| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Shaiful islam majumder
আমি সাইফুল ইসলাম মজুমদার। গ্রামের বাড়ি ফেনী। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছি যন্ত্রকৌশল বিভাগে। অার বেশী কিচু বলার নাই অাপাতত।
অনিশ্চিৎ জিবনযাত্রায় আজ আমি যে বড় একা!! অন্ধকার রজনীতে
অচেনা পথে
আমি একলা পথিক।
পথের নির্মমতায়,
কিংবা উশৃঙ্খল পাথরের শ্রীহীন আঘাতে
পড়ে যাই কখনোবা,
হয়তো কখনো চলে যেতে ছাই পথের বাইরে । কিন্তু কেউ একটু মায়া করেনা।
এখানে যে আপন কেউ নাই!!
ঘুটঘুটে নিলিমায় আমি একলা
চলেছি আলোর আশায়।
আমি ঠিকানাহীন এক মুসাফির।
রিক্তহস্ত এক ভবফকির।
নিজেই নিজের জন্য নির্ধারণ করছি নব নব দিক। আমি এক দুরন্ত পথিক!!!
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৮
Shaiful islam majumder বলেছেন: অনবদ্য