![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অাপনি একজন যুক্তিবাদি মানুষ, একজন বাস্তববাদি মানুষ, কিন্তু আন্য মানুষের যুক্তি বা বাস্তবতা শুনার মত ধোর্য্য আপনার নেই, আপনি আপনার কথা বলেন, বলেই যান, মুখ দিয়ে ফেনা বের হয়ে যায়, তারপরও বলেই যান, আপনার কার যুক্তি শোনা বা বোঝার মত পরমসহিষ্ঞুতা নেই। অাপনি আসহিষ্ঞ, আপনি নিজের কাছে যুক্তিবাদি, কিন্তু আন্যদের কাছে বেয়াদপ, অাপনি জায়গা ত্যাগ করলে মানুষে শান্তি পাই, মনে মনে বাচালের বাচ্চা বলে গালি দেয়।
প্রত্যেক মানুষের নিজস্ব মতামত থাকতে পারে। সে মত অাপনার সাথে নাও মিলতে পারে, কিন্তু সেই মতামতকে আশ্রদ্ধা করা বা সেই মতামতকে কটুক্তি করার আধিকার অাপনাকে কে দিল?
অন্যের কথা আপনার তথাকথিত যুক্তিবাদি মনে না মিললে তা যুক্তি খন্ডন করে বুঝিয়ে দিন, এ হ্মমতা আপনার না থাকলে চুপ করে থাকুন, উচ্চব্যাক্যে কথা বলাটাই গৌরব নয়। এতে আপনার মান নীচুতে ধাবিত করে। অপমান করে কথা বলতে পারাটাই গৌরব না। এতে আপনার মান নিশ্চই বাড়ল না।
সন্মান হচ্ছে মানুষের বয়সের এবং ব্যবহারের সংমিশ্রন। অাপনি বয়সে বড় আপনাকে দেখে শিখব, আপনি হবেন অামাদের অনুকরনীক, উৎসাহ এবং প্রেয়না পাব আপনাকে দেখে, অাপনার নির্দেশিত পথেই তো হাঁটার কথা অমাদের, তাহলে কেন ভুল পথ দেখান আমাদেরকে?
মজা দেখেন? যেদিন অপনার রক্তের জোর স্তিমিত হয়ে আসবে, নুয়ে যাবে ভারন্তদেহ, সে দিন!!!!
সে দিন আপনার দূরাবস্তা দেখে আট্টহাসিতে প্রকম্পিত হবে দশ দিক। সেই প্রকম্পিত উচ্চশব্দে আপনি দিশেহারা হয়ে যাবেন।অাপনি ভয়ে লুকতে চাইবেন গহীন গর্তে। কারন আপনি একা। খারাপের সাথে শেষ পর্যন্ত কেউ থাকে না।
(বি:দ্র: কাউকে ব্যক্তিগত আক্রমনের উদ্দেশে লেখা নয়। গুছিয়ে লিখতে পারিনা, তাই অসংলগ্ন বাক্যবান।)
চলবে।।
©somewhere in net ltd.