![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দাঁড়িয়ে ছিলাম-
আমি দাঁড়িয়ে ছিলাম তোমার অপেক্ষায়।
নিস্তব্ধ সন্ধ্যা থেকে গভীর রাত অব্দি,
তোমার উষ্ণ শরীরের ওম
আমি স্বপ্নে দেখিনি-
পেয়েছিলাম শতাব্দির ক্যালেন্ডারের
কোন শ্রেষ্ঠ দিনে।
সেদিন বৃষ্টি ছিল কিনা মনে নেই,
তবু আমি সিক্ত ছিলাম
তোমার আর্দ্রতায়।
সেদিন চাঁদ ছিল কিনা মনে নেই,
তবু আমি ভেসেছিলাম
তোমার উপমায়।
তুমি ভালবাসি বলেছিলে,
বলেছিলে যেন জেগে থাকি,
যেন জেগে থাকি প্রতিটি ঘুমন্ত রাতে।
সেই থেকে আমি দাঁড়িয়ে ছিলাম তোমার অপেক্ষাতে।
©somewhere in net ltd.