![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা বেশি একটা বলিনা চুপচাপ থাকতে পছন্দ করি। সব সময় কল্পনা করি। কল্পনায় আমি সবসময় নিজের সাথে কথা বলি। আর সব সময় অন্যমনস্ক থাকি। আমার আশেপাশে কে কি করছে না করছে তার দিকে আমার তেমন খেয়াল থাকে না। অনেক সময় কাউকে খুজতে যেয়ে নিজেই হারিয়ে যাই। আর একটা কথা হলো আমার পথ মনে থাকে না তাই আমি একা হাটতে গেলে প্রায়শই পথ ভুল করি। পথে হাটাহাটি করার সময় কত জনের সাথে ধাক্কা খেয়েছি এ পর্যন্ত, তার হিসাব নেই। আমার সমস্ত জীবনটাকে কল্পনা মনে হয় কারণ সব কিছুই যাই ঘটে আমার সাথে তাই আমার কাছে কল্পনা মনে হয়। যদি কোন অঘটন ঘটে তাহলে ভাবি কল্পনা ভেঙ্গে গেলাই সব ঠিক হয়ে যাবে। আমার এই অসম্ভব রকম কল্পনাসক্ত দিনকে দিন বেড়েই চলছে।
আমি সিঙ্গেল নই
আমি মিঙ্গেলও নই,
আমি ফুটন্ত কিংবদন্তী
ভালোবাসি হলদে বাসন্তী।
জীবনের পরিবর্তন হচ্ছে
জ্ঞানের পরিধিও বাড়ছে,
কমছে মনের সীমানা
হচ্ছি নিজেতেই অচেনা।
ভালোবাসি বলে অনেকে
ভালোবাসেনা মোটেও আমাকে,
সবাই নিজেকে নিয়ে ব্যস্ত
আমি তাতেই আজ অস্ত।
বুঝে না কেউ আমাকে
আঘাত করে চলে অলোকে,
ভারী হচ্ছে কষ্টের বোঝা
মাটির গভীরে তাই পথ খোঁজা।
অদ্ভুত আমি নিরবে বন্দী
হচ্ছেনা কারও সাথেই সন্ধি,
আমি হারাতে চাই দূরে
একাকী থাকবো মৃত্যুর ধারে।
হারালে আর কেউ খুঁজোনা
ভালোবাসি কেউ পরে বলোনা,
দূর থেকে পারবনা আসতে
দুঃখ পাব শুধুই আকাশেতে।
©somewhere in net ltd.