| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Shaiful islam majumder
আমি সাইফুল ইসলাম মজুমদার। গ্রামের বাড়ি ফেনী। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছি যন্ত্রকৌশল বিভাগে। অার বেশী কিচু বলার নাই অাপাতত।
১৫০২- প্রেমচরণ
সাইফুল ইসলাম মজুমদার
তোমার পানে চেয়ে আছি,
ওগো তুমি ললনা।
তুমি যে প্রানেরও পায়রা মোর,
তুমি রুপের ঝর্ণা।।
ওগো তুমি কোন ঘরবাসিনী,
তোমার ঠিকানা, আমারে বলনা।
যখন তুমি চেয়ে থাক দূর দিগন্তে,
তোমার আঁখির আলোয় আমার
হৃদয় হয় আলোকিত।
ও ও ও তোমার দোল দোল কেশেরও মায়ায়,
আমি হই পুলকিত।।
সকাল সন্ধায়, আঁধার নিলীমায়
আমার আঁখি ডোরে তোমার বদন বুঝি হাসে,
আজি বুঝেছি আমি আমার মন বুজি,
আমার অঘোচরে তোমাকে ভালবাসে!!!
২২/০২/২০১৫
উৎসর্গ- মোসাম্মৎ সানজিদা
©somewhere in net ltd.