| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভুতবিক্রি
সুজন শান্তনু
*******************
উদোম গায়ে কুদোম গাঁয়ের খোকা
‘নন্দী মেলায়’ যেতে পথে খেলো ভুতের টোকা।
চালাক খোকা ভয় না পেয়ে বলল আমি ভুত,
ভুতের সাথে সখ্য হলো কারণ কী অদ্ভুত!
মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে ‘কদমতলী গাঁ’
মেলার পথে বেলার কিরণ করছিল খাঁ খাঁ।
ছায়াহীনে ভুতটা এবার ধরল মেষের বেশ
মেলার হাটে খরিদ্দারের পেলো সে উদ্দেশ;
উদোম গায়ে কুদোম গাঁয়ের খোকা
ভুত বেচে সে পয়সা পেলো ভুত হলো ফের বোকা।
২|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৭
কবি সুজন শান্তনু বলেছেন: অনেক ধন্যবাদ, প্রিয়
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০১
বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ চমৎকার লিখেছেন। ভাল লাগল। ধন্যবাদ।