![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা বেশি একটা বলিনা চুপচাপ থাকতে পছন্দ করি। সব সময় কল্পনা করি। কল্পনায় আমি সবসময় নিজের সাথে কথা বলি। আর সব সময় অন্যমনস্ক থাকি। আমার আশেপাশে কে কি করছে না করছে তার দিকে আমার তেমন খেয়াল থাকে না। অনেক সময় কাউকে খুজতে যেয়ে নিজেই হারিয়ে যাই। আর একটা কথা হলো আমার পথ মনে থাকে না তাই আমি একা হাটতে গেলে প্রায়শই পথ ভুল করি। পথে হাটাহাটি করার সময় কত জনের সাথে ধাক্কা খেয়েছি এ পর্যন্ত, তার হিসাব নেই। আমার সমস্ত জীবনটাকে কল্পনা মনে হয় কারণ সব কিছুই যাই ঘটে আমার সাথে তাই আমার কাছে কল্পনা মনে হয়। যদি কোন অঘটন ঘটে তাহলে ভাবি কল্পনা ভেঙ্গে গেলাই সব ঠিক হয়ে যাবে। আমার এই অসম্ভব রকম কল্পনাসক্ত দিনকে দিন বেড়েই চলছে।
আমি বিশ্বাস করতে পারছিনা,
মোটেও বিশ্বাস করতে পারছিনা।
তুমি অন্য কারো হয়ে গেছো,
তুমি অন্য কারো বুকে আছো।
তোমার বুকে আমারই চাষ করার কথা,
যা তুমি কখনো মিথ্যা বলতে পারোনা।
তোমার বুকে আমারই হন্যে হয়ে ঘুরার কথা,
যা তুমি অস্বীকার করতে পারোনা।
বিধাতা নাকি মন থেকে চাইলে তা পূরন করে,
কই আমিতো তোমাকে চেয়েছি মন থেকে,
তবে পেলামনা কেন?
কি হলো বলোনা বিধাতা!
আমি এখনো বিধাতার তরে কামনা করি,
তোমাকে ফিরে পাওয়ার জন্য।
আমি এখনো তোমার পথ চেয়ে বসে আছি,
কখন এসে আমার শূন্য বুকের জ্বালা মিটাবে!
আমি আর পারছিনা মোটেও,
আমি সত্যিই আর পারছিনা।
তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসছে,
খুব কষ্ট হচ্ছে, যা কেউ কখনো বুঝবেনা।
বলোনা একটিবার তুমি আমার হবে,
আমার বুকে ফিরে আসবে।
আমি তোমার সব ভুলগুলোকে ভুলে যাবো,
তোমাকে একটুও কষ্ট দিবোনা।
বলোনা তবুও ফিরে আসবে।
একটিবার ফিরে এসে দেখো,
কতটা দাবানল চলছে আমার মাঝে।
তুমি হিমশীতল ভালোবাসায় নিভিয়ে দিবেনা তাকে?
না হলে যে আমি পুড়ে ছাই হয়ে যাবো।
আমাকে একটিবার শুধু বলো,
তুমি ফিরে আসবে, শুধু একটিবার।
আমি তবে অপেক্ষায় রবো আজীবন,
তোমারই তরে, তোমার ফিরে আসার প্রত্যয়ে।
আমার হাত দুটো শুধু তোমাকে স্পর্শ করবে,
এ জন্যই তো অপেক্ষায় ছিলাম।
কিন্তু সেই আশাটা যে ম্লান হয়ে গেল,
তোমারই কারণে।
তবুও অপেক্ষায় থাকবো, তোমার জন্য
তোমাকে খুব করে জড়িয়ে ধরে বলতে
ভালোবাসি তোমায়, ভালোবেসে যাবো ;
চিরদিন, যতদিন মস্তিষ্ক আমার সচল রবে।
তোমার সাথে কথা না বলে থাকতে আমার খুব কষ্ট হয়,
ভিতরটা জ্বলে যায়।
ইচ্ছে করে এখনই ছাদ থেকে লাফ দেই,
যদি তুমি ফিরে না আসো।
হয়তো বেশিদিন আমি আর বাঁচবোনা,
তোমায় ভুলে থাকতে যে পারবোনা।
তাইতো যদি সত্যি ফিরে না আসো তুমি,
আমি সত্যিই মরেই যাবো, দেখে নিও।
হয়তো আমার মৃত্যুর খবর তুমি পাবেনা,
পেলেও অনেক পরে।
যখন দুঃখ করলে, চাইলেও খুঁজে পাবেনা
আমাকে পৃথিবীর বুকে জীবিত।
©somewhere in net ltd.