![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়
যখনই তোমার অনুভূতি চেপে ধরে নিঃসঙ্গতা,
নির্দয় পৃথিবীতে যেন অনাহূত তুমি,
উপজ্ঞার উপদেশ বলে —
পালাও তুমি, পালাও।
তখন শুনে দেখো হৃদয় কী বলে,
যেই ঐশ্বরিক কন্ঠ অগ্রদূত হয়ে
গান গেয়ে ফেরে তোমায় ফেরাবে বলে।
যখন জীবন আমাদের বেপরোয়া করে,
তখন প্রেম আমাদের করে বিনীত।
যখন তোমার সহ্য ক্ষমতা অন্তিম সীমায়,
ধুড়মাড় করে ভেঙ্গে পড়তে থাকে নিজের অস্তীত্ব,
ধীরে ধীরে ধ্বংস খেলায়
তুমি মরিয়া হয়ে উঠতে থাকো।
তখন স্মরণে রেখো —
তোমার জন্য ভালোবাসা ছিলো
আদি থেকে অনন্ত অবধি।
তাই তো এই গান সৃষ্টি হয়েছে,
তোমায় ঘরে ফেরার পথ দেখাবে বলে।
( 'The messenger' থেকে অনুপ্রাণিত।)
২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৮
কল্পদ্রুম বলেছেন: ধন্যবাদ
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০০
বিজন রয় বলেছেন: খাঁটি কবিতা।
++++
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:০৩
কল্পদ্রুম বলেছেন: অশেষ ধন্যবাদ।অনেকদিন পর ব্লগে ঢুকলাম।আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো।
৩| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ
০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৪:১৫
কল্পদ্রুম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর কবিতা।