নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

আমি কেন ব্লগিং ভালোবাসি?

১২ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১৫



আমি রগচটা এবং আশৈশবের নিঃসঙ্গ। সবার সাথে আমার বিনবনা হয় না। মাথার দিব্যি দিয়ে অকুণ্ঠচিত্তে মাথায় বাড়ি মারতে পারি। আমি সত্য বলতে পছন্দ করি। যার সাথে বনিবনা হয় তার সাথে বকবক করি এবং সে আমার সাথে দূরত্ব বজায় রাখে। কলেজের দেউড়িতে মাত্র একদিন দাঁড়িয়েছিলাম, যেদিন ভর্তি হয়ে ফটো আইডি কার্ড বানিয়েছিলাম (১৯৮৯)। বিশেষ কারণে লৈখিক ভাষায় ভাবপ্রকাশ করতে খুব ভালোবাসি। সমস্যা হলো, এখানের জীবনযাত্রার আড়ম্বরের কারণ স্বভাবচরিত্র এবং আচারব্যবহারে দৈববিড়ম্বনা। যা আমাকে একঘরে করেছে এবং তাতে আমি খুশি হলেও মুখ গোমড়া থাকার কারণ আমি প্রাণ খুলে কথা বলতে পারি না। তাই আমি ব্লগে আসি এবং ভুলে ভরা লেখা পোস্ট করে আপনাদেরকে বিরক্ত করি। আপনাদের লেখায় মন্তব্য করার সময় আমাকে ভাবতে হয়, প্রতিমন্তব্যে দক্ষতার প্রমাণ দিতে হয়, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মূর্খ কিন্তু আপনারা সুশিক্ষিত এবং উচ্চশিক্ষিত তা আমি জানি। আমার এই জানা আমাকে সাহায্য করে। আপনাদের লেখা এবং মন্তব্য আমার জন্য চিন্তার খোরাক। যেমন আজকে ঠাকুরমাহমুদ সাহেবের "ধর্ম, অধর্ম, নাস্তিক ও ধর্ম বিদ্বেষ" পোস্ট এবং মন্তব্য পড়ে সম্পূর্ণভাবে সহমত হয়েছি এবং অনুপ্রাণিত হয়ে যা লিখেছি তা নিচে দিলাম...

[ নম্বর এক ]

যেখানে মানুষ বেশি সেখানে থাকে ছদ্মেবশী,
যেখানে বেকার বেশি সেখানে বকাবকি বেশি।

[ নম্বর দুই ]
বাতাস থামলে নিশ্বাস থামবে জেনেও মানুষ বাতাস দূষিত করে নির্দোষ হতে চায় এবং নির্দয়ের মত নির্ধনকে নিধন করে বলে আমি নির্দায়।

[ নম্বর তিন ]

দুষ্টব্রণ টনটন করলে জ্বর উঠে। দুষ্টচরিত্ররা অন্যকে নষ্ট ডাকে। দুষ্টকর্মারা কর্তব্যকর্মের অর্থ জানে না। দুষ্টাশয়রা অন্যকে অসহায় করে। যারা সবসময় ধর্মের দোষ দেয়, ওরাই সবকিছুতে ধর্মকে টানে। এবং টানার কারণ হলো, অন্যকিছু ধরে টানাটানি করলে তাদের নুনে টান পড়ে।

[ নম্বর চার ]

তোমাকে ভালোবাসিয়া আমি আঁখিজলে ভাসিয়াছি,
তোমার সাথে ভালোবাসাবাসির জন্য আমি অপেক্ষায় আছি,
তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি ভালোমানুষ সাজিয়াছি,
তোমাকে ভালোবাসা দেওয়ার জন্য আমি ভালো বাসা বানাইয়াছি।

( চার নম্বর হাস্যপরিহাসের জন্য।)

সকলের মঙ্গল হোক।

© Mohammed Abdulhaque

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেকে নিজের দোষ দেখেনা অন্যের দোষ ত্রুটি খুঁজে ফেরে। মতের অমিল হলে গালি দেয়।

১২ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আত্মদর্শী হতে চাই।

আপনার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

২| ১২ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৩৪

সোনাগাজী বলেছেন:


আপনার জীবন কাটছে ১টি আন্তর্জাতিক শহরে; আপনি সেখানে অনেক জাতির মানুষকে দেখছেন; কোন কোন জাতির জীবনযাত্রা আপনার পছন্দ হয়?

১২ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার প্রশ্ন আমার খুব ভালো লাগে এবং আমাকে ভাবতে বাধ্য করে।

জবাব হলো আমরা মানুষ। আমরা ভাব ধরতে ভালোবাসি। অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করতে পছন্দ করি। কেউ থেকে কেউ কম নয়। কার থেকে কে বেশি অহংকারী এই প্রতযোগিতা লেগেই থাকে। চাকচিক্য এবং পরশ্রীকাতরতা দৃশ্যমান। মানুষের মানসিক পরিস্থিতির উপর ভিত্তি করে তার স্বভাব এবং ব্যবহার বদলে।




৩| ১২ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



ব্লগে অনেকেই ব্লগারদের নাম উল্লেখ করে পোস্ট দিয়ে থাকেন, বিচিত্র কারণে আমার নাম সেখানে থাকে না। কারো সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই, ব্যক্তিগতভাবে পরিচিতি হবার সম্ভবনাও নেই। তারপরও মাঝে মাঝে কেউ কেউ অত্যন্ত সন্মানের সাথে আমার নাম ব্লগে স্মরণ করেন। একজন সন্মানিত ব্যক্তি আরেকজন সন্মানিত ব্যক্তিকে সন্মান দিতে জানেন।

আপনার প্রতি আমার কৃতজ্ঞতা রইলো।

১২ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্ত্রসিদ্ধ হতে হলে সিদ্ধপুরুষের সেবা করতে হয়।
আপনি সিদ্ধ পুরুষ।

৪| ১২ ই জুলাই, ২০২২ বিকাল ৫:০৬

কালো যাদুকর বলেছেন: এই ব্লগের কারণ কি?

আপনার লেখাতে বিচিত্রতা আছে। এই জন্যে পরলাম।

১২ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই পোস্টের কথা বলছেন নাকি? এই পোস্টে যা লিখেছি তা ব্লগিং এর ফল।

৫| ১২ ই জুলাই, ২০২২ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: মানুষে জীবনের সবচেয়ে বড় সম্পদ জ্ঞান। যারা জ্ঞানের চেয়ে ধর্ম কে বড় মনে করে তাঁরা বোকা।

১২ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি বোকাদের দলে।


যারা বিচিন্তা করে ওরা ধর্মচর্চা করতে বাধ্য হয়।

৬| ১২ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫৪

কামাল৮০ বলেছেন: আপনি উন্নত দেশে বাস করেন।এই জন্য আপনি মন মানষিকতায় উন্নত।

১২ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি বাস্তবিক এবং পরিশুদ্ধ। বাস্তবতা আমাদেরকে বিপর্যস্ত এবং বিপজ্জনক করে। আমি বাস্তবিক হওয়ার চেষ্টায় সচেষ্ট।

আপনার সার্বিক সফলতা কামান করি।

৭| ১২ ই জুলাই, ২০২২ রাত ৮:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার কাজের চাপ বেড়ে গেছে মনে হচ্ছে।

১২ ই জুলাই, ২০২২ রাত ১০:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, লেখার চাপে আছি!

দোয়া করবেন যেন সহজে শেষ করতে পারি।

৮| ১২ ই জুলাই, ২০২২ রাত ১০:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার কাছে ব্লগ মানেঃ
" নেই কাজ তাই
খই ভাজ"!

১২ ই জুলাই, ২০২২ রাত ১০:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার জন্য লেখার খোরাক। ব্লগিং করে আমি এতদূর এসেছি।

৯| ১৩ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৫১

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক,




ব্লগিং ভালোবাসেন কারন, ব্লগিং আপনাকে আত্মার খোরাক দেয়।
ছোট-বড়, কাজের-অকাজের, ভালো-মন্দের উথাল-পাথাল করা কথাগুলো প্রানখুলে এই ব্লগে বলা (লেখা) যায়।
আপনি একাই নন, সব মানুষই আসলে ভেতরে ভেতরে "নিঃসঙ্গ"। ব্লগখানি হলো সেই নিঃসঙ্গতার নির্ঝর!
হ্যাপী ব্লগিং ।

ঈদ পরবর্তী শুভেচ্ছা।

১৩ ই জুলাই, ২০২২ রাত ৮:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সার্বিক সফলতা কামনা করি।

১০| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ১১:৩১

খায়রুল আহসান বলেছেন: আপনার ব্লগিং ভালবাসার কারণগুলো জানলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।
বিভিন্ন প্রকৃতির নানা মানুষের বিভিন্ন রকমের অভিজ্ঞতার কথা জানতে পারছি এখানে ব্লগিং এর মাধ্যমে। কখনো কখনো তাদের সাথে নিজের অভিজ্ঞতার আলোকে একাত্মতাও অনুভব করি। অনেক চমৎকার আলোচনাও পড়ি মন্তব্য এবং প্রতিমন্তবের মাধ্যমে। এসব কারণেই এখানে ব্লগিং করতে ভালো লাগে। খারাপ লাগার মতও অনেক কিছু আছে, কিন্তু সেগুলো এড়িয়ে চলি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.