নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

ধর্মবিশ্বাস

১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২০



মৃত্যু এবং ধর্ম থেকে মানুষ দূরে থাকতে চায়। ধর্ম হলো আয়না। মানুষ আত্মদর্শন করতে চায় না। অন্যের সকল দোষ পরখ করে খুঁটিয়ে দেখে, নিজেকে নির্দোষ ভাবে। অন্যের খাটের পায়া ভেঙে সীমানা নির্দেশ করার জন্য খুঁটি গাড়ে। মানুষ দুনিয়ার সকল স্বস্তি চায় কিন্তু স্বাস্তিপাঠ করতে চায় না। আশাতিরিক্ত সাফল্যের জন্য মানুষ বুঝেশুঝে অন্যের অনিষ্ট করে। ধর্মকে হাতিয়ার বানিয়ে সম্পদ হাতিয়ে নিতে চায়, কিন্তু ধর্মচর্চা করতে চায় না। মানুষ স্বস্তির সাথে যোগাসনে বসতে পারে না। ষড়রিপুরা মানুষকে কামড়ায়। মানুষ ভুলে যায়, ধর্মকর্মে আত্মোন্নতি হয়, ধর্মবিশ্বাসে মানুষ বিশ্বস্ত হয়, আশীর্বাদে বিবাদ অপবাদ দূর হয়। অন্যের হিতসাধনে মানুষ অবিশুদ্ধ হয়। মঙ্গলকর্মারম্ভে মঙ্গলকথন না করলে অমঙ্গল হয়। তিক্ত সত্য হলো, ধর্মবিশ্বাস এবং ধার্মিক শব্দ এখন তৃপ্তিসাধনের জন্য ব্যবহৃত হয়।

© Mohammed Abdulhaque
author and publisher

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩২

অক্পটে বলেছেন: সুন্দর কথামালা। সত্যকথন।

১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২| ১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২০

মামুinসামু বলেছেন: ধর্ম মানুষকে পাপ থেকে দূরে রাখতে চায়। আমরা চাই পাপ করতে, পাপ করতে ভাল লাগে। সব খারাপ কাজ করতে মজা লাগে (একেক জনের কাছে একেকটা মজা)। তাই ধর্ম থেকেই দূরে থাকতে চাই। এমনকি ধর্মে যা পাপ হিসাবে বলা হয়েছে সেটাও অস্বীকার করি।

১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আপনি ঠিক বলেছেন।

৩| ১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চিরন্তন সত্য কথা।

১৩ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৪| ১৩ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসীদের কাছে ধর্ম হচ্ছে শ্রদ্ধা মায়া মমতা ভালোবাসা স্বীকারোক্তি ও আত্মসমর্পন। আপনি ভাবুক মানুষ, আপনার কাছে একটি লেখা চাইছি “নিজের কাছে নিজের স্বীকারোক্তি ও আত্মসমর্পন, স্রষ্টার কাছে নিজের স্বীকারোক্তি ও আত্মসমর্পন, শেষ বিচারের দিনের জন্য স্বীকারোক্তি ও আত্মসমর্পন। - সম্ভব হলে এই বিষয়ে কিছু লিখবেন।

আমি জমিসংক্রান্ত বেশ কিছু ঝামেলাতে ছিলাম, আপাতঃ ঝামেলামুক্ত হয়েছি। বেশ কিছুদিন অনুপস্থিত ছিলেন, আপনি কেমন আছেন?

১৩ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঝামেলামুক্ত হতে পেরেছেন জেনে সত্যি খুব খুশি হয়েছি। মরে মাটিতে মিশবে জেনেও আমি মারামারির ভয়ে দেশ এবং আপনজনের কাছ থেকে দূরে আছি।

আমি লেখালেখি নিয়ে খুব বেশি ঝামেলায় আছি। সকল বই রিরাইট করতে হচ্ছে। সময় পাই না। তবে খুশির খবর হলো আমার বড় মেয়ে এখন আমার পাশে বাসা পেয়েছে যা প্রায় স্বপ্নের মত।

আপনি যা পড়তে চাইছেন তা খুব কঠিন হওয়ার কারণ সকল বিষয়তো আর লেখা যাবে না।

সোজা কথা হলো আমি পাপিষ্ঠ। আমি বুঝেশুঝে নিজের ক্ষতি করি। আত্মিয়স্বজন থেকে দূরে থাকি। লেখালেখি করে সময় নষ্ট করছি। কাজ করতে পারি না। আমার ভুলের কারণ আমার স্ত্রী সন্তান কষ্টভোগ করছে। সার কথা হলো আমি হলাম ভেকধারী।

আশা করি কিছু বিশ্লেষণ করতে পেরেছি।

৫| ১৩ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৩

কামাল৮০ বলেছেন: একেবারে সত্য কথা বলেছেন।প্রতিটা ধর্মের ভাবনা আমিই সত্য,বাকি সব ভুয়া।

১৩ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সকল ধর্মের স্রষ্টা এক। সমস্যা হলো এই সত্য মানলে মারামারি শেষ হয়ে যাবে।

মানুষ মারামারি কামড়াকামড়ি না করে বসতে পারে না। ঠায় বসলে হাতে পায়ে কামড়ায়।

৬| ১৩ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



খুবই ভালো বিশ্লেষণ করেছেন। সকল ধর্মের স্রষ্টা এক। সমস্যা হলো এই সত্য মানলে মারামারি কাটাকাটি শেষ হয়ে যাবে। আমার আজকে একটি পোস্ট আছে “ওয়ান ওয়ে জার্নি”, আশা করি পড়ে দেখবেন। মনে হয় আপনার ভালো লাগবে।


১৩ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পড়ে মন্তব্য করব।

৭| ১৩ ই আগস্ট, ২০২২ রাত ৯:০১

ইমরোজ৭৫ বলেছেন: আহারে...। মানুষের কত কষ্ট।

১৩ ই আগস্ট, ২০২২ রাত ৯:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আক্ষেপের জন্য ধন্যবাদ।

৮| ১৩ ই আগস্ট, ২০২২ রাত ১০:২৮

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক,




পোস্টের সব সত্য কথনের মতোই একটি প্রতিমন্তব্যে্ও সত্যটাই বলেছেন - মানুষ মারামারি কামড়াকামড়ি না করে বসতে পারে না। ঠায় বসলে হাতে পায়ে কামড়ায়।

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কেমন আছেন?

৯| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ১২:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: লেখা খুব সুন্দর হয়েছে।

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

১০| ১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মানুষ আত্নকেন্দ্রীক হলে যা হয়।

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: স্বার্থান্ধ!

১১| ১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৭

মৌফড়িং বলেছেন: মানুষ চাইলেও ধর্ম থেকে দূরে থাকতে পারেনা। কোনো না কোন ভাবে ধর্মের অনুসরণ করবেই।

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঠিক।

আপনার নিকে গূঢ়তত্ত্ব আছে।

১২| ২৪ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৪১

খায়রুল আহসান বলেছেন: পোস্টের ষষ্ঠ লাইনে আপনি বলেছেনঃ "অন্যের হিতসাধনে মানুষ অবিশুদ্ধ হয়" - কিন্তু কিভাবে? কথাটা কি 'অবিশুদ্ধ' হবে, নাকি 'বিশুদ্ধ'?

১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি ঠিক ধরেছেন ভাইজান, ওটা আসলে পরিশুদ্ধ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.