![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা বেশি একটা বলিনা চুপচাপ থাকতে পছন্দ করি। সব সময় কল্পনা করি। কল্পনায় আমি সবসময় নিজের সাথে কথা বলি। আর সব সময় অন্যমনস্ক থাকি। আমার আশেপাশে কে কি করছে না করছে তার দিকে আমার তেমন খেয়াল থাকে না। অনেক সময় কাউকে খুজতে যেয়ে নিজেই হারিয়ে যাই। আর একটা কথা হলো আমার পথ মনে থাকে না তাই আমি একা হাটতে গেলে প্রায়শই পথ ভুল করি। পথে হাটাহাটি করার সময় কত জনের সাথে ধাক্কা খেয়েছি এ পর্যন্ত, তার হিসাব নেই। আমার সমস্ত জীবনটাকে কল্পনা মনে হয় কারণ সব কিছুই যাই ঘটে আমার সাথে তাই আমার কাছে কল্পনা মনে হয়। যদি কোন অঘটন ঘটে তাহলে ভাবি কল্পনা ভেঙ্গে গেলাই সব ঠিক হয়ে যাবে। আমার এই অসম্ভব রকম কল্পনাসক্ত দিনকে দিন বেড়েই চলছে।
-বুঝলে আমি জীবনে আর মনে হয় কিছু করতে পারবোনা।
-পারবে কেমন করে? সিরিয়াসনেস তো নাই তোমার কোন কিছুতেই। সব সময়ই খাপছাড়া থাকো তুমি।
-কেমন করে সিরিয়াস হবো? সে জন্য তো কিছু একটা লাগে
-কি লাগে?
-ছি ছি, আমি বলতে পারবোনা!
-এরকম ছি ছি এর জিনিস লাগবে কেন তোমার তাহলে?
-তুমি বুঝবেনা, লজ্জার কথা।
-কি এমন জিনিস! আশ্চর্য!
-জিনিসটা খুব মিষ্টি বুঝলে আবার কত ভোল্টের এনার্জিও নাকি উৎপন্ন করে!
-তাই নাকি! তাহলে বলে ফেলো দেখি, জানি আমিও সেটা।
-সরি, তোমাকে বোঝানো আমার পক্ষে সম্ভব না।
-প্লিজ বলোনা
- The endorphins produced by kissing are 200 times more powerful than morphine.
-কি!!!
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৭ রাত ১২:৩২
চাঁদগাজী বলেছেন:
প্রশ্নফাঁস জেনারেশনের লেখা এপিক?