নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুরন্ত পথিক

Shaiful islam majumder

আমি সাইফুল ইসলাম মজুমদার। গ্রামের বাড়ি ফেনী। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছি যন্ত্রকৌশল বিভাগে। অার বেশী কিচু বলার নাই অাপাতত।

Shaiful islam majumder › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞান সম্পর্কিত ব্লগ খুজছি

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

জনাব,
অামি নিরেট বিজ্ঞান সম্পর্কিত ব্লগ খুজছি
অামি বিভিন্ন বিজ্ঞান বিষয় নিয়ে লিখবো এমন একটা ওপেন প্লাটফর্ম চাই। যেখানে সমস্ত বিশ্বের সকল প্রযুক্তি /বিজ্ঞান প্রেমীরা থাকবে। কমেন্ট কিংবা অালোচনায় অংশগ্রহন করবে। কারো যদি এমন কোন ব্লগ কিংবা সোস্যাল সাইট সম্পর্কে জানা থাকে প্লিজ জানান।
এবং ব্যক্তিগত অার্টিকেল সংরক্ষন করার জন্য কিংবা শেয়ার করার জন্য ব্লগার ভাল হবে নাকি ওয়ার্ডপ্রেশ?
কেউ যদি দয়াকরে জানাতেন খুবই উপকার হবে।।
ধন্যবাদ।।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

পবন সরকার বলেছেন: ধন্যবাদ

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

বিজন রয় বলেছেন: ইংরেজী না বাংলা?

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

Shaiful islam majumder বলেছেন: ইংরেজী। মানে ওয়ার্লড ওয়াইড

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

সাহসী সন্তান বলেছেন: জনাব, আপনি এখানেই আপনার বিজ্ঞান সম্পর্কিত যে কোন লেখাই লিখতে পারেন! যদিও বিজ্ঞান নিয়ে আমাদের সকলেরই ধারনা খুবই কম, তবুও আলোচনা চালাই নেওয়ার মত অতটা মূর্খ/নির্বোধ আমরা নই। তাছাড়া নতুন কোন বিষয় সম্পর্কে যদি লিখতে চান, তাহলে সেটা শেখার বা জানার কৌতুহল থেকে দয়া করে আমাদেরকে বঞ্চিত করবেন না!

ধন্যবাদ চমৎকার পোস্টের জন্য! :P শুভ কামনা রইলো!

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১০

Shaiful islam majumder বলেছেন: সম্পূর্ন ইংরেজী। মানে ইন্টারন্যশনাল।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

Shaiful islam majumder বলেছেন: অাসলে অামার ক্ষেত্র টা রোবটিক্স এবং পদার্থ। অাপনারা তো অবশ্যই জানবেন ভাই। অামরা তো অামরা ই
বাট নিরেট ব্লগ খুজছি কারন,কিচু জানা না জানা বিষয় ওই ধরনের গ্রুপ হতে সাহাজ্য পাওয়ার অাশা করছি অারকি।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

Shaiful islam majumder বলেছেন: সাহসি সন্তান,সাহেব। অামি বলছি শুধুই বিজ্ঞান বিষয়ে। এবং মেইনলি ফিজিক্স বেজড। ইংরেজী মাধ্যম। ওয়ার্লডওয়াইড। এবং,ব্লগার ও ওয়ার্ডপ্রেস এর মাঋে কোনটা বেশী নিরাপদ অামার পোষ সংরক্ষন এবং পপ্রকাশের জন্য?

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

বিজন রয় বলেছেন: গুগল সার্চ দেন তাড়াতাড়ি। হাজারটা পাবেন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

Shaiful islam majumder বলেছেন: ভাই হাজারটা নয় , একটা দরকার। অনেকগুলা অাসে বাট, পরিচিত ১ টা দরকার তো। অার ওয়ার্ডপ্রেস কেমন হবে অার্টিকেল এর জন্য?

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

সাহসী সন্তান বলেছেন: আপনি চাইলে গুগলে নিজের নামে একটা আলাদা সাইট খুলতে পারেন! যেমন সামুর মেজরিটি পার্সেন্ট ব্লগারেরই আছে! তারপরে আপনার লেখাগুলোর ব্যাক আপ সবই সেখানে সংরক্ষন করলেই তো হয়ে যায়?

তবে যদি শুধুই ইংরেজিতে লিখতে চান তাহলে সামুতে না লেখাই আপনার জন্য ভাল হবে। কেননা সামুতে ইংরেজি পোস্টের পাঠক সংখ্যা খুবই হাতে গোনা। তাছাড়া একটা বাংলা প্লার্টফর্মে ইংরেজি পোস্টকেও খুব একটা ভাল চোখে দেখা হয় না।

যদি ইংরেজি প্লার্টফর্ম সম্পর্কে আমার ধারনা সীমিত, তবে আপনি ইংরেজিতে বিডি নিউজ লিখে সার্চ করে দেখতে পারেন। তাছাড়া গুগলে এ বিষয়ে জানতে চেয়ে আপনার মূল চাওয়াটা নিশ্চই পূর্ণ হবে!

এনি ওয়ে, তবে বাংলা লিখতে সমস্যা কোথায়? আপনি ইংরেজিতে আর্টিকেল তৈরি করে বাংলা অনুবাদ করে তো এখানে পোস্ট করতে পারেন! আমরা টুকটাক লেখকরা যেভাবে লিখি আরকি!

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০০

Shaiful islam majumder বলেছেন: জ্বি,অবশ্যই এখানে পোষ্ট করবো ভাইয়া। অাপনার পরামর্শের জন্য ধন্যবাদ।।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

একটি পেন্সিল বলেছেন: http://www.bigganblog.org

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

বিজন রয় বলেছেন: আপনি জাটল লোক।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:




www.ScienceForLilliputins.com

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৬

Shaiful islam majumder বলেছেন: Thanks a lot

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:


যার সায়েন্সে ধারণা আছে, উনি জানেন কোথায় কোন ব্লগ আছে!

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩০

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: PHP/HTML জানেন? উত্তর "না" হলে "ব্লগার" ব্যবহার করুন। সেইফ অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৬

Shaiful islam majumder বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৯

মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: আমি কিছুই করতে পারলাম না। :((
++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.