নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর

আমি সত্য জানতে চাই

কোবিদ

আমি লেখালেখি করি

কোবিদ › বিস্তারিত পোস্টঃ

ভয়াল ১২ই নভেম্বর আজঃ ১৯৭০ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড় গোর্কির আঘাতে বাংলাদেশের দক্ষিনাঞ্চল পরিণত হয় মৃত্যুপরীতে

১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০২


ভয়াল ১২ই নভেম্বর আজ। ১৯৭০ সালের ১২ নভেম্বর বৃহস্পতিবার রাতে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, বরগুনা ও ভোলাসহ দেশের বিস্তীর্ণ উপকূলীয় এলাকার ওপর দিয়ে বয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় গোর্কি। গোর্কির আঘাতে বিরাণ ভূমিতে পরিণত হয়েছিল বাংলাদেশের দক্ষিনাঞ্চল। দেড়শ’ মাইল বেগের গতিসম্পন্ন ঘূর্ণিঝড় ও ২০ থেকে ৩০ ফুট উঁচু জলোচ্ছ্বাসে গোটা উপকূলীয় এলাকা মৃতপুরীতে পরিণত হয়।

এতে মারা যায় অন্তত দশ লাখ নারী-পুরুষ, শিশু-কিশোর। নিখোঁজ এবং আহত হয় আরও কয়েক লাখ মানুষ। লাখ লাখ গবাদিপশু ও ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে যায়। গাছপালা ও ফসলের ক্ষতি হয় ব্যাপক। বহু চর, দ্বীপ ও গ্রাম একেবারে জনশূন্য হয়ে পড়ে। ঘূর্ণিঝড়ের পর যত্রতত্র গড়ে ওঠে লাশের স্তূপ। চারদিকে শুধু লাশ আর লাশ। একদিকে স্বজনহারা মানুষের কান্না। তার ওপরে তীব্র শীত এবং খাদ্য সঙ্কট বেঁচে থাকা অবশিষ্ট মানুষদের জীবনকে দুর্বিষহ করে তোলে।

ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় বহু মানুষ খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়। সেদিন কাল রাতে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এমন করুণ দৃশ্যের বর্ণনাও শুনেছেন যে, মা নিজে বাঁচতে গিয়ে তার কোলের সন্তানকে ছেড়ে দিয়েছে সামুদ্রিক জোয়ারের স্রোতে। সন্তান ছেড়ে দিয়েছে তার বাবা-মাকে। স্বামী তার স্ত্রীকে। আশ্রয়কেন্দ্রের অভাবে মানুষ জীবন বাঁচিয়েছে গাছের ডালে চড়ে। দিনের পর দিন মানুষ কলার থোড় কিংবা গাছের পাতা খেয়ে জীবনধারণ করেছে। বিশেষ করে যোগাযোগ বিচ্ছিন্ন দূরবর্তী চরদ্বীপগুলোর বেঁচে থাকা প্রতিটি মানুষ দিন কাটিয়েছে অনাহারে।

এমনকি নদী-পুকুরের পানিও তারা খেতে পারেনি। কারণ সর্বত্র ছিল শুধু মানুষ আর গবাদি পশুর লাশ আর লাশ। এছাড়া ঘূর্ণিঝড় পরবর্তী দীর্ঘ ১৫-২০ দিনেও কোথাও পৌঁছেনি কোন ধরনের ত্রাণ। ফলে বেঁচে থাকা মানুষগুলো সময় কাটিয়েছে এক নিদারুণ যন্ত্রণায়। যদিও আজকের প্রেক্ষাপটে বিষয়টি অনেকটা অবাস্তব মনে হতে পারে। বিশেষ করে বর্তমান প্রজন্মের কাছে গোটা বিষয়টি অবিশ্বাস্য মনে হবে।

সে সময় আজকের মতো প্রযুক্তি এতটা উন্নত ছিল না। এছাড়া অবকাঠামোগত যোগাযোগ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছিল। যে কারণে প্রলয়ঙ্করী এ ঘূর্ণিঝড়ের পুরো খবর ঢাকায় পৌঁছতে সময় লাগে প্রায় এক সপ্তাহ। সামুদ্রিক জলোচ্ছ্বাসে বহু মানুষ সাগরে ভেসে গিয়েছিল। এরপরও যারা বেঁচে গিয়েছিল তারাও বৈরী প্রকৃতিকে মোকাবেলা করছে।

এ সব মানুষ জীবিত অবস্থায় দিনের পর দিন সাগরে ভেসে বেড়িয়েছে। বানের পানিতে ভেসে যাওয়া ঘরবাড়ির কাঠ কিংবা মৃত গবাদিপশুর পিঠের ওপর চড়ে মানুষ তীরে ফেরার জন্য আকাশ পানে তাকিয়ে সময় কাটিয়েছে। প্রায় ৪ যুগ পরেও সেই দুঃসহ স্মৃতি নিয়ে অরক্ষিত চরে এখনো বাস করছে লাখো মানুষ। প্রাকৃতিক দূর্যেগে এসব চরের বাসিন্দাদের ঠাঁই নেয়ার জন্য এখনো গড়ে ওঠেনি পর্যাপ্ত বেড়িবাধ, ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র।

১২ নভেম্বরের প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাসের ধ্বংশলীলা নিঃসন্দেহে দুঃখের স্মৃতি হয়ে চির স্মরণীয় হয়ে আছে এবং থাকবে স্বজন হারা মানুষ সহ বিশ্ববাসীর কাছে।

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল পোস্ট, এ প্রজন্মের জানা দরকার।

২| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৪

মাটি আমার মা বলেছেন: আমার ফুফাতো ভাই ভেসে গিয়ে ছিল, ১২ বছর পর, ওর ২০ বছর বয়সে ফিরে এসেছিল।

৩| ১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

নিমচাঁদ বলেছেন: কোবিদ ভাই , রিলেটিভ তারিখের ছবি ব্যবহার করলে মনে হয় ভালো হতো । আপনি অনেক পরের ঝড়ের কিছু ছবি ব্যবহার করেছেন , সেগুলো বিষয়ের সাথে যায় না ।

http://rumiahmed.wordpress.com/2007/11/19/bangladesh-16-year-apart/

৪| ১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

নিমচাঁদ বলেছেন:

৫| ১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১২

নিমচাঁদ বলেছেন:

৬| ১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো পোস্ট @কোবিদ ভাই । আমরা যেন এই ইতিহাস না ভুলে যাই ।

৭| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২৮

কলমের কালি শেষ বলেছেন: দারুন ইতিহাস তুলে ধরেছেন ।

৮| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৩

আবু শাকিল বলেছেন: ছবি গুলা কি ৭০ সালে ঘটে যাওয়া ঘূর্ণিঝড়ের?

৯| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৭

করিম বস বলেছেন: সবই ঠিক আছে, কিন্তু তখন পাকিস্তান সরকার অবহেলার কারণে এতো মানুষ লাশ হতে হয়েছে! এই পয়েন্ট টা তুলে ধরা উচিত ছিল

১০| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৩

মুহিব জিহাদ বলেছেন: অজানাকে জেনে নিলাম, তবে নিমচাঁদ ভাই এর পিকগুল ও দৃষ্টিতে নেয়া উচিৎ :)

১১| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৮

মনোপোল বলেছেন: আমার মামা হারিয়ে গেছে, তার জন্য আমরা আজো অপেক্ষায় রত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.