নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের মানে খুজে নিয়ে বাচা উচিত।

মো: তাছলিমূল হক

মো: তাছলিমূল হক › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক ফিসিং ছিচকা চোরের নামান্তর।।।।

০২ রা মে, ২০১৫ রাত ১১:৩৩

পৃৃথিবী সৃষ্টির  থেকে সব মানুৃষেরই আয়ের প্রথম(বাবা-মা য়ের পকেট কেটে) এবং প্রধান(নিজ দায়িত্বে নিজের কাধেঁ নিবেন) উৎস হচ্ছে চুরি। চুরি করা মানুষের সহজাত প্রবৃত্তি! এ থেকে দুরে রাখার জন্যই মানুষ যুগে যুগে নানা আইন এবং বেড়াজাল সৃষ্টি করেছে। তবু এটা থেমে থাকেনি কেয়ামতের আগ পর্যন্ত থেমে থাকবেও না। চুরির শাস্থি বিভিন্ন ধর্মিয় আইন এবং স্থানিয় আইন আনুযায়ি সাধারনত নির্ধারিত হয়েছে। এই নিয়ে নানা বির্তকও অাছে যাক আমি সেই দিকে যাবনা।

আনেক হ্মোভ নিয়ে লেখাটা শুরূ করেছিলাম। ইচ্ছে ছিল চোরদের গুষ্টি আজ উদ্ধার করে দিব।

যে জন্য এ বিষয়ের আবতারনা: সম্প্রতি আমার ফেসবুক একাউন্ট ফিসিং হ্যকের কবলে পড়ে ২০১০সাল হতে সাজানো টাইম লাইন আজ মৃত্যপ্রায়। আমি নিজেও জানিনা এটা আর জিবন্ত হবে কি না। যদিও পাসওয়ার্ড আমার আয়াত্বে আনতে সহ্মম হয়েছি। আগের ব্লগে আমি আপনাদের সাহায্য প্রর্থনা করেছিলাম, কিন্তু সামু বিজ্ঞরা আশানুরুপ তেমন কেউ এগিয়ে আসেনি। আর ফেবু কর্তৃপহ্মর কথা বাদই দিলাম। শালাদেরকে ৮-১০বার রির্পোট দিয়েও নড়াতে পারেনি।

আচ্ছা আমার সাজানো একটা টাইম লাইন ধস্বং করে কে কি আনান্দ পেল তা জানিনা। কিন্তু আমারতো আনেক বড় হ্মতি হল। হ্যকিং করতে পারাটা খুব একটা বড়ত্ব কাজ বলে আমার মনে হয়না। হ্যাঁ যদি আপনি উইকপিড়িয়ার থেকে তথ্য চুরি করে আথবা আমেরিকার পররাষ্ট দপ্তরের নিরাপত্তা ভেঙ্গে দিতে পারেন তো আপনি মহান। সেলুট আপনার। ফেসবুকে প্রতারনা করে একজনের টাইম লাইন ক্রাস ছিচকা চোরের নামান্তর।

 এখানে কোন গৌরব নেই। ছিচকা চোরের শাস্থি তো আমাদের সকলেরই জানা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.