![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের মধ্যে যারা স্বাধারণ মানুষ, স্বাধারণ জনগন ! আমার বিবেচনায় তারাই প্রকৃত পক্ষে অসাধারণ। তাদের শ্রমে-ঘামের নিত্য লড়াইয়ে তিল তিল করে এই দেশ সমৃদ্ধ হয়ে উঠেছে । এবং এখনো পর্যন্ত যারা হাজার প্রতিকুলতা ঠেলে বেঁচে থকার সংগ্রামে লড়াই করে নিজেরা এগিয়ে যাচ্ছেন ! সাথে সাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ! তারাই প্রকৃত দেশ প্রেমিক । বুদ্ধিজীবী , রাজনীতিবিদ আর আমলাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তৈরী হচ্ছে প্রতিনিয়ত... ঘটনে কিংবা অঘটনে ।
আমদের রাজনীতিবিদরা কি পারেন না ? এই সাধারণের মত অ-সাধারণ হয়ে উঠতে ! তা হলে আমরা ও বাঁচি আর দেশটাও বাঁচে !!!
©somewhere in net ltd.