নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

শখের কাজ

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০২



কবিতা হলো শখের কাজ,
পেশা বানাতে চাইলে সর্বনাশ হয়,
মাথা নষ্টের মন্ত্র নামে কবিতারা এখন স্বাধীন,
বাতাসে ভেসে গুনগুন করে গান গায়,
কাব্যালংকারে অলংকৃতি হওয়ার জন্য বায়না ধরে।
কবিদের হাবভাব আমি বুঝি না,
আজগুবি কাজ করে বলে, আজ কবিতা লিখব।
ছন্দোদোষে দোষিত কিবতা লিখে কবিরা সফল হচ্ছে,
তবে বেশির ভাগ অভাগা, ওরা পাতে ভাত পায় না,
কবি হতে হলে প্রশান্ত হতে হয়, কবিদের পেট পিঠ নেই।
দুঃখকষ্টে ক্লিষ্ট হলে মন অতিষ্ট হয়,
সৎকর্মে স্বর্গ মিলে, অসৎরা নরকে যাবে,
কল্পনার কল্পনায় কাল্পনিক সব কল্পনা,
আঁধারের গল্প শুনলে ভয়ে কলিজা কাঁপে,
আজকাল জান ডাকলে জানরা ধমকায়।
দৃষ্টিসীমায় অনন্তাকাশে মেঘ, পরিবেশ খুব সুন্দর,
জংলায় সোনার হরিণ থাকে,
চাইলে দৌড়ে ধরা যায় না, বুঝেশুঝে পাপমোচন করা যায়,
বললেই শাপমোচন না হওয়ার কারণ মানুষের মনে দাগা লাগে।
© Mohammed Abdulhaque

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৮

কামাল১৮ বলেছেন: মাঝে মাঝে কোথায় ডুব দেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি উপন্যাস লেখি তা নিশ্চয় জানেন?

উপন্যাস লেখা কত কঠিন আগে জানলে মনোযোগ দিয়ে কাজ করতাম এবং আমি এখন কম হলেও কয়েক শো কোটি টাকার মালিক হতাম। (মজা করছি না)

না জানার দরুন, লেখালেখি করে বিপকে পড়েছি। রিরাইটিং করতে করতে আমার জানের কাম শেষ!

বুড়ো বয়সে কাজ করতে হচ্ছে। মানে এখন কাজ আর কাজ।
দুঃখের বিষয় হলো উপন্যা এখন আর তেমন কেউ পড়ে না।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২০

জগতারন বলেছেন:
অনেক দিন পরে আপনাকে ব্লগে দেখে আমার খুব ভালো লাগছে।
এবার আশা করা যাক; আপনি আবার ব্লগে নিয়মিত হবেন।

কবিতায় মনের অন্তঃস্থলের কথা বেড়িয়ে এসেছে, লাইক দিলাম।
ভালো ছিলেন, ও ভালো থাকবেন প্রার্থনা করি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ব্লগে আসতে চাইলেও সময়ে কুলাতে পারি না। উপন্যাসে এক কাজ করে শেষ করা যায় না।

আপনার সার্বিক সফলতা কামনা করি।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১০

গেঁয়ো ভূত বলেছেন: জংলায় সোনার হরিণ থাকে,
চাইলে দৌড়ে ধরা যায় না, বুঝেশুঝে পাপমোচন করা যায়,
বললেই শাপমোচন না হওয়ার কারণ মানুষের মনে দাগা লাগে।

সত্যিই অসাধারণ!

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: কবিতা হলো বিলাসিতা।
কবিতা হলো মনের আবেগ।
কবিতা হলো- না পাওয়ার আবেগ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কয়েক হাজার লিখেছিলাম, হাতে লেখা ডায়েরির দিকে তাকালে আমার গায়ে কাঁটা দেয়।

ছাওয়ালকালে বিলাসী ছিলাম।
আবেগের গলায় দা লাগিয়ে এখন কথাপ্রবন্ধ লেখি।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৪

কামাল১৮ বলেছেন: উপন্যাস কে শর্টকাট করে ছোট গল্প বানিয়ে ফেলুন ।এখন ছোট গল্পের যোগ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার জন্য এখন বেশি দেরি হয়েছে।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২৪

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লিখেছেন । ভালো লাগলো পড়তে

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কেমন আছেন?

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫২

গেঁয়ো ভূত বলেছেন: কবি হতে হলে প্রশান্ত হতে হয়, কবিদের পেট পিঠ নেই।

আজকাল তো পেট ওয়ালা কবিই বেশি, পেট ওয়ালারাই সেরা।

৮| ০৩ রা জুলাই, ২০২৩ রাত ১০:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনাকে বেশ কিছুদিন যাবত ব্লগে দেখি না। কারোও সাথে আমার ব্যক্তিগত যোগযোগও নেই যে, জানবো কে কেমন কোথায় আছেন? আমার মন্তব্য আপনার চোখে পড়লে অবশ্যই লগইন হয়ে মন্তব্য করে আপনার কুশরাদি জানাবেন।



৯| ০৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৮

খায়রুল আহসান বলেছেন: প্রথম দুটো লাইন দুর্দান্ত হয়েছে, এবং সত্য বটে!
শখের কাজ হিসেবেই কবিতা শুরু হয়, পরে সেটাই কবিকে ধ্যানমগ্ন করে রাখে। মনের ভেতরে এমন ঢাক ঢোল পেটাতে থাকে যে সেটা না উগড়ানো পর্যন্ত কবির নিস্তার নেই।
"কল্পনার কল্পনায় কাল্পনিক সব কল্পনা" -- কথাগুলো খুব সুন্দর! + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.