![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিরে ফিরে এসো
ধবল মেঘের দেশে
ফিরে ফিরে এসো উদাস পথে
ময়না শালিক বেশে ।
ফিরে ফিরে এসো
জোয়ার জলের স্নানে
ফিরে ফিরে এসো মাতাল করা
শুভ্র ফুলের ঘ্রানে ।
ফিরে ফিরে এসো
স্বপ্ন মগন রাতে
ফিরে ফিরে এসো জোৎছনা মেখে
হাত রেখে এই হাতে ।
ফিরে ফিরে এনো
বোশেখ ঝড়ের ক্ষণ
ফিরে ফিরে এনো পাগলাটে ঐ
পাগল পাগল মন ।
©somewhere in net ltd.