নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

‘গূঢ়ৈষণা’

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:০২


‘গূঢ়ৈষণা’
(অমিত্রাক্ষর)

স্বপ্নিল পরিবেশে সারারাত একলা বসেছিলাম,
স্বপ্নরা স্বপ্রকাশ হলে স্বপ্নময়ী স্বপ্নাবিষ্ট হয়েছিল,
স্বপ্নলোকে প্রবেশ করে মানসী হয়েছিল স্বপ্নচারিণী।
কত কথা জমেছিল মনে, পাশে বসে গল্প করব দুজনে,
প্রেমাসন সাজিয়েছিলাম পাশাপাশি বসার আশে নির্জনে,
তোমাকে ধরতে চেয়ে হতাশ হয়ে স্বপ্নোত্থিত হয়েছিলাম।
স্বপ্নে দেখেছি আবডাল থেকে কেউ আমাকে ডেকেছে,
গন্তব্যে পৌঁছার জন্য আমি একলা পথে নেমেছি,
কে যেন কানে কানে ডাকে, নিরালায় বসে আমি শুনেছি,
কে সে, পর নাকি আপন? তা আজো না জানতে পেরেছি।
আষাঢ়ের আকাশে ঘনরস জমছে, হয়তো ঝেঁপে বৃষ্টি নামবে,
ঝিরঝিরে বৃষ্টি অঝোরধারায় ঝরে পরিবেশে বর্ষামুখরিত হবে,
বৃষ্টিধোওয়া ফুল তোমার কানড়ে গুঁজে দিতে চাই,
বাদলসন্ধ্যায় তোমার হাত ধরে বৃষ্টিতে ভিজতে চাই,
বৃষ্টিসজল হলে তোমার জেল্লায় জোলো হাওয়ায় আগুন লাগবে,
আমি উন্মনা হয়েছি, মনে আনচান ভাব, তুমি কখন আসবে?
চাঁদিনিকে মনের কথা বলতে চেয়েছিলাম, চাঁদিনি তা শুনেনি,
অভিমান করে বোকা মন বেঁকেছে, গূঢ়তত্ত্ব আমি জানিনি,
বেহেলার ভ্যান ভ্যানানি আর মন্দিরার টুনটানি,
আউলা ঝাউলা সুরে গাওয়া দুঃখের গান শুনে,
ঝগড়াঝাঁটি করতে না পেরে কোন্দলিয়া বুড়ি হয়েছে উদাসিনী।

© Mohammed Abdulhaque

আর পড়তে চাইলে এখনে ইবই আছে...

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর অমিত্রাক্ষর ছন্দ।
জোলো হাওয়া কি জলো হাওয়া?

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিতায় অনেক বানান ভুল আছে তবে এই শব্দ ঠিকাছে, আমি চেক করেছি
জোলো [ jōlō ] বিণ. 1 জলমিশ্রিত (জোলো দুধ); 2 জলীয়, সজল (জোলো বাতাস); 3 জলের মতো স্বাদবিশিষ্ট, পানসে (জোলো রান্না, জোলো স্বাদ); 4 নীরস; 5 অন্তঃসারশূন্য; 6 হালকা (জোলো বক্তৃতা)। [বাং. জল + ও]।

জলো [ jalō ] দ্র জোলো।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০১

সোবুজ বলেছেন: স্বপ্ন দেখা ভাল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তাই হোক!

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২৮

জ্যাকেল বলেছেন: ভাল প্রচেষ্টা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: কবিতা পড়লাম। কিন্তু কিছুই বুঝি নাই। এই ব্যর্থতা কার? আপনার না আমার?

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পড়ে না বুঝলে আমার কিচ্ছু করার নেই। এই জন্য কয়েক লাইন দিয়ে নিচে লিংক দিয়েছি।

হায় বাংলা হায় বাংলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.