নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কদমা

কদমা › বিস্তারিত পোস্টঃ

লুঙ্গি পড়া রিকশাওয়ালারা কি আমাদের ঐতিহ্য নয় !?

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯

যেখানে মার্কিন রাষ্ট্রদুত লুঙ্গি পড়ে রিকশাচালক সেজে সপরিবারে ছবি তুলে তা সানন্দে মিডিয়ায় শো করছে (ছবিটা খুজে পেলাম না বলে দেখাতে পারলাম না),



সেখানে বাড়িধারাবাসি তাদের এলাকায় লুঙ্গি পড়ে রিকশাচালানো নিষিদ্ধ করেছে ।



১জন ভিন দেশি বুঝলেও আমাদের দেশের তথাকথিত নব্য অভিজাতরা এটা বোঝেনা যে, লুঙ্গি পড়া রিকশাচালকেরা আমাদের ১ ধরনের ঐতিহ্য হয়ে গেছে ; যেমন পান্তা ইলিশ আমাদের ঐতিহ্য ।



এছাড়া এই গরমে প্যান্ট-জাঙ্গিয়া পরে রিক্শা চালানো যে কত কষ্টকর সেটা তারা বোধ হয় অনুভবই করেন না । লুঙ্গির নিচের অংশটা খোলা হওয়ায় এটা আমাদের দেশের গরম প্রধান আবহাওয়ার জন্য উপযোগি ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪

অসীম দিগন্ত বলেছেন: সহমত। আমরা আমাদের ঐতিহ্য কি তাই জানিনা।

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৭

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: এই লুঙ্গিপরা লোকজন ব্রিটিশদের খেদাইছিল দেইখা আজকে বারিধারা বানাইতে পারছে, দামি গাড়ি চড়তে পারছে। নতুবা আজকে লুঙ্গি পইরা ফিরিঙ্গির কাচারির দুয়ারের সামনে বইসা থাকতে হইতো। এই লুঙ্গিপরা লোকজন লুঙ্গি কাছা মাইরা থ্রী নট থ্রী দিয়া দেশ স্বাধীন করছিল দেইখা আজকে ঐসব আমলা, ব্যাবসায়ীর দল বারিধায়ার অভিজাত এলাকা বানাইয়া লুঙ্গি নিষিদ্ধ করতে পারছে, নতুবা পাঞ্জাবীদের জুতার তলে থাকতো হইতো আর আজকে ইন্টার কন্টিনেন্টাল (শেরাটন)-এর দারোয়ানের চাকরী করতে হইতো, এত টাকা পয়সার মালিক হওয়া লাগতো না, বারিধারায় বাড়ীও বানানি লাগতো না। ইতিহাসেই লেখা আছে, পাচশো জুনিয়র পশ্চিম পাকিস্তানী আমলার বিপরীতে একজন বাঙ্গালী আমলা সুযোগ পাইতো, সিনিয়র আমলা হওয়া তো দুরের কথা। আছিলো তো সব রাস্তার ভিখারী, লুঙ্গিপরা চাষার দল দেশ স্বাধীন কইরা ভিখারীরে জাতে উঠাইছে, তাই আজকে লুঙ্গি নিষিদ্ধ। ফকিরের পুতের হঠাত টেকা পয়সা হইলে টেকার গরম সহ্য করতে পারে না। ফকির বাঙ্গালি হঠাত বারিধারা পাইয়া কি করবো বুঝতাছে না, নিজের অস্তিত্বরেই অস্বীকার করতাছে। দেখেনগা যাইয়া এইগুলার দাদায় লুঙ্গি পইরা ক্ষেতে কামলা দিছে, বাপে একটু পড়ালিখা শিখছিল, পুলারে সাহেব বানাইছে, পুলা এখন বারিধারার সাহেব হইয়া পাটক্ষেতের গন্ধ, গোয়ালঘরের গোবরের গন্ধ কোট টাইয়ের নীচে চাপা দিতে ব্যাস্ত হইয়া উঠছে।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০১

বোকামন বলেছেন: কী বলবো !
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি যথার্থ বলেছেন ....

৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

জানতে চায় বলেছেন: সহমত। :D

৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২২

পিচ্চি পোলা বলেছেন: আড়ে ভাই আপনা নামটা জোড়ে জোড়ে একটু উচ্চান কবেন? আপনা লেখা মধ্যে দাড়ুন জ্ঞানী মতো ভাব আছে। বাংলা ভাষা উপ আপনা দাড়ুন দখল দেখা আমা মাথা ঘিলু টেমপাড়েচা মাইনাসে নেমে গেছে :(

৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

মুহাই বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.