| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করতাল
এই ব্লগ লেখক কথা বলতে পছন্দ করেন। কিন্তু কাজ টা ভালো পারেন না বলে সবাই বিরক্ত হয়। আর একটা কাজ তিনি খুব ভালো পারেন সেটা হলো ঘুম। কিন্তু তার ঘুম ও সবাইকে বিরক্ত করে।
আলোই চাই কিন্তু...
তোমায় আমি দিতে চেয়েছিলাম,
শিশুর প্রথম জোনাকি দেখার বিস্ময়।
কিন্তু তুমি ফ্ল্যাশলাইটের আলোয় বড় বেশি সচ্ছন্দ।
তাই তোমার জোনাকি দেখা হয়নি,
আমার ও হয়নি ফ্ল্যাশলাইটে আসা।
আর আমাদের হয়নি যা হতে পারতো।
অথচ কি আশ্চর্য!
আমরা দুজনেই আলোই পছন্দ করি।
(২৭/১২/২০১৪)
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৪
অরক্স বলেছেন: ওরে !!