নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পদেহী সুমন

খন্দকার মো: আকতার উজ জামান সুমন

কথা বেশি একটা বলিনা চুপচাপ থাকতে পছন্দ করি। সব সময় কল্পনা করি। কল্পনায় আমি সবসময় নিজের সাথে কথা বলি। আর সব সময় অন্যমনস্ক থাকি। আমার আশেপাশে কে কি করছে না করছে তার দিকে আমার তেমন খেয়াল থাকে না। অনেক সময় কাউকে খুজতে যেয়ে নিজেই হারিয়ে যাই। আর একটা কথা হলো আমার পথ মনে থাকে না তাই আমি একা হাটতে গেলে প্রায়শই পথ ভুল করি। পথে হাটাহাটি করার সময় কত জনের সাথে ধাক্কা খেয়েছি এ পর্যন্ত, তার হিসাব নেই। আমার সমস্ত জীবনটাকে কল্পনা মনে হয় কারণ সব কিছুই যাই ঘটে আমার সাথে তাই আমার কাছে কল্পনা মনে হয়। যদি কোন অঘটন ঘটে তাহলে ভাবি কল্পনা ভেঙ্গে গেলাই সব ঠিক হয়ে যাবে। আমার এই অসম্ভব রকম কল্পনাসক্ত দিনকে দিন বেড়েই চলছে।

খন্দকার মো: আকতার উজ জামান সুমন › বিস্তারিত পোস্টঃ

কখন তুই আসবি

১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৫

আমি অপেক্ষা করছি
কখন তুই আসবি
কাঁধে মাথা ঠুকে বলবি
ভালোবাসি যে তোকে অনেক ।

তোর অপেক্ষায় আছি আমি
ভাবছি শুধুই তরি কথা
একবার কি বলবি
কখন আসবি তুই ।

আকাশ যে কালো হয়ে যাচ্ছে
একটু পর আধার আসবে
আমি যে হারিয়ে যাচ্ছি বহুদূরে
আসবি কখন বল এবার ।

তুই আসলেই যে গুচে যাবে
আছে যত আধার এ মনে
তুই আসলেই ভরে যাবে মন
হাসি আর কল্লোলে ।

আমি শুধুই তোর অপেক্ষায়
কেউ পারবে না তা ভাঙতে
আমার হৃদয়ের মনিকোঠায়
কেবল যে তোরই স্মৃতি টিকে রয় ।

তোকে যে খুব ভালোবাসি
তাই তো পারছি না দূরে যেতে
চারদিকে কেবল যে তুই আছিস
তোকে ছাড়া কিছুই ভাবতে পারছি না ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫২

মানুষ বলেছেন: এইটা কবিতা?

২| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৪

খন্দকার মো: আকতার উজ জামান সুমন বলেছেন: না কবিতা নয়।

৩| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৬

মানুষ বলেছেন: আমিও তাই ভেবেছিলাম

৪| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৫

খন্দকার মো: আকতার উজ জামান সুমন বলেছেন: ধন্যবাদ সঠিক ভাবনার জন্য মানুষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.