নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কদমা

কদমা › বিস্তারিত পোস্টঃ

An unsung song 1

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

এই ছবির মাঝখানে যেই সুদর্শন যুবকটিকে দেখতে পাচ্ছেন তাঁর নাম আজাদ। তিনি অত্যন্ত ধনী পরিবারের সন্তান ছিলেন। তিনি মার্কেটে গিয়ে তখনকার দিনে এক ধাক্কায় ১০০০ টাকায় এলভিস প্রিসলির রেকর্ড কিনে আনতেন গান শোনার জন্য। তিনি শাফি ইমাম রুমীদের সাথেই ক্র্যাক প্লাটুনের অংশ হিসেবে মুক্তিযুদ্ধ করেন। পরে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আজাদ ধরা পড়ে। এবং তাঁকে বলা হয়, সে যদি অন্য মুক্তিযোদ্ধাদের নাম এবং অবস্থান বলে দেয়, তাহলে তাঁকে ছেড়ে দেওয়া হবে। আজাদের মা আজাদকে বলেন যত অত্যাচারই করুক না কেন বাবা কারও নাম বলিস না। মা কয়েকদিন পর আজাদের জন্য জেলে ভাত নিয়ে যান কারণ আজাদ ভাত খেতে চেয়ে ছিলো। সেই ভাত আর আজাদের খাওয়া হয়নি। আজাদ কে আর খুঁজে পাওয়া যায়নি। দেশ স্বাধীন হওয়ার পর ১৫ বছর বেঁচে ছিলেন আজাদের মা। ওই ১৫ বছর আজাদের মা একবারে জন্যও ভাত খাননি। কখনো খাটে ঘুমাননি কারণ আজাদ বন্দি অবস্থায় মেঝেতে ঘুমাত।



সবাইকে ছবিটি শেয়ার অথবা বন্ধুদেরকে ছবিটি ট্যাগ করে দেওয়া জন্য অনুরোধ করছি। কারণ নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না। তাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে। আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই রকম লাখ লাখ আজাদ এবং আজাদের মায়ের মত মা থাকার কারণে।



{ সৌজন্যে : Click This Link }

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

ডাব্বা বলেছেন: I did. Thanks.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.