নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

ধর্মান্ধ এবং ধর্মবিদ্বেষী

১১ ই জুলাই, ২০২২ বিকাল ৪:০০



ধর্মান্ধ এবং ধর্মবিদ্বেষীরা স্বয়ং ধর্মের মালিককে তুচ্ছতাচ্ছিল্য করে, ধর্মের মালিক তাদেরকে কিচ্ছু বলেন না।
এমতাবস্থায় ধার্মিকদের করণীয় কী?
যারা বাড়াবাড়ি করে ওরা বকধার্মিক।
প্রকৃত ধার্মিকরা অন্যের সাথে অন্যায় করে না।
ইদানীং কয়জন ধার্মিক ধৈর্যের সাথে নমাজ পড়ে আল্লাহর কাছে সাহয্য চায়?
মনে রাখতে হবে, প্রকৃত ক্ষমতাবানরা ক্ষমতার গুরুত্ব জানে।
শুধুমাত্র অক্ষমরা ক্ষমতার অপব্যবহার করে।

© Mohammed Abdulhaque
author and publisher

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২২ বিকাল ৪:১৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ২ টাই ক্ষতিকারক। অতি ভক্তি যেমন চোরের লক্ষণ অতি ধার্মিকও ভণ্ডামির লক্ষণ।

১১ ই জুলাই, ২০২২ বিকাল ৪:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আজ BBC তে একটা মন্তব্য করেছিলাম

If something is overdone, it becomes destructive.
© Mohammed Abdulhaque

২| ১১ ই জুলাই, ২০২২ বিকাল ৪:২৩

সোনাগাজী বলেছেন:



বরিস জনসনের পদত্যাগের ফলে, মানুষের বিএ্যাকশন কেমন? ইহা ভালো, নাকি ইহা সমস্যার সৃষ্টি করবে?

১১ ই জুলাই, ২০২২ বিকাল ৪:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিশ্বাস করুন, এই বিষয়ে আপনি আমার চেয়ে বেশি জাননে যে বরিস সরায় তেমন কোনো রিএকশন হবে না। না হওয়ার কারণ হলো, সবদেশে এখন পুতুলখেলা চলছে।

৩| ১১ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৩৫

সোনাগাজী বলেছেন:



সভ্যতার এই কঠিন সময়ে বৃটেনে যদি এখনো পুতুল খেলা চলে, বিশ্বের মানুষ কেন বৃটেন যেতে চায়?

১১ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি মনে হয় খবর বেশি দেখেন না। প্রধানমন্ত্রী তো আর সবকিছুর নিয়ন্ত্রা নয়। তাকে রাজপরিবার নিয়ন্ত্রণ করে।

৪| ১১ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪২

অক্পটে বলেছেন: "শুধু মাত্র অক্ষমরা ক্ষমতার অপব্যবহার করে।"

সত্য কথা।

১১ ই জুলাই, ২০২২ রাত ৮:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

৫| ১১ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

কামাল৮০ বলেছেন: যত দিন ধর্ম থাকবে ততদিন ধর্মান্ধ ও ধর্মবিদ্বেষী থাকবে।এক ধর্মের মানুষরাই বেশি অন্য ধর্মবিদ্বেষী।
সকল ধর্মের মালিক কি একজন?নাকি বিভিন্ন ধর্মের বিভিন্ন মালিক।

১১ ই জুলাই, ২০২২ রাত ৮:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি সকলের খবর জানি না।

৬| ১১ ই জুলাই, ২০২২ রাত ৯:৪৮

জগতারন বলেছেন:
মনে রাখতে হবে, প্রকৃত ক্ষমতাবানরা ক্ষমতার গুরুত্ব জানে।
শুধুমাত্র অক্ষমরা ক্ষমতার অপব্যবহার করে।

সত্যকথা ও সহমত!

১১ ই জুলাই, ২০২২ রাত ১০:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

৭| ১১ ই জুলাই, ২০২২ রাত ১০:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:

ক্ষমতার অপব্যবহারে বাংলাদেশকে দশে কত দিবেন?

১১ ই জুলাই, ২০২২ রাত ১০:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার ছদ্মনাম হলো গিয়ে ঠিকঠাক উত্তর।

অক্ষমের দেশে সবাই ক্ষমতাবান! স্বত্ব.মো.আ.হা

৮| ১১ ই জুলাই, ২০২২ রাত ১০:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন:
কই ছিলেন এতো দিন?

১১ ই জুলাই, ২০২২ রাত ১০:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কইলে টাস্কি খাবেন।

মহা উপন্যাসে আবার কাজ করছি। লেখায় এত মনোযোগী ছিলাম যে গত রবিবারে দুনিয়ার সব ভুলেছিলাম, ভোরে বউ বলেছিল গাড়ি কোথায়? দৌড়ে যে দেখি গাড়িকে ওরা তুলা দিয়ে ফুটপাথে রেখেছে। (রবিবারে আমার এখানে ফুলের বাগান বসে। তাই গাড়ি রাখা নিষেধ। ২৩ বছরে একবার ভুল হয়েছে। গাড়ির ক্ষতি করেছে।)

এত বড় বই কেমনে যে লিখেছিলাম আল্লাহ মালুম।

আপনার খবর কী? (লেখালেখি আসলে মারাত্মক রোগ)

৯| ১২ ই জুলাই, ২০২২ রাত ২:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শূণ্য কলসী বাজে বেশী।
গাছে ফল ধরলে তার ডাল
নুয়ে পড়ে।
অন্তসার শূণ্য মানুষেরাই
বেহুদা কপচায়!

১২ ই জুলাই, ২০২২ রাত ২:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমাকে বললেন নাকি? আমি বিশ্বাস করি আমি মূর্খ।

১০| ১২ ই জুলাই, ২০২২ রাত ২:৪৪

রাজীব নুর বলেছেন: বেশ অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম।

১২ ই জুলাই, ২০২২ রাত ২:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, যা লিখেছি তা নিয়ে খুব ব্যস্ত এবং চিন্তিত।

আপনি কেমন আছেন?

১১| ১২ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:



ন্যায় হচ্ছে ধর্ম আর অন্যায় হচ্ছে অধর্ম। আপনি ভাবুক মানুষ আপনি এই কথার ব্যাখ্যা ভালো জানেন।

১২ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি সিদ্ধপুরুষ, তাই খুব সহজে বিশ্লেষণ করতে পারেন।

সমস্যা হলো, আপনি যত সহজ করবেন দুষ্টরা ততো গায়ে পড়ে তর্ক করবে।

১২| ২৬ শে অক্টোবর, ২০২২ রাত ১১:১২

খায়রুল আহসান বলেছেন: ধর্মান্ধ ও ধর্মবিদ্বেষী, দু'ধরণের লোকেরাই বিপজ্জনক হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.