নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কদমা

কদমা › বিস্তারিত পোস্টঃ

ভিনধর্মিদের ধর্মিয় উতসবের দাওয়াত পেলেই কি বেশি ভালো লাগে !?

০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৭

আমার মনে হয় তাই । আজকে ফেসবুকের 'বেহেশতি সেমাই' আর 'আগে কি সুন্দর' এই স্ট্যাটাস ২ টো আর আমার কিছু স্মৃতি মনে করে সেটাই পেলাম ।



আমার কাছে পুজা, বুদ্ধ পুর্নিমা আর বড় দিনের দাওয়াত পেলে ঈদের দাওয়াতের চেয়ে বেশি খুশি লাগে, বেশি গুরুত্ববাহি মনে হয় । আর অন্যদের বলতেও খুব ভালো লাগে যে, অমুক আমাকে পুজা, বুদ্ধ পুর্নিমা অথবা বড় দিনের দাওয়াত দিয়েছে ।



আর জ্ঞান-বুদ্ধি হবার পরে এযাবত যতবার পুজা, বুদ্ধ পুর্নিমা আর বড় দিনের দাওয়াত পেয়েছি, আমার প্রায় সব গুলোর কথাই মনে আছে । কিন্তু কই ঈদের দাওয়াতগুলোর কথা তো সে ভাবে মনে পড়ে না ।



একই কথা নিশ্চই হিন্দু, বৌদ্ধ আর খৃস্টানদের ক্ষেত্রেও খাটে । তারাও ঈদের দাওয়াত পেলে নিশ্চই খুব খুশি হয় । আর সেই খুশিতেই তো দাওয়াতের তাতপর্য ।



আজ ঠিক করলাম, ভিনধর্মি স্বজনদের বেশি করে ঈদের দাওয়াত করবো ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৯

জেনারেশন সুপারস্টার বলেছেন: হুম আমিও ইফতারের দাওয়াতগুলো সবই মনে রেখেছি।এরবাইরে বড়দিনের দাওয়াতে গিয়েছিলাম একবার।খুশি হই খুব।দাওয়াত দিলেন কিভাবে?নাম-ঠিকানা তো কিছুই নাই /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.