য তৈরি করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন:

Sahih al-Bukhari 6109: Book 78, Hadith 136 USC-MSA web (English): Vol. 8, Book 73, Hadith 130
“(হে আয়িশা) (রা) তুমি কি জান না? যে ঘরে প্রাণীর ছবি থাকে, সেখানে (রহমতের) ফিরিশতা প্রবেশ করেন না? আর যে ব্যক্তি প্রাণীর ছবি আঁকে তাকে কিয়ামতের দিন শাস্তি দেয়া হবে? তাকে (আল্লাহ্) বলবেন, ‘তুমি যে প্রাণীর ছবি বানিয়েছ, এখন তাকে প্রাণ দান কর।’ (সহীহ বুখারী, পঞ্চম খণ্ড, হাদিস নং ২৯৯৭ – ইফা)

ইবনে মুকাতিল (র)…আবূ তালহা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,

“যে ঘরে কুকুর থাকে আর প্রাণীর ছবি থাকে সে ঘরে (রহমতের) ফিরিশতা প্রবেশ করেন না।” (সহীহ বুখারী, পঞ্চম খণ্ড, হাদিস নং ২৯৯৮ – ইফা)

ঘটনা-৪

ইয়াহইয়া ইবনে সুলাইমান (র)…সালিম (রা) তাঁর পিতার নিকট হতে বর্ণনা করেন, তিনি বলেন, জিবরাঈল (আ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে (সাক্ষাতের) ওয়াদা দিয়েছিলেন। কিন্তু তিনি সময় মত আসেন নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ জিজ্ঞাসা করলে, তিনি বললেন আমরা ঐ ঘরে প্রবেশ করি না, যে ঘরে ছবি ও কুকুর থাকে। (সহীহ বুখারী, পঞ্চম খণ্ড, হাদিস নং ৩০০০ – ইফা)

আলী ইবনে আবদুল্লাহ (র)…আবু তালহা (রা) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন,

ছবি
“যে ঘরে কুকুর এবং প্রাণীর ছবি থাকে সে ঘরে ফিরিশতাগণ প্রবেশ করেন না।” (সহীহ বুখারী, পঞ্চম খণ্ড, হাদিস নং ৩০৮৮ – ইফা)

ঘটনা -৫

হুমায়দী (র)…মুসলিম (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা (একবার) মাসরুকের সাথে ইয়াসার ইবনে নুমায়রের ঘরে ছিলাম। মাসরুক ইয়াসারের ঘরের আঙ্গিনায় কতগুলো মূর্তি দেখতে পেয়ে বললেনঃ আমি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে শুনেছি এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে,

“(কিয়ামতের দিন) মানুষের মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের, যারা ছবি বানায়।” (সহীহ বুখারী, নবম খণ্ড, হাদিস নং ৫৫২৬ – ইফা)

ঘটনা-৬

আলী ইবনে আবদুল্লাহ (র)…আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (তাবূক যুদ্ধের) সফর থেকে প্রত্যাগমন করলেন। আমি আমার ঘরে পাতলা কাপড়ের পর্দা টাঙ্গিয়েছিলাম। তাতে ছিল (প্রানীর) অনেকগুলো ছবি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা দেখলেন, তখন তা ছিঁড়ে ফেললেন এবং বললেনঃ

“কিয়ামতের সে সব মানুষের সবচেয়ে কঠিন আযাব হবে, যারা আল্লাহর সৃষ্টির (প্রাণীর) অনুরূপ তৈরি করবে।”

আয়েশা (রা) বলেন, এরপর আমরা তা দিয়ে একটি বা দু’টি বসার আসন তৈরি করি। (সহীহ বুখারী, নবম খণ্ড, হাদিস নং ৫৫৩০ – ইফা)

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:
এসবে মানুষ বিভ্রান্ত হয়।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৩

নাহল তরকারি বলেছেন: যার ধর্ম সে পালন করুক। এটা নিয়ে ঝগড়া করা ঠিক না। সাসুম কে আমি তাকে চিনি না। তবে অভিসাপ বায়বীয় জিনিস হলেও এটা আপনাকে বিনাশ করতে পারে। প্রমাণ চাইলে নিজের রিক্স এ এক্সপেরিমেন্ট করুন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৪

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: যে ইসলাম ধর্ম পালন করে সে মুসলিম , কিন্তু সকল মুসলমান ইসলাম ধর্ম পালন করে না ।
আপনার লেখা সমর্থন করছি ।

সাসুম ভাইয়েরা মোসলমান শব্দ লিখে মুসলমান শব্দের ব্যঙ্গ করছেন । বোঝা যায় উনাদের রুচি এবং শিক্ষা অনেক নিম্নমানের ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১৪

নেওয়াজ আলি বলেছেন: সব ধর্মই অন্যায় অবিচার বিরোধী । সবাই সবার ধর্ম মানলেই হয়

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বললেই শেষ হয় না।
আমাদেরকে আমাদের কর্তব্য আদায় করতে হবে।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: আজকের বিশ্বে ধার্ম একটা অপ্রয়োজনীয় বিষয়।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের উত্তর নিষ্প্রয়োজন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.