| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে হরি হরণ করে
সুজন শান্তনু
----------------------
যত্ন করে দুঃখ দিয়ো
সোহাগ করে কষ্ট,
পারলে একটু মিষ্টি নুনে
ঘা করিয়ো পষ্ট।
মনে করে ভুলে যেয়ো
আদর করে চইলা ,
পারলে একটু ফুল-আগুনে
ঘি ঢালিয়ো বইলা।
দরদ করে দৈন্য কোরো
ভালোবেসে ধ্বংস,
পারলে একটু হাসিমুখে
সুখ হরিয়ো- কংস!
তোমার মত কে পারে আর
দিতে ব্যথা শুদ্ধ?
বিলাস করে ঘেন্না কোরো
সন্ধি করে যুদ্ধ।

২|
০৭ ই জুন, ২০১৬ রাত ২:২৭
কবি সুজন শান্তনু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৬ রাত ১১:১৯
ফরিদ আহমাদ বলেছেন: আঞ্চলিক শব্দে চমৎকার।