নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

"সদাত্মা"

০৮ ই মে, ২০২২ বিকাল ৩:০৩



অন্যায়, অত্যাচার এবং অভিচার যখন নিত্যনৈমিত্তিক কার্যক্রমের অংশ হয় তখন স্বর্গ অদৃশ্য হয়ে নরক দৃশ্যমান হয়। মৃত্যুকে অপদস্ত করার জন্য সদর্পে অনেকে বলে, আমি ধর্মধ্বজাধারী নই, স্বর্গ অথবা নরকের ধারে পাশে আমি যাব না। কিন্তু যখনই শিরে সংক্রান্তি শুরু হয় তখন ওরা হা হতোস্মি জপে এবং মৃত্যুর সাথে দূরত্ব বাড়াবার জন্য শিরনি মানত করে। মানতে না চাইলেও শাশ্বত সত্য হলো, মৃত্যুর হাত থেকে কেউ নিস্তার পাব না তবে সাধ্যসানায় মৃত্যুকে আনন্দদায়ক করতে পারব। সদাচরণে সদাচারী এবং সত্যবাদিতায় সত্যবাদী হওয়ার ব্রত করলে পৃথিবীর পরিবেশ সত্বর স্বর্গীয় হবে। যারা জানার ওরা জানে, সদাত্মারা কখনো অনুতপ্ত হয় না ওরা সদা পরিতৃপ্ত থাকে।

© Mohammed Abdulhaque

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২২ বিকাল ৫:২৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: মাত্র পৌনে ছয় লাইনে শিরোনাম সহ সর্বমোট ১০০ টি শব্দে্র মাধ্যমে সদাত্মার অভিনব বিশ্লেষণ পড়তে দারুণ লাগলো। সাথে নোংরাদের প্রতি তিরস্কারের অভিনব বহিঃপ্রকাশ ভালো লাগলো।

০৮ ই মে, ২০২২ বিকাল ৫:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার মন্তব্যে সত্যি আনন্দিত এবং আশান্বিত হয়েছি। আপনার সার্বিক সফলতা কামনা করি।

২| ০৮ ই মে, ২০২২ বিকাল ৫:৩৯

সোনাগাজী বলেছেন:



মৃত্যুর কারণ কি প্রকৃতি, নাকি কোন শক্তির আদেশ?

০৮ ই মে, ২০২২ বিকাল ৫:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:

আয়ূ হলো জীবনের সীমা। অপমৃত্যু অন্য বিষয়। স্বাভাবিক মৃত্যু প্রকৃতির সাথে সম্পর্কিত।

৩| ০৮ ই মে, ২০২২ বিকাল ৫:৫১

সোনাগাজী বলেছেন:



আপনার ব্লগিং থেকে আজরাইলের ঠিকানা পেলাম, এই ফেরেশতা লন্ডনে বাস করেন।

০৮ ই মে, ২০২২ বিকাল ৫:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, ফেরেস্তাদের নামে এখানে অনেক লোক আছে।

৪| ০৮ ই মে, ২০২২ বিকাল ৫:৫৯

গেঁয়ো ভূত বলেছেন: মৃত এক অমোঘ পরিণতি, এর সাধ সবাইকে গ্রহণ করতে হবে হোক সে ইচ্ছায় অথবা অনিচ্ছায়।
শুভকামনা।

০৯ ই মে, ২০২২ রাত ১২:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার সার্বিক সফলতা কামনা করছি।

৫| ০৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:০৭

সোনাগাজী বলেছেন:


আপনি বলছেন, "আয়ূ হলো জীবনের সীমা। অপমৃত্যু অন্য বিষয়। স্বাভাবিক মৃত্যু প্রকৃতির সাথে সম্পর্কিত। "

-মৃত্যু যদি প্রাকৃতিক ব্যাপার হয়, উহা কি আপনি একা জানেন, নাকি সব প্রানীই তা বুঝে? আপনি প্রায়ই ইহা নিয়ে ঢোল বাজান কেন?

০৯ ই মে, ২০২২ রাত ১২:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মৃত্যু শব্দ আমার জন্য ইষ্টমন্ত্র। এই মন্ত্র জপে আমি মন্তা হয়েছি। (লেখাটা মনোযোগ দিয়ে পড়লে বিষয় বুঝতে পারবেন।)

৬| ০৮ ই মে, ২০২২ রাত ১০:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঢোল বাজলেই কারো কান খাঁড়া
হয়ে ওঠে! আরে ভাই ঢোলের শব্দ
যদি এতই অপছন্দ তা হলে কানে
তুলো গুজে নিন! ঢোল বাজবেই।

০৯ ই মে, ২০২২ রাত ১২:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি হলেন মহাসাধক!

৭| ০৯ ই মে, ২০২২ রাত ১২:৫৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: লেখক বলেছেন: সদাচরণে সদাচারী আর সত্যবাদিতার সত্যবাদী হওয়ার ব্রত করলে পৃথিবীর পরিবেশ সত্বর স্বর্গীয় হবে।

সমস্যা হলে সদাচারী আর সত্যবাদিতার খরা চলছে সর্বত্র আর এই ধারা অদূর ভবিষ্যতে বিপরীতমুখী হওয়ার কোনোই লক্ষণ দেখিতেছিনা।

০৯ ই মে, ২০২২ রাত ১:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আলামত দেখেছি এবং বিশ্বাস করি, সত্বর স্বর্গীয় হবে। হয়তো আমি তখন থাকব না। :)

৮| ১০ ই মে, ২০২২ ভোর ৪:০৯

গরল বলেছেন: কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর? মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর। আমি এটা মনেপ্রাণে বিশ্বাস করি।

১০ ই মে, ২০২২ বিকাল ৩:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বানান ঠিক করেছেন।

৯| ১২ ই মে, ২০২২ রাত ৩:৩৯

গরল বলেছেন: জ্বি ভাই, আপনি ভুলটা ধরিয়ে দেওয়ার পরেই খুব লজ্জায় পড়ে গিয়েছিলাম। তাই জাদিড ভাই কে ইমাইল করেছিলাম ঠিক করে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য।

১০| ২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি কঠিন ভাবুক মানুষ। আমি সহজ করে বলছি - ন্যায় হচ্ছে ধর্ম, আর অন্যায় হচ্ছে অধর্ম।

১১ ই জুলাই, ২০২২ দুপুর ২:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি সিদ্ধপুরুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.