![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটো একটা গল্প বলি আপনাদের।
একটা বাচ্চা ছেলে প্রচন্ড রাগি, কোন কিছুর ব্যতয় ঘটলেই সে চিৎকার চেচামেচি করে রাগ প্রকাশ করে, তার বাবা এ নিয়ে চিন্তত, ছেলেকে ডেকে একদিন বলল বাবা তুমি যখন রেগে যাবে, বাড়ির পিছে একটা তক্তা রাখা আছে। এই তোমার হাতুড়ি আর পেরেক, ঐ তক্তাই যতবার রাগবে একটি করে পেরেক পুতবে, তাহলে দেখবা রাগ কমে গেছে!
পরদিন থেকে ছেলেটা যেই রাগে আর বাবার কথা মনে করে তক্তাতে পেরক ঠুঁকে। প্রথম প্রথম ৩০-৩৫ টা করে পেরেক পুতে। আস্তে আস্তে পেরেকের সংখ্যা কমে আসে, ছেলেটা তখন মনে করে পেরক পোতার চাইতে না রাগাটা সহজ। কিছু দিন বাদে তার আর পেরেক লাগে না, মানে এখন আর রাগ হয়না।
সে তার বাবাকে জানাল। বাবা বলল আচ্ছা তুমি যে দিন একবার ও আর রাগবেনা সে দিন একটি করে পেরেক তক্তা হতে উঠিয়ে ফেলবা।
সেদিন এল যে দিন সে সমস্ত পেরেক উঠাতে সহ্মম হল। এবার সে বাবাকে জানাল। বাবা তার সাথে করে বাগানে গেল, বলল তুমি তোমার কাজ সুন্দর ভাবে করতে পেরছ, কিন্তু তক্তা টা দেখ, আসংখ্য দাগ যেগুলো আর কখনও আগের আবস্তায় ফিরবে না।
রাগ হয়ত এক সময় থেমে যায়, কিন্তু যে হ্মত গুলো তৌরি করে তা কি আর আগের আবস্তায় আসে। তাই মানুষ হিসাবে রাগের হ্মেত্রে সর্তক থাকতে হবে, যেন তা হ্মত তৌরি করে।
©somewhere in net ltd.