নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

ভূতের্রাজা

১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫১



যাকে আমি ভূতের্রাজা ডাকি সে আমার চাচাতো ভাই এবং বোনাই। আমাদের বাসার পাশে কবরস্থান আছে। কবরস্থান এবং শ্মশানে নাকি ভূত থাকে। শ্মশানের কথা আমি জানি না তবে কবরে যে ভূতের নামগন্ধ নেই তা আমি ভালোভাবে জানি। জানার কারণ, দিন অথবা রাত দুপুরে কবরের আশে পাশে হেঁটেছিলাম। তবে একবার এক ভূতের সাথে আমার দেখা হয়েছিল। তা সেই ছাওয়াল কালে। আমার অভিজ্ঞতার কথা বললে সে হেসে কুটিকুটি হয়েছিল। সেই থেকে আমি তাকে ভূতেরর্রাজা ডাকি। যাক, এখন গল্পের মূলে আসলে ভালো হবে। তো একদিন কী হয়েছিল ছুটির দিন কলম হাতে ব্যস্ত হলে আমার স্ত্রী বিরক্ত হয়ে কুটুমিতা করার জন্য কুটুমবাড়ি গিয়েছিল। কিছু করার না পেয়ে আমি ভূতের গল্প লেখার অপচেষ্টা করছিলাম। আমাকে দৈনিক কয়েক মাইল হাঁটতে হয়। ঘিয়ে ভাজা খাবার আমার জন্য হারাম। আমার রক্তে নাকি বেশি তেল হয়েছে। তেলমাত্রা বেশি হলে রাতে দুঃস্বপ্ন দেখি। তেলের মাত্রা যত বেশি হয় দুঃস্বপ্ন তত ভয়াবহ হয়। হাঁটাহাঁটি করে রাত হলে বোনের ঘরে গিয়েছিলাম। আমাকে সমাদর করার জন্য বোন এবং বোনাই মিলে ঘিভাত এবং কোর্মা পোলাও বানিয়েছিল। খাবার খেয়ে বাসায় ফিরে কিছু করার না পেয়ে আরাম করে বিছনায় বসে ল্যাপটপে লিখছিলাম। গরমের রাত ছিল। জানালা খুলতে চেয়ে ভয়ে খুলিনি। খোদা না খাস্তা যদি ভূত-টূত ঢুকে পড়ে তখন বিষম বিপদ পোহাতে হবে। তো যাক, আমি গল্পের পট নিয়ে ধেয়ানচিন্তা করছিলাম। খুব গরম পড়েছিল। বিথিবাতির আলোয় কামরা আলোকিত ছিল এবং ল্যাপটপের আলোয় লেখা দেখতে পারছিলাম দেখে কামরার বাতি নিবিয়েছিলাম। লেখায় নিবিষ্ট হলে চাচাতো ভাই আমার পাশে বসে বললো, ‘ভাইসাব, কী করছেন?’
‘নতুন গল্প লেখার চেষ্টা করছি। তোর খবর কী?’
‘আমার খবর ভালো। আপনাকে দেখার জন্য এসেছি। কিছু খেয়েছেন?’
‘এই একটু আগে আমরা একসাথে খেয়েছি। তুই কখন আসলে?’
‘এই তো আসলাম। দেখি কী গল্প লিখছেন। গল্পের নাম কী?’
‘ভূতেরর্রাজা। তোকে নায়ক বানিয়ে গল্প লেখার চেষ্টা করছি। তুই তো ভূতের গল্প পছন্দ করিস।’
‘নামটা দেখি। এ্যাঁ! এসব কী লিখেছেন? বানান ভূল করেছেন। রেফ দিয়েছেন কেন? দেখতে খুব বিশ্রি লাগছে। জলদি বদলান।’
‘মায়। বিশ্রী লাগবে কেন?’
‘ভূতের রাজা আলাদা লিখতে হবে। নইলে সমস্যা হবে। রেফ টেফ সরালে ভালো হবে।’
‘বেশি পণ্ডিতি করিস না। আমার মন যেমন চায় তেমন গল্পের নাম লিখব। তুই তো জানিস আমার মাথা গরম হলে হাত বেশি চলে। পড়তে চাইলে কথা না বলে পড় নইলে চলে যা।’
‘ঠিকাছে আমি চলে যাব, তবে যাওয়ার আগে রেফ সরাতে হবে।’
‘আমি সরাব না। আমি যেমন লিখেছি তেমন পড়তে হবে। তোর ভালো না লাগলে তুই পড়িস না। আমার লেখা এমনিতে কেউ পড়ে না।’
এমন সময় মোবাইল বাজে।
‘ভাইসাব কি শুয়ে পড়েছেন?’
‘ভাইসাব ডাকবে পরে। তুই তো আমার বগলে তাইলে ফোন করেছিস কেন?’
‘মায়! আমি তো বাসায়। আপনি কী করছেন জানার জন্য ফোন করেছি।’
‘তাইলে আমার বগলে ওটা কেটা?’

সমাপ্ত

© Mohammed Abdulhaque
author and publisher

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর গল্প।

১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ

২| ১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা ভুতের্রাজা

সুন্দর হয়েছে

১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপা, তাকে সত্যি ভুতের্রাজা ডাকি এবং রেফ নিয়ে সত্যি ঝামেলা লাগিয়েছিল।

৩| ১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: সুন্দর গল্প। সহজ সরল সুন্দর গল্প।

১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, এই গল্পে সংলাপ নেই তাই সহজ হয়েছে।

৪| ১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:১২

ইসিয়াক বলেছেন: চমৎকার গল্প।

১৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিকে আন্তরিক ধন্যবাদ।

(এই গল্প বাস্তব ভিত্তিক)

৫| ১৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫৪

সোবুজ বলেছেন: কবিতার চেয়ে আপনার গল্পই সুন্দর।এখানে কি সুন্দর হবে নাকি অন্য কোন শব্দ হবে।

১৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তা নির্ভর করে আপনার শব্দ চয়নে। সুন্দর হলো অত্যন্ত সুন্দর একটা শব্দ, যে শব্দে অনেক কিছু সহজে প্রকাশ হয়। আপনার কাছে সুন্দর লেগেছে মানে আপনি এই গল্প উপভোগ করেছেন।

কবিতা আমি পছন্দ করি না। না করার কারণ, আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় কবিতা লিখে কেটেছে, কয়কে হাজার কবিতা লিখেছিলাম। কবিতা বাদ দেওয়ার কারণ হলো কবিতার ভুষ্টিনাশ হয়েছে অনেক আগে। উপন্যাসে এখন কবিতাকে সংলাপ বানিয়ে চালাই। কবি যত বড়লোক হয় কবিতা তত গুরুত্বপূর্ণ হয়।

উপন্যাস পড়তে চান নাকি?

৬| ১৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

সোবুজ বলেছেন: বয়সের কারনে অনেক লম্বা কিছু পড়ার ধর্য্য নাই।অন্য কোন কারনেও হতে পারে।আমি এখানে সেখানে ঘুরে বেড়াতাম।করোনা আমাকে এখানে নিয়ে আসছে।আমি পড়া লেখার লোক না।

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গল্পবাজ, আড্ডাবাজ?

আমার বড় বই হলো প্রায় ১৮ শো পৃষ্টা। ২৫ বছরে শেষ করেছি।

পারলে চিন্তক পড়বেন, মন ঠিক হয়ে যাবে।

৭| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৩

রাজীব নুর বলেছেন: সংলাপ গল্পে গুরুত্বপূর্ন নয়। সংলাপ গুরুত্বপূর্ন নাটকে।

২০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ক্লাসিক উপন্যাসের আকর্ষণ হলো সংলাপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.