| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করতাল
এই ব্লগ লেখক কথা বলতে পছন্দ করেন। কিন্তু কাজ টা ভালো পারেন না বলে সবাই বিরক্ত হয়। আর একটা কাজ তিনি খুব ভালো পারেন সেটা হলো ঘুম। কিন্তু তার ঘুম ও সবাইকে বিরক্ত করে।
পথিক
চেনা পথ হারালেই নতুন পথের শুরু;
অজানা ভয়ে তাই পথিকের হৃদয় দুরুদুরু।
এগোলো কি ভুল হবে, নাকি হবে পাপ;
যা বয়ে আনতে পারে আমৃত্যু অভিশাপ।
অজানা কে জয়ের সে শুনেছ কত কিংবদন্তি;
ইতিহাস ভুলে গেছে তাঁদের, যারা করেছিল ভ্রান্তি।
তবুও দ্বিধা কে পিছনে ফেলে তার রথের চাকা;
সে যে পথিক, পথেই তো তার পরিচয় আঁকা।
২৩ শে জুন, ২০১৫ দুপুর ২:০০
করতাল বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
২|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৪
মুচি বলেছেন: ভালা..... পাইলাম।
১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:২২
করতাল বলেছেন: ধন্যবাদ মুচি ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৫ দুপুর ১:৪৬
সরদার হারুন বলেছেন: আজকাল যারা কবিতা লিখে তাদের মধ্যে ভাল ।চেষ্টা করলে আরও ভালো হবে ।
+++++++++++++++++++