নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

কল্পবৃক্ষের ছায়ে

১২ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:২২



[ অমিত্রাক্ষর ]
বেয়াড়া মন আবার জোয়ান হতে চায়, লটরপটর করার জন্য,
বাড়ির লোকে গরম খবর জানলে ঝাড়ুপেটা করবে,
মন তা বুঝতে চায় না, বেপরোয়া, মরণপাখা মেলতে চায়।
বয়স কমতে শুরু করেছে, কেউ কেউ বলে বুড়ো হলে নাকি বয়স বাড়ে?
আজব কাণ্ড, দুনিয়ার যত্ত আজগুবি খবর পড়তে হয় সাদাকাগজে।
মাথা ভনভন করে, চোখে সরষের ফুল দেখি, ভনভনিয়ে সব ভণ্ডুল,
চিমটি দিয়ে চাউল ধরতে পারি না, চিমটায় অলাত ধরি,
বেদম প্রহার! লোহা চেপ্টা হয়, আদল বদলে দাম বাড়ে,
বয়স বেড়ে চিমড়ার মত বুড়ো হলাম, মনের চিমনিতে বেদনার ধোঁয়া,
মনের ডালে পাপিয়া বসে টুনির সাথে গল্পগুজব করে,
কাম এবং কামনার চিপায় পড়ে কামরিপু চিপসে গেছে।
অধোদৃষ্টির অর্থ নিচের দিকে লক্ষ্য করে নাসাগ্রভাগ দেখা,
আমি দেখি না বিধায় গতানুশোচনের প্রতিশব্দ ঘেঙানি হয়েছে সার।
মন আয়েশ চায়, সশরীরে স্বর্গভোগের জন্য নিরর্থক শ্রমে হয়রান,
আশ্বাসে আশ্বস্ত হতে চাই, শান্তি স্বস্তি কাম্য, ভক্তিবলে পাব মুক্তি।
বেয়াড়া মন কি তা বোঝে? দিনমান ঘ্যানঘ্যান শুনে মগজ ফেনা,
হেলাফেলায় দিনে দিনে বয়স বেড়ে গন্তব্যে যাওয়ার সময় হচ্ছে।
কল্পবৃক্ষের ছায়ে বসে ধেয়ান চিন্তা করে জেনেছি আমিই স্বার্থপর,
তবুও তিন সত্যির কিরা খেয়ে মন বলে, বধূ তোকে ভালোবাসি,
সুখবাসরে কাছে আয়, রিরংসা মনে, ক্লান্ত সময়ে অধরে মিলবে অধর।

© Mohammed Abdulhaque

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: আমি আমার আবেগ গুলো আপনার মতো করে তুলে ধরতে পারি না। আপনি কি সুন্দর লিখেছেনে।

১২ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এসব অনেক আগের লেখা। কম হলেও ১০ বার রিরাইট এবং এডিট করেছি। লেখালেখি আমার জন্য সাধনা।

আপনি অনেক ভালো লিখেন, আমার মত ৩৫ বছর লিখলে আপনি অনেক বড় লেখক হবেন।

মনের ভাবকে প্রকাশ করতে হলে নিশুতি রাতে ধ্যানমগ্ন হতে হয়।

২| ১২ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৯

সোবুজ বলেছেন: বাড়ির লোক বলতে আপনি কাদের বুঝিয়ে ছেন।

১২ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি আসলে অত্যন্ত নিরস মানুষ, আর কিছু বলব না।

৩| ১৩ ই এপ্রিল, ২০২২ রাত ১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৪| ১৩ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০৯

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: বেহায় মন কুড়ি হতে চায় লটরপটর করার জন্য হাহাহাহাহা

১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধরা খাইছি :(

৫| ১৩ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৭

নীল আকাশ বলেছেন: এই মেঘ এই রোদ্দুর বলেছেন: বেহায় মন কুড়ি হতে চায় লটরপটর করার জন্য হাহাহাহাহা :P
লা জওয়াব। আমিও এটা বলতে এসেছিলাম।

১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনিও রসিক!

৬| ১৩ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৪৪

গেঁয়ো ভূত বলেছেন: মন আয়েশ চায়, সশরীরে স্বর্গভোগের জন্য নিরর্থক শ্রমে হয়রান,
আশ্বাসে আশ্বস্ত হতে চাই, শান্তি স্বস্তি কাম্য, ভক্তিবলে পাব মুক্তি।

সত্যিই অসাধারন!

১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

আপনি সাধক!

৭| ১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৩

প্রামানিক বলেছেন: মনের বেদনাগুলো সুন্দর ভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ।

১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কেমন আছেন?

আপনার পোস্ট মন্তব্য করা হয়নি।

আপনি বাস্তবাদী কবি!

৮| ১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: সোবুজ সাহেবের মন্তব্যের উত্তর দিন। একজন প্রশ্ন করতেই পারেন।

১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: রাজীবভাই, "এই মেঘ এই রোদ্দুর বলেছেন: বেহায় মন কুড়ি হতে চায় লটরপটর করার জন্য হাহাহাহাহা "

উনি বুঝতে পেরে হেসেছেন।

"বাড়ির লোকে গরম খবর জানলে ঝাড়ুপেটা করবে, " এখানে সেকেলে ভাব প্রকাশ করা হয়েছে।

কয়েকবার পড়লে আপসে বুঝতে পারবেন। এই কবিতায় কয়েক কাল নিয়ে লেখা।

এখানে তেমন কিছু নয়। উনি অনেক বড় মাপের সাধক।
পড়ে বুঝতে না পারলে পরে বিশ্লেষণ করব।

৯| ১৩ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৩

রানার ব্লগ বলেছেন: ধুর !! বাড়ির লোকে কি বলবে এত্ত ভেবে কি লাভ, যা ইচ্ছা আছে করে ফেলুন। জীবন বড্ড সংক্ষিপ্ত একে পুর্ন ব্যাবহার করুন ।

১৩ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহা, কথা ঠিক তয় বয়স বেড়ে বুড়া হয়েছি তো তাই একট ডর লাগে ;)


আনন্দদায়ক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
আপনার সার্বিক সফলতা কামনা করি।

১০| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১:০৭

রাজীব নুর বলেছেন: ওকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.