নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানিরা বলেন মানুষ জন্মমাত্রই মানুষ নয়,তাকে যোগ্যতা অর্জন করে তবেই মানুষ হিসেবে পরিচয় দিতে হয়।যোগ্যতা আছে কি না জানি না,হয়তো নিতান্তই মূর্খ এক বাঙ্গাল বলেই নিজেকে নির্দ্বিধায় মানুষ হিসেবে পরিচয় দিয়ে ফেলি।

কল্পদ্রুম

আমি আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়

কল্পদ্রুম › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন

০৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:৩৬

বাংলাদেশের আজকের জয় আমার কাছে সত্যিই ঐতিহাসিক বলে মনে হয়। কেনো ঐতিহাসিক মনে হয় সেটা টেকনিক্যালি ব্যাখ্যা করা মুশকিল। সম্ভবত অস্ট্রেলিয়া নামটা শুনলে, ছোটবেলার সেই মাইটি অস্ট্রেলিয়ার চেহারা ফুটে ওঠে বলে। সেই অস্ট্রেলিয়াকে আমরা হারিয়ে দিয়েছি! যদিও সত্যিকারর্থে এই অস্ট্রেলিয়া সেই দল নয়। এমনকি পূর্ণ শক্তির দলও নয়। সামনের টি টোয়েন্টি বিশ্বকাপে এই স্কোয়াডে আরো পরিবর্তন আসবে। কিন্তু ওদের দলটা তো ওদেরই নির্বাচন করা। এই সিরিজের পরে ভবিষ্যতে বাংলাদেশ খেলতে আসলে হয়তো আরো সতর্ক হয়ে দল নির্বাচন করবে। এবারের মতো এত ব্যক্তিগত কারণে খেলোয়াড়দের বাড়িতে রেখে আসবে না।

তিনটা ম্যাচেই আমাদের দল ব্যাটিং এর চেয়ে বোলিং ভালো করেছে। আজকের ম্যাচের সবচেয়ে সেরা বোলিং নিঃসন্দেহে মুস্তাফিজুর রহমানের। ম্যাচের শুরুর দিকে ওভারগুলো দেখিনি। মুস্তাফিজের নিজের লাস্ট ওভারটা দেখেছি। ম্যাচের ঐ অবস্থায় ঐরকম একটা ওভার বাংলাদেশের আর কোন বোলার করতে পারবে বলে মনে হয় না। এটা মুস্তাফিজের জন্য প্রশংসার। তবে দলের জন্য চিন্তার বিষয়। সামনের বিশ্বকাপ দলে ডেথ ওভারে বোলিং করার জন্য আমাদের হাতে অপশন কম। সামনের ম্যাচগুলোতে অন্য বোলারদের দিয়ে চেষ্টা করা যেতে পারে। যেহেতু সিরিজটা জিতেই গেছি। বোলিং এর অতিরিক্ত সফলতায় ব্যাটিং এর ফাঁকিবাজি ঢাকা পড়ে গেছে। তবে আফিফ হোসেনের খেলা ভালো লেগেছে। ফেসবুক সেলিব্রেটিতে পরিণত না হলে মাহমুদুল্লাহর পরে বাংলাদেশ দলের আর একজন ডার্ক নাইট হতে পারে সে।

মোটের উপর, করোনার এই দুঃসময়ে একটা আনন্দের উপলক্ষ তৈরি করে দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও ধন্যবাদ।

ছবি:বিসিবির অফিশিয়াল পেজ।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অনেক অনেক অভিনন্দন।

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:২৩

কল্পদ্রুম বলেছেন: ঠিক তাই।

২| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: শ্রেয়তর দল হিসেবে বাংলাদেশের জয়লাভ । বাংলা ওয়াশের সম্ভাবনা । :P

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:২৯

কল্পদ্রুম বলেছেন: প্রবল সম্ভাবনা। যেরকম পরিস্থিতি, বাংলাওয়াশ হলেও অবাক হবো না। অস্ট্রেলিয়ার জন্য স্মরণীয় সিরিজ হয়ে থাকবে।

৩| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১:৫১

ফাহিমা আক্তার বলেছেন: প্রথম বারের মত কোনো ফরমেটে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ। B-)

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩২

কল্পদ্রুম বলেছেন: একটা টেস্ট ও ওডিআই হারিয়েছি। তবে যে কোন ফরম্যাটে এবারই প্রথম সিরিজ জয়। অনেক বড় ব্যাপার বাংলাদেশ ক্রিকেট দলের জন্য।

৪| ০৭ ই আগস্ট, ২০২১ ভোর ৪:৩২

ডঃ এম এ আলী বলেছেন:
বিজয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রতি অভিনন্দন ।
অস্ট্রেলিয়া যেমন পুর্ণ শক্তির দল নামায়নি বাংলাদেশ
দলেও তেমনি অনেক শক্তিমান খেলোয়ার অনুপস্থিত ছিল।

ইতিহাসে জয় পরাজয়টিই লেখা থাকবে , কে কত শক্তিমান
দল নিয়ে খেলতে নেমেছিল সেটা তেমন গুরুত্ব পাবেনা ।
যাহোক উভয় দলের জন্যই অনেক বিষয় শিক্ষনীয় আছে।

শুভেচ্ছা রইল

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪৩

কল্পদ্রুম বলেছেন: ওপেনিং এ তামিমকে মিস করেছি। মিডল অর্ডারে মুশফিকের বদলে নুরুল ইসলাম সোহান খেলেছে। ওর উইকেট কিপিং ভালো লাগে। ব্যাটিং খুব একটা খারাপ করেনি। মুশফিক থাকলে নিশ্চিতভাবে আমাদের শক্তি অনেক বাড়তো। আসলে খেলার অংশ হিসেবে কিছু আলোচনা সমালোচনা থেকে যায়। তারপরেও দিনশেষে জয় পরাজয় আসল ব্যাপার।

৫| ০৭ ই আগস্ট, ২০২১ ভোর ৬:২০

চাঁদগাজী বলেছেন:



দেশে মানউষ মরছে করোনায়, এর মাঝে খেলার কি দরকার ছিলো?

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫৬

কল্পদ্রুম বলেছেন: আগে থেকে নির্ধারিত করা ছিলো। খেলা তো কেবল বিনোদনের উৎস না। খেলোয়াড়দের জন্য এটা তাদের পেশা। মানুষও একটু অন্য দিকে মনোযোগ দিতে পারে।

৬| ০৭ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৩০

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশ দলকে অনেক অভিনন্দন। ওয়ান ডে, টেস্ট আর টি টুয়েন্টি এই তিন ফরমেটের মধ্যে বাংলাদেশের জন্য টি টুয়েন্টি বেশী উপযুক্ত। বাকি দুই ফরমেট নিয়ে বিসিবিকে আরও দীর্ঘ মেয়াদি চিন্তা করতে হবে। স্বল্প মেয়াদি পরিকল্পনায় কাজ হবে না।

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:০০

কল্পদ্রুম বলেছেন: আমাদের হাবভাব টি টোয়েন্টির জন্যই উপযুক্ত। কিন্তু এখন পর্যন্ত সাফল্যের দিক থেকে ওডি আই তে আমাদের অবস্থা ভালো। দীর্ঘমেয়াদি পরিকল্পনা আসলে সব ফরম্যাটেই দরকার। যেহেতু বিশ্বকাপ জেতাই আমাদের টার্গেট।

৭| ০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন: দেশে মানুষ মরছে করোনায়, এর মাঝে খেলার কি দরকার ছিলো?

আমারও এই কথা।

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:০৪

কল্পদ্রুম বলেছেন: বাংলাদেশে কত বেদরকারি কাজই তো হচ্ছে। তাও তো এখানে যথেষ্ট স্বাস্থ্যবিধি মানা হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.